Madhyamik Geo Chapter-VI True False Question
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ (Madhyamik Geo Chapter-VI True False Question) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ এবং উত্তর।
(১) কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ হল রিমোট সেনসিং।
উত্তর : শুদ্ধ।
(২) রিমোট সেনসিং-এর সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ্ধতি হল বিমান চিত্র।
উত্তর : অশুদ্ধ।
(৩) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হল পিক্সেল।
উত্তর : শুদ্ধ।
(৪) কোনো কৃত্রিম উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে সোয়াথ বলে।
উত্তর : শুদ্ধ।
(৫) ফোটোগ্রাফিক ক্যামেরা একটি সক্রিয় সেন্সর।
উত্তর : অশুদ্ধ।
(৬) রাডার একটি নিস্ক্রিয় সেন্সর।
উত্তর : অশুদ্ধ।
(৭) উপগ্রহ চিত্রের আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে নীল রঙের পরিবর্তে সবুজ রঙ ব্যবহার করা হয়।
উত্তর : শুদ্ধ।
(৮) উপগ্রহ চিত্রের আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে লাল রঙ দ্বারা বনভূমি দেখানো হয়।
উত্তর : শুদ্ধ।
(৯) ভূ-সমলয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ২৬০০০ কিমি উচ্চতায় থাকে।
উত্তর : অশুদ্ধ।
(১০) সূর্য-সমলয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ৬০০-৯০০ কিমি উচ্চতায় থাকে।
উত্তর : শুদ্ধ।
(১১) ভূ-সমলয় উপগ্রহ দৈনিক ১৪ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।
উত্তর : অশুদ্ধ।
(১২) সূর্য-সমলয় উপগ্রহ দৈনিক পৃথিবীকে ১ বার প্রদক্ষিণ করে।
উত্তর : অশুদ্ধ।
(১৩) পৃথিবীর প্রথম ভূ-সমলয় উপগ্রহ হল আর্যভট্ট।
উত্তর : অশুদ্ধ।
(১৪) হ্যারল্ড রোজেন-কে ভূ-সমলয় উপগ্রহের জনক বলা হয়।
উত্তর : শুদ্ধ।
(১৫) ভূ-সমলয় উপগ্রহ সম্পদ সমীক্ষার কাজে ব্যবহৃত হয়।
উত্তর : অশুদ্ধ।
(১৬) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক-১।
উত্তর : শুদ্ধ।
(১৭) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট।
উত্তর : শুদ্ধ।
(১৮) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ হল IRS-1A।
উত্তর : শুদ্ধ।
(১৯) ভারতে ১৯৯৯ সালে রিমোট সেনসিং চালু হয়।
উত্তর : অশুদ্ধ।
(২০) পিশরোথ রামা পিশরোটি ‘ভারতে রিমোট সেনসিং-এর জনক’ নামে পরিচিত।
উত্তর : শুদ্ধ।
(২১) GOES হল রাশিয়ার ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : অশুদ্ধ।
(২২) GSAT হল ভারতের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : অশুদ্ধ।
(২৩) SPOT হল ফ্রান্সের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : অশুদ্ধ।
(২৪) Landsat হল আমেরিকা যুক্তরাষ্ট্রের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : শুদ্ধ।
(২৫) ইসরোর সদরদপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত।
উত্তর : শুদ্ধ।
(২৬) NRSC ভারতে উপগ্রহ চিত্র তৈরি করে।
উত্তর : শুদ্ধ।
(২৭) কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ঠিক নিচে ভূপৃষ্ঠস্থ বিন্দু হল নাদির।
উত্তর : শুদ্ধ।
(২৮) রাতের বেলা রাডার সেন্সর ব্যবহার করা যায়।
উত্তর : শুদ্ধ।
(২৯) Cartosat-1 হল ভারতের একটি ভূ-সমলয় উপগ্রহ।
উত্তর : অশুদ্ধ।
(৩০) ভারত সর্বাধিক সংখ্যক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।
উত্তর : অশুদ্ধ।
(৩১) SPOT একটি সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : শুদ্ধ।
(৩২) ভারতে সার্ভে অফ ইন্ডিয়া (SOI) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে।
উত্তর : শুদ্ধ।
(৩৩) সার্ভে অফ ইন্ডিয়া (SOI)-এর সদরদপ্তর হল বেঙ্গালুরু।
উত্তর : অশুদ্ধ।
(৩৪) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কালো রঙের দ্বারা সমোন্নতি রেখা দেখানো হয়।
উত্তর : অশুদ্ধ।
(৩৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রঙের দ্বারা সড়কপথ দেখানো হয়।
উত্তর : শুদ্ধ।
(৩৬) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের মূল সূচক সংখ্যা ৪০-৯২।
উত্তর : শুদ্ধ।
(৩৭) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের ১৩৬ টি মিলিয়ন শিট রয়েছে।
উত্তর : শুদ্ধ।
(৩৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে BM সংকেতের অর্থ Base Map।
উত্তর : অশুদ্ধ।
(৩৯) মিলিয়ন শিটের স্কেল হল ১:২৫০,০০০।
উত্তর : অশুদ্ধ।
(৪০) মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ৪°×৪°।
উত্তর : শুদ্ধ।
(৪১) ডিগ্রি শিটের স্কেল হল ১:১০০০০০০।
উত্তর : অশুদ্ধ।
(৪২) একটি ডিগ্রি শিটের উদাহরণ 56 C।
উত্তর : শুদ্ধ।
(৪৩) হাফ ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ৩০’×৩০’।
উত্তর : শুদ্ধ।
(৪৪) একটি হাফ ইঞ্চি শিটের উদাহরণ 45 P/16।
উত্তর : অশুদ্ধ।
(৪৫) ইঞ্চি শিটের স্কেল হল ১:৫০০০০।
উত্তর : শুদ্ধ।
(৪৬) ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার ১°×১°।
উত্তর : অশুদ্ধ।
(৪৭) একটি ইঞ্চি শিটের উদাহরণ হল 55 B/8।
উত্তর : শুদ্ধ।
(৪৮) মিলিয়ন শিটের স্কেল ১ সেমিতে ১০ কিমি।
উত্তর : শুদ্ধ।
(৪৯) ডিগ্রি শিটের স্কেল ১ সেমিতে ৪ মাইল।
উত্তর : অশুদ্ধ।
(৫০) ইঞ্চি শিটের স্কেল ১ সেমিতে ০.৫ কিমি।
উত্তর : শুদ্ধ।
(Madhyamik Geo Chapter-VI True False Question)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ
Pingback: Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks - ভূগোলিকা-Bhugolika