National Sports Day
জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)

আজ ২৯ শে আগস্ট (29 August), জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। ভারতে প্রতি বছর ২৯ শে আগস্ট তারিখটি জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২৯ শে আগস্ট হল ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদ (১৯০৫-১৯৭৯) -এর জন্মদিন। ১৯০৫ সালের ২৯ শে আগস্ট মেজর ধ্যান চাঁদ (Major Dhyan Chand) বর্তমান উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। তাঁরই স্মরণে, ২০১২ সালে ভারত সরকার ২৯ শে আগস্ট তারিখটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে ঘোষণা করে। ২০১২ সালের ২৯ শে আগস্ট প্রথমবার ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। জাতীয় ক্রীড়া দিবস পালনের উদ্দেশ্য হল : ক্রীড়া ও শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ভারতের ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন করা, ক্রীড়া সংস্কৃতি প্রচার করা এবং জাতীয় স্বাস্থ্য ও গর্বের উন্নতিকল্পে ক্রীড়াতে জনগণের ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে জাতীয় ক্রীড়া দিবসের থিম হল : ‘Sport to Promote Peaceful Societies and Inclusive Societies’।
উল্লেখ্য, মেজর ধ্যান চাঁদ হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় (Greatest Hockey Player in History)। ১৯২৬-১৯৪৯ সময়কালে তিনি ১৮৫ টি আন্তর্জাতিক হকি ম্যাচে ৫৭০ টি গোল করেছেন। অলিম্পিক গেমসে তিনি ৩ বার (১৯২৮ আমস্টারডাম, ১৯৩২ লস এঞ্জেলস, ১৯৩৬ বার্লিন) হকিতে দলগতভাবে স্বর্ণ পদক জয় করেন। হকিতে অসামান্য ক্রীড়া দক্ষতার জন্য মেজর ধ্যান চাঁদ ‘হকির জাদুকর‘ (The Wizard of Hockey) রূপে পরিচিত। ১৯৫৬ সালে ভারত সরকার তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম ভূষণ প্রদান করে। ২০২১ সালে ভারত সরকার কর্তৃক ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘খেল রত্ন পুরষ্কার‘ (Khel Ratna Award) -এর নামকরণ করা হয় ‘মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরষ্কার‘ (Major Dhyan Chand Khel Ratna Award)।
একনজরে ভারতের কয়েকজন বিশিষ্ট ক্রীড়াবিদ —
★ হকি : মেজর ধ্যান চাঁদ, লেসলি ক্লডিয়াস, উধম সিং, ধনরাজ পিল্লাই, দিলীপ তিরকে।
★ ক্রিকেট : সুনীল গাভাসকার, কপিল দেব, শচীন তেন্ডুলকার, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা।
★ ফুটবল : পি. কে. ব্যানার্জী, আশালতা দেবী, বাইচুং ভুটিয়া, আই. এম. বিজয়ন, সুনীল ছেত্রী।
★ ব্যাডমিন্টন : প্রকাশ পাড়ুকোন, সাইনা নেহওয়াল, পি. ভি. সিন্ধু।
★ টেনিস : রামনাথন কৃষ্ণান, বিজয় অমৃতরাজ, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রোহন বোপান্না।
★ কুস্তি : কে. ডি. যাদব, সুশীল কুমার, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, রবি কুমার দাহিয়া।
★ বক্সিং : বিজেন্দর সিং, মেরি কম, লাভলীনা বরগোহাঁই, অমিত পঙ্ঘাল, লাইশরাম সরিতা দেবী।
★ দাবা : বিশ্বনাথন আনন্দ, গুকেশ ডোম্মারাজু, কোনেরু হাম্পি, অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ।
★ গল্ফ : জীব মিলখা সিং, অনির্বাণ লাহিড়ী, অদিতি অশোক, অর্জুন অটওয়াল, জ্যোতি রণধাওয়া।
★ অ্যাথলেটিক্স : মিলখা সিং, পি. টি. ঊষা, অঞ্জু ববি জর্জ, কৃষ্ণা পুনিয়া, নীরজ চোপড়া।
Pingback: Telugu Language Day - ভূগোলিকা-Bhugolika