National Bird Day
জাতীয় পাখি দিবস (National Bird Day)
আজ ৫ ই জানুয়ারি (5 January), জাতীয় পাখি দিবস (National Bird Day)। প্রতি বছর ৫ ই জানুয়ারি তারিখটি জাতীয় পাখি দিবস রূপে পালিত হয়। জাতীয় পাখি দিবস পালনের উদ্দেশ্য হল বাস্তুতন্ত্রে পাখিদের গুরুত্ব এবং পাখি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ২০০০ সালে স্থাপিত এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন (Avian Welfare Coalition/AWC) সংস্থা ২০০২ সাল থেকে ৫ ই জানুয়ারি তারিখে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় পাখি দিবস উদযাপনের সূচনা করে। ভারতেও ৫ ই জানুয়ারি তারিখটি জাতীয় পাখি দিবস রূপে পালিত হয়। ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (Ministry of Environment, Forests and Climate Change) -এর ওয়েবসাইট (https://moef.gov.in) -এর তথ্য অনুসারে, ৫ ই জানুয়ারি হল ভারতের জাতীয় পাখি দিবস।
পশ্চিম গোলার্ধে প্রচলিত এক পাখি গণনা হল — ক্রিসমাস পাখি গণনা (Christmas Bird Count)। ১৯০০ সালের ২৫ শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিন আমেরিকান পক্ষীবিদ ফ্র্যাঙ্ক চ্যাপম্যান (Frank Chapman) পাখি শিকারের পরিবর্তে পাখি গণনার প্রস্তাব দিয়েছিলেন। ওই বছর ক্রিসমাসের দিন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডাতে প্রথম পাখি গণনা শুরু হয়। সেই থেকে প্রতি বছর ক্রিসমাসের সময় ১৪ ই ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারি পর্যন্ত সময়কালে পাখি গণনা অনুষ্ঠিত হয়। এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন (AWC) ক্রিসমাস পাখি গণনার সমাপ্তি দিবসটিকেই জাতীয় পাখি দিবস হিসাবে উদযাপন শুরু করে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, জনসংখ্যা বৃদ্ধি, পাখির আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ, পাখি পাচার প্রভৃতি কারণে ভারত-সহ সারা বিশ্বে পাখি বিলুপ্তি ঘটছে। তাই, পাখি সংরক্ষণের আলোকে জাতীয় পাখি দিবস বিশেষ গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, পাখি বৈচিত্র্যে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। বার্ডলাইফ ইন্টারন্যাশনাল (BirdLife International)-এর তথ্য অনুসারে, সারা বিশ্বে পাখি বৈচিত্র্যে ভারত নবম স্থান অধিকার করে এবং ভারতে ১২১২ প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে ৭৮ টি স্থানিক প্রজাতি (Endemic Species)। এভিবেস (Avibase) -এর তথ্য অনুসারে (২০২৪), ভারতে ১৩৯৩ প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে ৮৪ টি স্থানিক প্রজাতি (Endemic Species)। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI) -এর ‘Fauna of India Checklist’ (জুলাই, ২০২৪) অনুসারে, ভারতে ১৩৫৮ প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে ৭৯ টি স্থানিক প্রজাতি (Endemic Species)। এই তথ্য অনুসারে, পাখি বৈচিত্র্যে ভারতের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাজ্য হল যথাক্রমে — পশ্চিমবঙ্গ (৮৫৫ প্রজাতি), অরুণাচল প্রদেশ (৭২৭ প্রজাতি), অসম (৬৯৬ প্রজাতি)। উল্লেখ্য, ভারতের জাতীয় পাখি (National Bird of India) হল — ভারতীয় ময়ূর (Indian Peafowl/ Common Peafowl), যার বৈজ্ঞানিক নাম পাভো ক্রিস্টাটাস (Pavo cristatus)। ১৯৬৩ সালের ১ লা ফেব্রুয়ারি ভারত সরকার কর্তৃক ভারতীয় ময়ূর ‘জাতীয় পাখি’ হিসেবে গৃহীত হয়।
SSC Upper Primary TET Social Studies (Bengali Version)
Pingback: World Braille Day - ভূগোলিকা-Bhugolika
Good
Pingback: Pravasi Bharatiya Divas - ভূগোলিকা-Bhugolika