National Postal Day
জাতীয় ডাক দিবস (National Postal Day)
আজ ১০ ই অক্টোবর (10 October), জাতীয় ডাক দিবস (National Postal Day)। প্রতি বছর ভারতে ১০ ই অক্টোবর তারিখটি জাতীয় ডাক দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ব্রিটিশ শাসনাধীন ভারতে ডাকঘর আইন-১৮৩৭ (Post Office Act-1837) অনুসারে, ১৮৩৭ সালের ১ লা অক্টোবর ভারতীয় পোস্ট অফিস (Indian Post Office) স্থাপিত হয়। তবে, ১৮৫৪ সালের ১ লা অক্টোবর লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতে প্রথম আধুনিক ডাক পরিষেবা প্রতিষ্ঠা করেন। ১৮৫৪ সালের ১০ ই অক্টোবর ব্রিটিশ ভারতে প্রথম আধুনিক ডাক পরিষেবা চালু হয়েছিল। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কংগ্রেস-১৯৬৯ কর্তৃক বিশ্ব ডাক দিবস (৯ ই অক্টোবর) উদযাপন কালে ১৯৬৯ সালের ১০ ই অক্টোবর ভারতে প্রথমবার জাতীয় ডাক দিবস পালিত হয়। জাতীয় ডাক দিবস (National Postal Day) পালনের উদ্দেশ্য হল : দৈনন্দিন জীবনে ডাক পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভারতের আর্থ-সামাজিক উন্নয়নে ডাক পরিষেবার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, ডাক পরিষেবা (Postal Service) হল সরকারি বা বেসরকারি উদ্যোগে পরিচালিত চিঠি, পুলিন্দা (Percel) এবং অন্যান্য পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ও বন্টনের এক ব্যবস্থা, যার মধ্যে বার্তা আদান-প্রদান, পণ্য সরবরাহ ও আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত। সরকারি ডাক পরিষেবাতে, যে গৃহে চিঠি, পুলিন্দা ও অন্যান্য ডাক সংক্রান্ত জিনিসপত্র গ্রহণ ও বিতরণ করা হয়, তা ডাক ঘর (Post Office) নামে পরিচিত। এছাড়া ডাকঘর বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, মানি অর্ডার সেবা, বীমা সেবা এবং বিল পরিশোধের মতো আর্থিক ও বাণিজ্যিক সেবা প্রদান করে থাকে। ডাকবিভাগ কর্তৃক চিঠিপত্র সংগ্রহের জন্য যে ক্ষুদ্রাকার বাক্স ব্যবহৃত হয়, তা ডাক বাক্স (Post Box) নামে পরিচিত। ডাকঘরের প্রধান সরকারি কর্মকর্তাকে ডাক কর্তা (Post Master) বলা হয়। ডাকঘর থেকে চিঠি, পুলিন্দা ও অন্যান্য পণ্য বন্টনকারী কর্মী ডাকহরকরা বা ডাকবাহক (Peon/Postman) নামে পরিচিত। ডাক পরিষেবার মূল বৈশিষ্ট্যগুলি হল — (১) ডাক পরিষেবা একদিকে প্রেরক (Sender) ও অন্যদিকে প্রাপক (Recipient) থাকেন। ডাক কর্তৃপক্ষ প্রেরকের কাছ থেকে চিঠি বা পুলিন্দা গ্রহণ করে নির্ধারিত প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়। (২) ডাক পরিষেবাতে বার্তা ও পণ্য পরিবহনের জন্য বাহক এবং পরিবহন ব্যবস্থা (যেমন : বাস, ট্রেন, বিমান ইত্যাদি) -এর ওপর নির্ভরশীল। (৩) ডাক পরিষেবার জন্য অগ্রিম অর্থ পরিশোধের প্রতীক হিসেবে ডাকটিকিট ব্যবহার করা হয়।
আসুন একনজরে দেখে নিই ভারতের ডাক পরিষেবা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য —
★ ভারতের সরকারি ডাক বিভাগের নাম ইন্ডিয়া পোস্ট (India Post), যা ১৮৫৪ সালের ১ লা অক্টোবর স্থাপিত হয়েছিল। ইন্ডিয়া পোস্টের নীতিবাক্য হল : ‘ডাক সেবা-জন সেবা‘ (Dak Sewa-Jan Sewa)।
★ ১৮৫২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিন্ধ প্রদেশে হেনরি বার্টলে এডওয়ার্ড ফ্রেরে (Henry Bartle Edward Frere) কর্তৃক এশিয়ার প্রথম আঠালো ডাকটিকিট (First Adhesive Postage Stamp in Asia) প্রকাশিত হয়। এই ডাকটিকিট গুলি ‘সিন্ধ ডাক‘ (Scinde Dawk) নামে পরিচিত ছিল।
★ স্বাধীন ভারতে, ১৯৪৭ সালের ২১ শে নভেম্বর প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়। এই ডাকটিকিটে ভারতের জাতীয় পতাকার ছবি ও উপরে ডানদিকের কোণে জয় হিন্দ (Jai Hind) স্লোগান চিত্রিত ছিল।
★ ১৯৭২ সালের ১৫ ই আগস্ট ভারতীয় ডাক ব্যবস্থাতে ৬ সংখ্যার পিন কোড (PIN Code) প্রবর্তিত হয়। PIN শব্দটির পূর্ণরূপ হল Postal Index Number। ভারতীয় ডাক পরিষেবাতে পিন কোড ব্যবস্থার জনক হলেন শ্রীরাম ভিকাজি ভেলানকার (Shriram Bhikaji Velankar)। ভারতে মোট ৯ টি পোস্টাল জোন (Postal Zone) রয়েছে, যার মধ্যে ৮ টি ভারতের ভৌগোলিক অঞ্চল এবং একটি সেনা ডাক পরিষেবা (Army Postal Service)।
★ ২০০৮ সালে ভারতের ডাক বিভাগে ‘Project Arrow‘ চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হল — শহর ও গ্রামাঞ্চলের ডাকঘরগুলিকে উন্নীত করা, পরিষেবা ও রূপ উন্নত করে ডাক বিভাগকে এক প্রাণবন্ত ও সংবেদনশীল প্রতিষ্ঠানে পরিণত করা এবং এক দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনা।
★ ভারতীয় ডাক ব্যবস্থা হল বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে বন্টিত ডাক ব্যবস্থা (World’s Most Widely Distributed Postal System)। ইন্ডিয়া পোস্ট হল বিশ্বের বৃহত্তম ডাক নেটওয়ার্ক (World’s Largest Postal Network)। বর্তমানে ভারতে ১,৬৪,৯৯৯ টি ডাকঘর (সূত্র : India Post) রয়েছে।
★ ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ডাল হ্রদের নেহরু পার্ক ভাসমান ডাকঘর (Nehru Park Floating Post Office) হল বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর (World’s Only Floating Post Office)। ২০১১ সালে এই ভাসমান ডাকঘর চালু হয়।