Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik Geo Chapter-VI MCQ Part-II

বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – দ্বিতীয় পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ২ টি পর্বে আলোচনা করা হল। দ্বিতীয় পর্ব : Madhyamik Geo Chapter-VI MCQ Part-II । এই পর্বে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও উত্তর।

Madhyamik Geo Chapter-VI MCQ Part-II

(৫১) কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ঠিক নিচে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে —
(ক) নাদির (খ) জেনিথ
(গ) সোয়াথ (ঘ) পিক্সেল
উত্তর : (ক) নাদির।

(৫২) রাতের বেলা ব্যবহৃত একটি সেন্সর হল —
(ক) রেডিওমিটার (খ) MSS
(গ) রাডার (ঘ) স্পেকট্রোমিটার
উত্তর : (গ) রাডার।

(৫৩) ভারতের একটি ভূ-সমলয় উপগ্রহের উদাহরণ হল —
(ক) INSAT-2A (খ) IRS-1A
(গ) IRS-P3 (ঘ) IMS-1
উত্তর : (ক) INSAT-2A।

(৫৪) ভারতের একটি সূর্য-সমলয় উপগ্রহের উদাহরণ হল —
(ক) INSAT-1C (খ) INSAT-3DR
(গ) Cartosat-1 (ঘ) GSAT-6
উত্তর : (গ) Cartosat-1।

(৫৫) SROSS যে দেশের কৃত্রিম উপগ্রহ —
(ক) ভারত (খ) চিন
(গ) রাশিয়া (ঘ) ফ্রান্স
উত্তর : (ক) ভারত।

(৫৬) MICROSCOPE যে দেশের কৃত্রিম উপগ্রহ —
(ক) ইতালি (খ) ব্রিটেন
(গ) ফ্রান্স (ঘ) রাশিয়া
উত্তর : (গ) ফ্রান্স।

(৫৭) IRNSS-1A যে দেশের কৃত্রিম উপগ্রহ —
(ক) ভারত (খ) রাশিয়া
(গ) চিন (ঘ) ফ্রান্স
উত্তর : (ক) ভারত।

(৫৮) Seasat যে দেশের কৃত্রিম উপগ্রহ —
(ক) চিন (খ) আমেরিকা যুক্তরাষ্ট্র
(গ) রাশিয়া (ঘ) ফ্রান্স
উত্তর : (খ) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৫৯) যে দেশে সর্বাধিক সংখ্যক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে —
(ক) চিন (খ) রাশিয়া
(গ) ভারত (ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর : (ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৬০) একটি ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা হল —
(ক) GOES (খ) SPOT
(গ) IRS (ঘ) Landsat
উত্তর : (ক) GOES।

(৬১) একটি সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা হল —
(ক) INSAT (খ) GOES
(গ) GOMS (ঘ) SPOT
উত্তর : (ঘ) SPOT।

(৬২) প্রথম আধুনিক ভূ-বৈচিত্রসূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করেন —
(ক) চার্লস হাটন (খ) জেমস হাটন
(গ) জেমস কুক (ঘ) ডেভিড লি
উত্তর : (ক) চার্লস হাটন।*
[*১৭৭৪ সালে ব্রিটিশ প্রফেসর চার্লস হাটন প্রথম আধুনিক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করেন]

(৬৩) বিশ্বের যে দেশের প্রথম সমগ্র এলাকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি হয় —
(ক) চিন (খ) ফ্রান্স
(গ) ভারত (ঘ) ব্রিটেন
উত্তর : (খ) ফ্রান্স।*
[*১৭৮৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে ফ্রান্সের সমগ্র এলাকার ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি হয়]

(৬৪) ভারতে যে সংস্থা ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে —
(ক) SOI (খ) NRSC
(গ) ISRO (ঘ) SAIL
উত্তর : (ক) SOI।

(৬৫) সার্ভে অফ ইন্ডিয়া (SOI) স্থাপিত হয় —
(ক) ১৭৬৫ সালে (খ) ১৭৬৬ সালে
(গ) ১৭৬৭ সালে (ঘ) ১৭৬৮ সালে
উত্তর : (গ) ১৭৬৭ সালে।

(৬৬) সার্ভে অফ ইন্ডিয়ার সদরদপ্তর হল —
(ক) কলকাতা (খ) দেরাদুন
(গ) নাগপুর (ঘ) বেঙ্গালুরু
উত্তর : (খ) দেরাদুন।

(৬৭) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা সমোন্নতি রেখা দেখানো হয় —
(ক) কালো (খ) বাদামি
(গ) নীল (ঘ) লাল
উত্তর : (খ) বাদামি।

(৬৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা রেলপথ দেখানো হয় —
(ক) হলুদ (খ) নীল
(গ) কালো (ঘ) লাল
উত্তর : (গ) কালো।

(৬৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা জনবসতি দেখানো হয় —
(ক) লাল (খ) কালো
(গ) হলুদ (ঘ) নীল
উত্তর : (ক) লাল।

(৭০) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা কৃষিজমি দেখানো হয় —
(ক) নীল (খ) হলুদ
(গ) কালো (ঘ) সাদা
উত্তর : (খ) হলুদ।

(৭১) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা বনভূমি দেখানো হয় —
(ক) কালো (খ) লাল
(গ) হলুদ (ঘ) সবুজ
উত্তর : (ঘ) সবুজ।

(৭২) সমগ্র পৃথিবীতে যে সংখ্যক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিট রয়েছে —
(ক) ১১১১ টি (খ) ২২২২ টি
(গ) ৩৩৩৩ টি (ঘ) ৪৪৪৪ টি
উত্তর : (খ) ২২২২ টি।

(৭৩) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের মূল সূচক সংখ্যা হল —
(ক) ২২-৪০ (খ) ৩৫-৬০
(গ) ৪০-৯২ (ঘ) ৬০-৯০
উত্তর : (গ) ৪০-৯২।

(৭৪) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের গৌণ সূচক সংখ্যা হল —
(ক) A-D (খ) A-H
(গ) A-M (ঘ) A-P
উত্তর : (ঘ) A-P।

(৭৫) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রগৌণ সূচক সংখ্যা হল —
(ক) ১-১০ (খ) ১-১২
(গ) ১-১৬ (ঘ) ১-২০
উত্তর : (গ) ১-১৬।

(Madhyamik Geo Chapter-VI MCQ Part-II)

(৭৬) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে যে রঙের দ্বারা সড়কপথ দেখানো হয় —
(ক) লাল (খ) কালো
(গ) নীল (ঘ) হলুদ
উত্তর : (ক) লাল।

(৭৭) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা যা প্রদর্শন করে —
(ক) দূরত্ব (খ) উচ্চতা
(গ) অবস্থান (ঘ) আয়তন
উত্তর : (খ) উচ্চতা।

(৭৮) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র মিলিয়ন শিটের মোট সংখ্যা —
(ক) ১১০ টি (খ) ১২১ টি
(গ) ১২৮ টি (ঘ) ১৩৬ টি
উত্তর : (ঘ) ১৩৬ টি।

(৭৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে PO সংকেতের অর্থ হল —
(ক) তার অফিস (খ) ডাকঘর
(গ) ডাকবাংলো (ঘ) থানা
উত্তর : (খ) ডাকঘর।

(৮০) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে BM সংকেতের অর্থ হল —
(ক) Bench Mark (খ) Below Meter
(গ) Bench Meter (ঘ) Below Mark
উত্তর : (ক) Bench Mark।

(৮১) ভারতে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের ৫৩ নং মিলিয়ন শিট যে নামে পরিচিত —
(ক) দিল্লি শিট (খ) মুম্বাই শিট
(গ) জয়পুর শিট (ঘ) পাটনা শিট
উত্তর : (ক) দিল্লি শিট।

(৮২) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের স্কেল —
(ক) ১:৫০০০০ (খ) ১:২৫০০০০
(গ) ১:১০০০০০০ (ঘ) ১:১০০০০০
উত্তর : (গ) ১:১০০০০০০।

(৮৩) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল —
(ক) ১°×১° (খ) ৪°×৪°
(গ) ১৫’×১৫’ (ঘ) ৩০’×৩০’
উত্তর : (খ) ৪°×৪°।

(৮৪) একটি মিলিয়ন শিটের উদাহরণ হল —
(ক) 53 A/SE (খ) 53 A
(গ) 53 (ঘ) 53 A/1
উত্তর : (গ) 53।

(৮৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের স্কেল —
(ক) ১:১০০০০ (খ) ১:২৫০০০০
(গ) ১:২৫০০০ (ঘ) ১:৫০০০০
উত্তর : (খ) ১:২৫০০০০।

(৮৬) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ডিগ্রি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল —
(ক) ১°×১° (খ) ৪°×৪°
(গ) ১৫’×১৫’ (ঘ) ৩০’×৩০’
উত্তর : (ক) ১°×১°।

(৮৭) একটি ডিগ্রি শিটের উদাহরণ হল —
(ক) 73 A/SE (খ) 73 A
(গ) 73 (ঘ) 73 A/1
উত্তর : (খ) 73 A।

(৮৮) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে হাফ ইঞ্চি শিটের স্কেল হল —
(ক) ১:৫০০০০ (খ) ১:১০০০০০০
(গ) ১:১২৫০০০ (ঘ) ১:১০০০০
উত্তর : (গ) ১:১২৫০০০।

(৮৯) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে হাফ ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল —
(ক) ১°×১° (খ) ৪°×৪°
(গ) ১৫’×১৫’ (ঘ) ৩০’×৩০’
উত্তর : (ঘ) ৩০’×৩০’।

(৯০) একটি হাফ ইঞ্চি শিটের উদাহরণ হল —
(ক) 57 (খ) 57 P
(গ) 57 A/SW (ঘ) 57 A/2
উত্তর : (গ) 57 A/SW।

(৯১) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের স্কেল হল —
(ক) ১:২৫০০০ (খ) ১:৫০০০০
(গ) ১:১০০০০০ (ঘ) ১:২৫০০০০
উত্তর : (খ) ১:৫০০০০।

(৯২) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল —
(ক) ১°×১° (খ) ৪°×৪°
(গ) ১৫’×১৫’ (ঘ) ৩০’×৩০’
উত্তর : (গ) ১৫’×১৫’।

(৯৩) একটি ইঞ্চি শিটের উদাহরণ হল —
(ক) 55 (খ) 55 A/1
(গ) 55 A/NW (ঘ) 55 A
উত্তর : (খ) 55 A/1।

(৯৪) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিউ সিরিজ শিটের স্কেল হল —
(ক) ১:৫০০০০ (খ) ১:১০০০০
(গ) ১:২৫০০০ (ঘ) ১:২৫০০০০
উত্তর : (গ) ১:২৫০০০।

(৯৫) ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নিউ সিরিজ শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল —
(ক) ১৫’×১৫’ (খ) ৭.৫’×৭.৫’
(গ) ৩০’×৩০’ (ঘ) ১°×১°
উত্তর : (খ) ৭.৫’×৭.৫’।

(৯৬) একটি নিউ সিরিজ শিটের উদাহরণ হল —
(ক) 64 A (খ) 64 A/1
(গ) 64 A/SW (ঘ) 64 A/6/1
উত্তর : (ঘ) 64 A/6/1।

(৯৭) যে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ১০ কিমি —
(ক) ডিগ্রি শিট (খ) মিলিয়ন শিট
(গ) হাফ ইঞ্চি শিট (ঘ) ইঞ্চি শিট
উত্তর : (খ) মিলিয়ন শিট।

(৯৮) যে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ২.৫ কিমি —
(ক) ডিগ্রি শিট (খ) মিলিয়ন শিট
(গ) হাফ ইঞ্চি শিট (ঘ) ইঞ্চি শিট
উত্তর : (ক) ডিগ্রি শিট।

(৯৯) যে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ১.২৫ কিমি —
(ক) ডিগ্রি শিট (খ) মিলিয়ন শিট
(গ) হাফ ইঞ্চি শিট (ঘ) ইঞ্চি শিট
উত্তর : (গ) হাফ ইঞ্চি শিট।

(১০০) যে ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল ১ সেমিতে ০.৫ কিমি —
(ক) ডিগ্রি শিট (খ) মিলিয়ন শিট
(গ) হাফ ইঞ্চি শিট (ঘ) ইঞ্চি শিট
উত্তর : (ঘ) ইঞ্চি শিট।

(Madhyamik Geo Chapter-VI MCQ Part-II)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – প্রথম পর্ব

2 thoughts on “Madhyamik Geo Chapter-VI MCQ Part-II

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!