Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik Geo Chapter-VI SAQ Part-II

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) দ্বিতীয় পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ২ টি পর্বে আলোচনা করা হল। দ্বিতীয় পর্ব : Madhyamik Geo Chapter-VI SAQ Part-II । এই পর্বে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-VI SAQ Part-II

(৫১) EMR শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Electromagnetic Radiation। (তড়িৎ চৌম্বকীয় বিকিরণ)
(৫২) EMS শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Electromagnetic Spectrum। (তড়িৎ চৌম্বকীয় বর্ণালী)
(৫৩) কৃত্রিম উপগ্রহের ঠিক নিচে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে?
উত্তর : নাদির।
(৫৪) GOMS কোন দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা?
উত্তর : রাশিয়া।
(৫৫) BeiDou কোন দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা?
উত্তর : চিন।
(৫৬) Landsat কোনপ্রকার উপগ্রহ ব্যবস্থার উদাহরণ?
উত্তর : সূর্য-সমলয়।
(৫৭) GSAT কোনপ্রকার উপগ্রহ ব্যবস্থার উদাহরণ?
উত্তর : ভূ-সমলয়।
(৫৮) কোন দেশ সর্বাধিক সংখ্যক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৫৯) উপগ্রহ চিত্র তৈরিতে কয়টি প্রক্রিয়া রয়েছে?
উত্তর : ২ টি (তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ)।
(৬০) উপগ্রহ চিত্রের একটি সুবিধা লেখো।
উত্তর : দুর্গম ভূপৃষ্ঠ থেকে তথ্য সংগ্রহ।
(৬১) উপগ্রহ চিত্রের একটি অসুবিধা লেখো।
উত্তর : ব্যয়বহুল প্রযুক্তি।
(৬২) কে প্রথম আধুনিক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করেন?
উত্তর : চার্লস হাটন।*
[*১৭৭৪ সালে ব্রিটিশ প্রফেসর চার্লস হাটন প্রথম আধুনিক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করেন]
(৬৩) ভারতে কোন সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে?
উত্তর : সার্ভে অফ ইন্ডিয়া (SOI)।
(৬৪) কত সালে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়?
উত্তর : ১৭৬৭ সালে।
(৬৫) সার্ভে অফ ইন্ডিয়ার সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : দেরাদুন।
(৬৬) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা সমোন্নতি রেখা দেখানো হয়?
উত্তর : বাদামি।
(৬৭) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কোনপ্রকার মানচিত্রের উদাহরণ?
উত্তর : বৃহৎ স্কেল মানচিত্র।
(৬৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা রেলপথ দেখানো হয়?
উত্তর : কালো।
(৬৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা কৃষিজমি দেখানো হয়?
উত্তর : হলুদ।
(৭০) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা জনবসতি দেখানো হয়?
উত্তর : লাল।
(৭১) সমগ্র পৃথিবীতে কতগুলি ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র রয়েছে?
উত্তর : ২২২২ টি।
(৭২) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের মূল সূচক সংখ্যা কত?
উত্তর : ৪০-৯২।
(৭৩) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের গৌণ সূচক সংখ্যা কত?
উত্তর : A-P।
(৭৪) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রগৌণ সূচক সংখ্যা কত?
উত্তর : ১-১৬।
(৭৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা সড়কপথ দেখানো হয়?
উত্তর : লাল।
(৭৬) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা কি প্রদর্শন করে?
উত্তর : উচ্চতা/ভূপ্রকৃতি।
(৭৭) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র মিলিয়ন শিটের সংখ্যা কত?
উত্তর : ১৩৬ টি।
(৭৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রঙের দ্বারা বনভূমি দেখানো হয়?
উত্তর : সবুজ।
(৭৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে PO সংকেতের অর্থ কি?
উত্তর : ডাকঘর।
(৮০) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে BM সংকেতের অর্থ কি?
উত্তর : Bench Mark।
(৮১) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের কত নং মিলিয়ন শিট ‘দিল্লি শিট’ নামে পরিচিত?
উত্তর : ৫৩।
(৮২) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল কত?
উত্তর : ১:১০০০০০০।
(৮৩) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি কত?
উত্তর : ৪°×৪°।
(৮৪) একটি মিলিয়ন শিটের উদাহরণ দাও।
উত্তর : 53।
(৮৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের স্কেল কত?
উত্তর : ১:২৫০০০০।
(৮৬) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি কত?
উত্তর : ১°×১°।
(৮৭) একটি ডিগ্রি শিটের উদাহরণ দাও।
উত্তর : 53 A।
(৮৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে হাফ ইঞ্চি শিটের স্কেল কত?
উত্তর : ১:১২৫০০০।
(৮৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে হাফ ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি কত?
উত্তর : ৩০’×৩০’।
(৯০) একটি হাফ ইঞ্চি শিটের উদাহরণ দাও।
উত্তর : 53 A/NE।
(৯১) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের স্কেল কত?
উত্তর : ১:৫০০০০।
(৯২) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি কত?
উত্তর : ১৫’×১৫’।
(৯৩) একটি ইঞ্চি শিটের উদাহরণ দাও।
উত্তর : 53 A/1।
(৯৪) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিউ সিরিজ শিটের স্কেল কত?
উত্তর : ১:২৫০০০।
(৯৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিউ সিরিজ শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি কত?
উত্তর : ৭.৫’×৭.৫’।
(৯৬) একটি নিউ সিরিজ শিটের উদাহরণ দাও।
উত্তর : 53 A/6/1।
(৯৭) কোনপ্রকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ১০ কিমি?
উত্তর : মিলিয়ন শিট।
(৯৮) কোনপ্রকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ২.৫ কিমি?
উত্তর : ডিগ্রি শিট।
(৯৯) কোনপ্রকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ০.৫ কিমি?
উত্তর : ইঞ্চি শিট।
(১০০) কোনপ্রকার উন্নয়ন পরিকল্পনাতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র গুরুত্বপূর্ণ?
উত্তর : আর্থ-সামাজিক।

(Madhyamik Geo Chapter-VI SAQ Part-II)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) প্রথম পর্ব

One thought on “Madhyamik Geo Chapter-VI SAQ Part-II

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!