Madhyamik Geo Chapter-VI SAQ Part-I
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) প্রথম পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ২ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-VI SAQ Part-I । এই পর্বে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।
(১) কৃত্রিম উপগ্রহ দ্বারা ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ পদ্ধতিকে কি বলে?
উত্তর : রিমোট সেনসিং/দূর সংবেদন।
(২) কৃত্রিম উপগ্রহ দ্বারা সংগৃহীত ভূপৃষ্ঠের তথ্য থেকে যে আলোকচিত্র তৈরি করা হয়, তাকে কি বলে?
উত্তর : উপগ্রহ চিত্র।
(৩) মহাকাশে যে নির্দিষ্ট উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপিত হয়, তাকে কি বলে?
উত্তর : প্ল্যাটফর্ম।
(৪) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান কি?
উত্তর : পিক্সেল।
(৫) কোনো কৃত্রিম উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে কি বলে?
উত্তর : সোয়াথ।
(৬) TCC শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : True Colour Composit। (প্রকৃত রঙ)
(৭) FCC শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : False Colour Composite। (ছদ্ম রঙ)
(৮) SFCC শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Standard False Colour Composite। (আদর্শ ছদ্ম রঙ)
(৯) RGB শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Red Green Blue। (তিনটি মৌলিক রঙ – লাল সবুজ নীল)
(১০) উপগ্রহ চিত্র আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে কোন রঙ দ্বারা বনভূমি দেখানো হয়?
উত্তর : লাল।
(১১) ভূ-সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থান করে?
উত্তর : ৩৬০০০ কিমি।
(১২) সূর্য-সমলয় বা সানসিনক্রোনাস উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থান করে?
উত্তর : ৬০০-৯০০ কিমি।
(১৩) ভূ-সমলয় উপগ্রহ দৈনিক কতবার পৃথিবীকে প্রদক্ষিণ করে?
উত্তর : ১ বার।
(১৪) সূর্য-সমলয় উপগ্রহ দৈনিক কতবার পৃথিবীকে প্রদক্ষিণ করে?
উত্তর : ১৪ বার।
(১৫) কোনপ্রকার কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে পূর্ব-পশ্চিমে প্রদক্ষিণ করে?
উত্তর : ভূ-সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহ।
(১৬) কোনপ্রকার কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে উত্তর-দক্ষিণে প্রদক্ষিণ করে?
উত্তর : সূর্য-সমলয় বা সানসিনক্রোনাস উপগ্রহ।
(১৭) কোনপ্রকার কৃত্রিম উপগ্রহের কক্ষপথ নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে?
উত্তর : ভূ-সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহ।
(১৮) কোনপ্রকার কৃত্রিম উপগ্রহের কক্ষপথ মেরু অক্ষ বরাবর অবস্থান করে?
উত্তর : সূর্য-সমলয় বা সানসিনক্রোনাস উপগ্রহ।
(১৯) একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও।
উত্তর : LiDAR।*
[*LiDAR অর্থাৎ Light Detection and Ranging হল একটি সক্রিয় সেন্সর]
(২০) একটি নিস্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও।
উত্তর : ইলেকট্রনিক ক্যামেরা।
(২১) RADAR (রাডার) শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Radio Detection and Ranging।
(২২) পৃথিবীর প্রথম ভূ-সমলয় উপগ্রহ কোনটি?
উত্তর : সিনকম-৩।*
[*১৯৬৪ সালে নাসা (NASA) পৃথিবীর প্রথম ভূ-সমলয় উপগ্রহ সিনকম-৩ (Syncom-3) উৎক্ষেপণ করে]
(২৩) ভূ-সমলয় উপগ্রহের জনক কাকে বলা হয়?
উত্তর : হ্যারল্ড রোজেন।
(২৪) রিমোট সেনসিং শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : এভলিন প্রুইট।
(২৫) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ কোনটি?
উত্তর : APPLE।*
[*১৯৮১ সালে ইসরো (ISRO) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ Ariane Passenger Payload Experiment (APPLE) উৎক্ষেপণ করে]
(২৬) আবহাওয়ার পূর্বাভাস দিতে কোনপ্রকার উপগ্রহ ব্যবহৃত হয়?
উত্তর : ভূ-সমলয়।
(২৭) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তর : স্পুটনিক-১।*
[*১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ (Sputnik-1) উৎক্ষেপণ করে]
(২৮) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
উত্তর : আর্যভট্ট।*
[*১৯৭৫ সালে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠানো হয়]
(২৯) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ কোনটি?
উত্তর : IRS-1A।
(৩০) সম্পদ সমীক্ষাতে কোনপ্রকার উপগ্রহ ব্যবহৃত হয়?
উত্তর : সূর্য-সমলয়।
(৩১) ভারতে কত সালে রিমোট সেনসিং চালু হয়?
উত্তর : ১৯৮৮ সালে।
(৩২) ভারতে রিমোট সেনসিং-এর জনক কাকে বলা হয়?
উত্তর : পিশরোথ রামা পিশরোটি।
(৩৩) ভারতের একটি ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থার উদাহরণ দাও।
উত্তর : INSAT।
(৩৪) ভারতের একটি সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থার উদাহরণ দাও।
উত্তর : IRS।
(৩৫) কত সালে ভারতে প্রথম INSAT সিরিজ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়?
উত্তর : ১৯৮২ সালে।
(৩৬) কত সালে ভারতে প্রথম IRS সিরিজ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়?
উত্তর : ১৯৮৮ সালে।
(৩৭) INSAT শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Indian National Satellite System।
(৩৮) IRS শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Indian Remote Sensing Satellite।
(৩৯) GOES কোন দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৪০) SPOT কোন দেশের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা?
উত্তর : ফ্রান্স।
(৪১) আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?
উত্তর : নাসা (NASA)।
(৪২) NASA শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : National Aeronautics and Space Administration।
(৪৩) রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?
উত্তর : রসকসমস (Roscosmos)।
(৪৪) ফ্রান্সের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?
উত্তর : CNES (Centre National d’Études Spatiales)।
(৪৫) কত সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) গঠিত হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
(৪৬) ISRO শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Indian Space Research Organisation।
(৪৭) ইসরোর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বেঙ্গালুরু।
(৪৮) ভারতে কোন সংস্থা উপগ্রহ চিত্র তৈরি করে?
উত্তর : NRSC।*
[*ভারতে উপগ্রহ চিত্র প্রস্তুতকারক সংস্থা হল National Remote Sensing Centre (NRSC)]
(৪৯) কত সালে ভারতে ন্যাশনাল রিমোট সেনসিং সেন্টার স্থাপিত হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
(৫০) ন্যাশনাল রিমোট সেনসিং সেন্টার (NRSC)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : হায়দ্রাবাদ।
(Madhyamik Geo Chapter-VI SAQ Part-I)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) দ্বিতীয় পর্ব
Pingback: Madhyamik Geo Chapter-VI SAQ Part-II - ভূগোলিকা-Bhugolika