Sunday, July 27, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

জুলাই

National Doctors’ Day

জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day)

National Doctors' Day

আজ ১ লা জুলাই (1 July), জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day)। প্রতি বছর ভারতে ১ লা জুলাই তারিখটি জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১ লা জুলাই হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায় (১৮৮২-১৯৬২) -এর জন্মদিন ও মৃত্যুদিন। তাঁরই জন্মদিন উপলক্ষ্যে ১ লা জুলাই তারিখটি ভারতে জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয়। ১৯৯১ সালে ভারতে প্রথমবার জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। জাতীয় চিকিৎসক দিবস পালনের উদ্দেশ্য হল : সমাজে চিকিৎসকদের অবদানকে স্বীকৃতি ও সম্মান দেওয়া এবং স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য প্রচার ও মানুষের জীবন বাঁচাতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও ভবিষ্যৎ প্রজন্মকে চিকিৎসা ক্ষেত্রে যোগদান করতে অনুপ্রাণিত করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে জাতীয় চিকিৎসক দিবসের থিম হল : ‘Behind the Mask: Who Heals the Healers?’।

উল্লেখ্য, ১৮৮২ সালের ১ লা জুলাই বিধানচন্দ্র রায় বর্তমান বিহারের পাটনাতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ। তাঁরই উদ্যোগে ১৯২৮ সালে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association) এবং ১৯৩৩ সালে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (Medical Council of India) গঠিত হয়। ২০২০ সালে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিবর্তে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission) সংস্থাটি গঠিত হয়েছে। তিনি কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (Cardiological Society of India) -এর প্রথম সভাপতি ছিলেন। যাদবপুর টিবি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু স্মৃতি হাসপাতাল, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল প্রভৃতি স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার (Maker of Modern West Bengal) হিসাবে পরিচিত। ১৯৬১ সালের ৪ ঠা ফেব্রুয়ারি ভারত সরকার তাঁকে ‘ভারত রত্ন‘ সম্মান প্রদান করে। ১৯৬২ সালের ১ লা জুলাই তিনি কলকাতায় পরলোকগমন করেন।

আমাদের সমাজে চিকিৎসকের অপরিসীম গুরুত্ব রয়েছে। চিকিৎসা পেশা হল এক মহান সেবা খাত, যা মানুষের জীবন বাঁচানো ও সুস্থ জীবনযাপনের জন্য অপরিহার্য। তাই, চিকিৎসাবৃত্তি এক মহান ব্রত। কোনো রোগীকে নিরোগ করাই হল একজন আদর্শ চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। একজন চিকিৎসক রোগের চিকিৎসা, রোগ নির্ণয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মূল্যবান ভূমিকা পালন করেন। চিকিৎসাকর্মকে সাধারণ পেশা হিসেবে গণ্য করা হয় না। শুধু অর্থ উপার্জন করা কোনো সভ্য চিকিৎসকের লক্ষ্য হতে পারে না। তাই, প্রত্যেক চিকিৎসকদের উচিত আর্থিক বাণিজ্যের মোহে না পড়ে মানবসেবায় নিরলসভাবে কাজ করা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক গ্রহাণু দিবস

One thought on “National Doctors’ Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!