National Panchayati Raj Day
জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস (National Panchayati Raj Day)
আজ ২৪ শে এপ্রিল (24 April), জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস (National Panchayati Raj Day)। প্রতি বছর ২৪ শে এপ্রিল তারিখটি ভারতে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, সারা ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্যে ১৯৯২ সালের ২২ ও ২৩ শে ডিসেম্বর যথাক্রমে লোকসভা ও রাজ্যসভাতে ৭৩-তম সংবিধান সংশোধনী আইন (73rd Constitutional Amendment Act) পাস হয়। ১৯৯৪ সালের ২৩ শে এপ্রিল এই আইন রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৯৯৪ সালের ২৪ শে এপ্রিল এই আইন কার্যকর হয়। পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রবর্তনের স্মরণে, ২০১০ সালের ২৪ শে এপ্রিল ভারত সরকারের পঞ্চায়েতী রাজ মন্ত্রকের উদ্যোগে প্রথমবার জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালিত হয়। জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালনের উদ্দেশ্য হল : গ্রামীণ উন্নয়ন ও স্থানীয় শাসনকার্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার গুরুত্ব প্রচার করা, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় পঞ্চায়েতী রাজের ঐতিহাসিক স্বীকৃতি উদযাপন করা এবং গ্রামীণ উন্নয়ন ও স্ব-শাসনে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক ব্যবস্থা হল পঞ্চায়েতী রাজ (Panchayati Raj)। পঞ্চায়েত (Panchayat) শব্দটি পঞ্চ (Panch) অর্থাৎ পাঁচ এবং আয়ত (Ayat) অর্থাৎ সভা থেকে এসেছে। রাজ (Raj) শব্দটির অর্থ হল শাসন। স্বাধীন ভারতে, ১৯৫৯ সালের ২ রা অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থানের নাগৌরে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রবর্তন করেন। ভারতের রাজস্থান রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়। সারা ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্যে, ১৯৯২ সালে ভারতের সংসদে ৭৩-তম সংবিধান সংশোধনী আইন পাস হয় এবং ১৯৯৪ সালে এই আইন কার্যকরের মাধ্যমে ভারতে সাংবিধানিকভাবে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূচনা ঘটে। এই আইনের মাধ্যমে ভারতে ২০ লক্ষের অধিক জনসংখ্যাযুক্ত রাজ্যগুলিতে ত্রি-স্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়। প্রতি ৫ বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত রাজ ব্যবস্থাতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়। পঞ্চায়েতগুলির আর্থিক ক্ষমতা সুপারিশ করার জন্য একটি রাজ্য অর্থ কমিশন নিয়োগ করা হয়।
বর্তমানে (১ লা এপ্রিল, ২০২৫) ভারতের ২৫ টি রাজ্যে এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রি-স্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা (Three-Tier Panchayati Raj System) প্রচলিত রয়েছে। শুধুমাত্র ৩ টি রাজ্য (অরুণাচল প্রদেশ, সিকিম, গোয়া) এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল (লক্ষদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ) -এ দ্বি-স্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রচলিত রয়েছে। ভারতের ত্রি-স্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থাতে তিনটি স্তর হল — গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat), ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti) ও জেলা স্তরে জেলা পরিষদ (Zila Parishad)। গ্রাম পঞ্চায়েত হল ভারতে স্থানীয় সরকারের সবচেয়ে নিম্ন স্তর (Smallest Level of Local Government in India)। ভারত সরকারের পঞ্চায়েতী রাজ মন্ত্রক প্রকাশিত তথ্য (৩১ শে জুলাই, ২০২৪) অনুসারে, ভারতে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২.৬৮ লক্ষ। ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সর্বাধিক সংখ্যক গ্রাম পঞ্চায়েত রয়েছে।
Pingback: World Malaria Day - ভূগোলিকা-Bhugolika