Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

Manipuri Language Day

মণিপুরী ভাষা দিবস (Manipuri Language Day)

Manipuri Language Day

আজ ২০ শে আগস্ট (20 August), মণিপুরী ভাষা দিবস (Manipuri Language Day), যা মেইতেই ভাষা দিবস (Meitei Language Day) ও ইমালোঙ্গি নামিত (Imalongi Numit) নামেও পরিচিত। প্রতি বছর ২০ শে আগস্ট তারিখটি উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ ও মায়ানমারে মণিপুরী ভাষা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৯২ সালে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে মণিপুরী ভাষা (Manipuri Language) যুক্ত হয়। অর্থাৎ মণিপুরী ভাষা ভারতের একটি সরকারি ভাষা (Official Language) -এর মর্যাদা লাভ করে। এই ঘটনার উদযাপনে ১৯৯২ সালের ২০ শে আগস্ট প্রথমবার মণিপুরী ভাষা দিবস পালিত হয়। মণিপুরী ভাষা দিবস পালনের উদ্দেশ্য হল : মণিপুরী ভাষা এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারণা, মণিপুরী ভাষার সংরক্ষণ।

মণিপুরী ভাষা (Manipuri Language) বা মেইতেই ভাষা (Meitei Language) হল চিনা-তিব্বতী (Sino-Tibetan) ভাষা পরিবারের অন্তর্গত তিব্বতী-বর্মী (Tibeto-Burman) শাখার একটি ভাষা। মণিপুরী ভাষা হল ভারতের মণিপুর রাজ্যের প্রধান ভাষা এবং একমাত্র সরকারি ভাষা। এছাড়া অসম রাজ্যের ৪ টি জেলা (কাছার, হাইলাকান্দি, করিমগঞ্জ/শ্রীভূমি, হোজাই) -এর অতিরিক্ত সরকারি ভাষা (Additional Official Language) হল মণিপুরী ভাষা। মণিপুরী ভাষা হল ভারতের সর্বাধিক কথ্য তিব্বতী-বর্মী ভাষা এবং উত্তর-পূর্ব ভারতের তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা (অসমীয়া ও বাংলার পর)। প্রথম ও দ্বিতীয় ভাষা হিসাবে ৩০ লক্ষ মানুষ মণিপুরী ভাষা ব্যবহার করেন। মণিপুর ছাড়াও, ভারতের অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় রাজ্যে মণিপুরী ভাষাভাষী জনসংখ্যা রয়েছে। এছাড়া মণিপুরী ভাষা হল বাংলাদেশ (প্রধানত সিলেট বিভাগ) ও মায়ানমার (প্রধানত কাচিন ও শান রাজ্য) -এর স্বীকৃত সংখ্যালঘু ভাষা।

মণিপুরী ভাষার প্রধানত ৩ টি উপভাষা (Dialect) রয়েছে। যথা — প্রামাণ্য মেইতেই (Standard Meitei), লুই/চাকপা (Loi/Chakpa), পাঙ্গাল (Pangal)। মণিপুরী ভাষা মেইতেই লিপি (Meitei Script) বা মেইতেই মায়েক (Meitei Mayek) -তে লেখা হয়, যা কাংলেই লিপি (Kanglei Script) বা কোক সাম লাই লিপি (Kok Sam Lai Script) নামেও পরিচিত। মণিপুরী ভাষা কমপক্ষে ২০০০ বছরের পুরানো। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে মেইতেই লিপির প্রচলন শুরু হয়। মণিপুরী ভাষার বর্ণমালাতে ১৮ টি অক্ষর রয়েছে। কয়েকটি বহুল প্রচলিত মণিপুরী শব্দ/শব্দবন্ধ বা বাক্যাংশ হল — ꯑꯩ (Ei) অর্থাৎ আমি, ꯑꯃꯥ (A-Maa) অর্থাৎ এক (১), ꯆꯥꯛ (Chak) অর্থাৎ ভাত, ꯇꯔꯥ (Ta-Raa) অর্থাৎ দশ (১০), ꯌꯥꯡꯈꯩ (Yaang-Khéi) অর্থাৎ অর্ধশত বা পঞ্চাশ (৫০), ꯆꯥꯃ (Chaama) অর্থাৎ একশত (১০০), ꯂꯤꯁꯤꯡ (Lisíng Ama) অর্থাৎ একহাজার (১০০০) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব মশা দিবস

One thought on “Manipuri Language Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!