Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik Geo Chapter-VI MCQ Part-I

বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – প্রথম পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ২ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-VI MCQ Part-I । এই পর্বে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও উত্তর।

Madhyamik Geo Chapter-VI MCQ Part-I

(১) কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলে —
(ক) GIS (খ) রিমোট সেনসিং
(গ) GPS (ঘ) উপগ্রহ চিত্র
উত্তর : (খ) রিমোট সেনসিং।

(২) রিমোট সেনসিং শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(ক) এভলিন প্রুইট (খ) রজার টমলিনসন
(গ) মাইক গুডচাইল্ড (ঘ) ডন রাইট
উত্তর : (ক) এভলিন প্রুইট।

(৩) দূর সংবেদন বা রিমোট সেনসিং-এর সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ্ধতি হল —
(ক) আলোক চিত্র (খ) বিমান চিত্র
(গ) উপগ্রহ চিত্র (ঘ) বেলুন চিত্র
উত্তর : (গ) উপগ্রহ চিত্র।

(৪) প্রথম উপগ্রহ চিত্র তোলা হয় —
(ক) ১৯৫৯ সালে (খ) ১৯৬০ সালে
(গ) ১৯৬১ সালে (ঘ) ১৯৬২ সালে
উত্তর : (ক) ১৯৫৯ সালে।*
[*১৯৫৯ সালে মার্কিন কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-৬ প্রথম উপগ্রহ চিত্র তুলেছিল]

(৫) উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যগুলি যে প্রকারের হয় —
(ক) অ্যানালগ (খ) ডিজিটাল
(গ) নমিন্যাল (ঘ) অর্ডিন্যাল
উত্তর : (খ) ডিজিটাল।

(৬) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক বা উপাদান হল —
(ক) সোয়াথ (খ) সেন্সর
(গ) ব্যান্ড (ঘ) পিক্সেল
উত্তর : (ঘ) পিক্সেল।

(৭) পিক্সেল (Pixel) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(ক) রজার টমলিনসন (খ) কেইথ ম্যাকফারল্যান্ড
(গ) ফ্রেডেরিক বিলিংসলে (ঘ) পল নিপকো
উত্তর : (গ) ফ্রেডেরিক বিলিংসলে।*
[*১৯৬৫ সালে ফ্রেডেরিক বিলিংসলে সর্বপ্রথম পিক্সেল (Pixel) শব্দটি ব্যবহার করেন]

(৮) মহাকাশে যে নির্দিষ্ট স্থান থেকে উপগ্রহ চিত্র তোলা হয়, তাকে বলে —
(ক) প্ল্যাটফর্ম (খ) সেন্সর ব্যান্ড
(গ) সোয়াথ (ঘ) পিক্সেল
উত্তর : (ক) প্ল্যাটফর্ম।

(৯) কোনো কৃত্রিম উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে বলে —
(ক) সোয়াথ (খ) সেন্সর ব্যান্ড
(গ) প্ল্যাটফর্ম (ঘ) পিক্সেল
উত্তর : (ক) সোয়াথ।

(১০) ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় উপগ্রহ চিত্র তোলা হয় —
(ক) ৫০-১০০ কিমি (খ) ১০০-৩০০ কিমি
(গ) ৩০০-৯০০ কিমি (ঘ) ৬০০-৩৬০০০ কিমি
উত্তর : (ঘ) ৬০০-৩৬০০০ কিমি।

(১১) কৃত্রিম উপগ্রহের যে যন্ত্র ভূপৃষ্ঠের বিকিরণ সংগ্রহ করে —
(ক) সোয়াথ (খ) সেন্সর
(গ) পিক্সেল (ঘ) প্ল্যাটফর্ম
উত্তর : (খ) সেন্সর।

(১২) একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হল —
(ক) ফোটোগ্রাফিক ক্যামেরা (খ) রাডার
(গ) ইলেকট্রনিক ক্যামেরা (ঘ) MSS
উত্তর : (খ) রাডার।

(১৩) একটি নিস্ক্রিয় সেন্সরের উদাহরণ হল —
(ক) রাডার (খ) LiDAR
(গ) ACR (ঘ) MSS
উত্তর : (ঘ) MSS।*
[*MSS অর্থাৎ Multispectral Scanner হল একপ্রকার নিস্ক্রিয় সেন্সর]

(১৪) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে সবুজ রঙের পরিবর্তে যে রঙ ব্যবহার করা হয় —
(ক) লাল (খ) নীল
(গ) কালো (ঘ) হলুদ
উত্তর : (ক) লাল।

(১৫) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে নীল রঙের পরিবর্তে যে রঙ ব্যবহার করা হয় —
(ক) হলুদ (খ) কালো
(গ) সবুজ (ঘ) লাল
উত্তর : (গ) সবুজ।

(১৬) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে বনভূমি যে রঙ দ্বারা দেখানো হয় —
(ক) নীল (খ) লাল
(গ) সবুজ (ঘ) কালো
উত্তর : (খ) লাল।

(১৭) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে গভীর সমুদ্র যে রঙ দ্বারা দেখানো হয় —
(ক) নীল (খ) হলুদ
(গ) কালো (ঘ) সাদা
উত্তর : (গ) কালো।

(১৮) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে জনবসতি যে রঙ দ্বারা দেখানো হয় —
(ক) লালচে-হলুদ (খ) সবুজে-নীল
(গ) নীলচে-হলুদ (ঘ) লালচে-ধূসর
উত্তর : (খ) সবুজে-নীল।

(১৯) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে জলভাগ যে রঙ দ্বারা দেখানো হয় —
(ক) গাঢ় নীল (খ) গাঢ় লাল
(গ) গাঢ় বাদামি (ঘ) গাঢ় সবুজ
উত্তর : (ক) গাঢ় নীল।

(২০) উপগ্রহ চিত্রে আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে শস্যপূর্ণ কৃষিজমি যে রঙ দ্বারা দেখানো হয় —
(ক) গোলাপি-লাল (খ) সবুজ
(গ) নীলচে-ধূসর (ঘ) কালো
উত্তর : (খ) সবুজ।

(২১) ভূ-সমলয় বা জিওস্টেশনারি উপগ্রহের উচ্চতা হল ভূপৃষ্ঠ থেকে —
(ক) ৩০০ কিমি (খ) ৬০০ কিমি
(গ) ৩৬০০ কিমি (ঘ) ৩৬০০০ কিমি
উত্তর : (ঘ) ৩৬০০০ কিমি।

(২২) সূর্য-সমলয় বা সানসিনক্রোনাস উপগ্রহের উচ্চতা হল ভূপৃষ্ঠ থেকে —
(ক) ১০০-৩০০ কিমি (খ) ৩০০-৬০০ কিমি
(গ) ৬০০-৯০০ কিমি (ঘ) ৯০০-১৫০০ কিমি
উত্তর : (গ) ৬০০-৯০০ কিমি।

(২৩) ভূ-সমলয় উপগ্রহ প্রতিদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে —
(ক) ১ বার (খ) ৫ বার
(গ) ১০ বার (ঘ) ২৪ বার
উত্তর : (ক) ১ বার।

(২৪) সূর্য-সমলয় উপগ্রহ প্রতিদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে —
(ক) ২ বার (খ) ৭ বার
(গ) ১০ বার (ঘ) ১৪ বার
উত্তর : (ঘ) ১৪ বার।

(২৫) পৃথিবীর প্রথম ভূ-সমলয় উপগ্রহ হল —
(ক) আর্যভট্ট (খ) সিনকম-৩
(গ) ওয়েস্টার-১ (ঘ) স্পুটনিক-১
উত্তর : (খ) সিনকম-৩।*
[১৯৬৪ সালে নাসা (NASA) পৃথিবীর প্রথম ভূ-সমলয় উপগ্রহ সিনকম-৩ (Syncom-3) উৎক্ষেপণ করে]

(Madhyamik Geo Chapter-VI MCQ Part-I)

(২৬) ‘ভূ-সমলয় উপগ্রহের জনক’ নামে পরিচিত —
(ক) হ্যারল্ড রোজেন (খ) ইউরি গ্যাগারিন
(গ) এভলিন প্রুইট (ঘ) আর্থার ক্লার্ক
উত্তর : (ক) হ্যারল্ড রোজেন।

(২৭) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ হল —
(ক) INSAT-1A (খ) আর্যভট্ট
(গ) APPLE (ঘ) রোহিণী
উত্তর : (গ) APPLE।*
[*১৯৮১ সালে ইসরো (ISRO) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ Ariane Passenger Payload Experiment (APPLE) উৎক্ষেপণ করে]

(২৮) ভূ-সমলয় উপগ্রহ যে কাজে ব্যবহৃত হয় —
(ক) সম্পদ সমীক্ষা (খ) যোগাযোগ ব্যবস্থা
(গ) জরিপ কার্য (ঘ) মানচিত্র তৈরি
উত্তর : (খ) যোগাযোগ ব্যবস্থা।

(২৯) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল —
(ক) আর্যভট্ট (খ) এক্সপ্লোরার-১
(গ) ডং ফ্যাং হং-১ (ঘ) স্পুটনিক-১
উত্তর : (ঘ) স্পুটনিক-১।*
[*১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক (Sputnik-1) উৎক্ষেপণ করে]

(৩০) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল —
(ক) IRS-1A (খ) আর্যভট্ট
(গ) ভাস্কর (ঘ) রোহিণী
উত্তর : (খ) আর্যভট্ট।*
[*১৯৭৫ সালে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠানো হয়]

(৩১) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ হল —
(ক) INSAT-1A (খ) IRS-1B
(গ) INSAT-1B (ঘ) IRS-1A
উত্তর : (ঘ) IRS-1A।

(৩২) সূর্য-সমলয় উপগ্রহ যে কাজে ব্যবহৃত হয় —
(ক) টেলিযোগাযোগ (খ) আবহাওয়া পূর্বাভাস
(গ) GPS ব্যবস্থা (ঘ) সম্পদ সমীক্ষা
উত্তর : (ঘ) সম্পদ সমীক্ষা।

(৩৩) ভারতে রিমোট সেনসিং চালু হয় —
(ক) ১৯৭৫ সালে (খ) ১৯৮১ সালে
(গ) ১৯৮৮ সালে (ঘ) ১৯৯৫ সালে
উত্তর : (গ) ১৯৮৮ সালে।

(৩৪) ভারতে INSAT সিরিজ কৃত্রিম উপগ্রহ প্রথম উৎক্ষেপণ করা হয় —
(ক) ১৯৮২ সালে (খ) ১৯৮৩ সালে
(গ) ১৯৮৪ সালে (ঘ) ১৯৮৫ সালে
উত্তর : (ক) ১৯৮২ সালে।

(৩৫) ভারতে IRS সিরিজ কৃত্রিম উপগ্রহ প্রথম উৎক্ষেপণ করা হয় —
(ক) ১৯৮৬ সালে (খ) ১৯৮৭ সালে
(গ) ১৯৮৮ সালে (ঘ) ১৯৮৯ সালে
উত্তর : (গ) ১৯৮৮ সালে।

(৩৬) ‘ভারতে রিমোট সেনসিং-এর জনক’ নামে পরিচিত —
(ক) বিক্রম সারাভাই (খ) শ্রীধর সোমনাথ
(গ) পিশরোথ রামা পিশরোটি (ঘ) সতীশ ধাওয়ান
উত্তর : (গ) পিশরোথ রামা পিশরোটি।

(৩৭) GOES যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) আমেরিকা যুক্তরাষ্ট্র (খ) ফ্রান্স
(গ) ভারত (ঘ) রাশিয়া
উত্তর : (ক) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৩৮) GOMS যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) রাশিয়া (খ) চিন
(গ) ফ্রান্স (ঘ) ভারত
উত্তর : (ক) রাশিয়া।

(৩৯) Meteor যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) ভারত (খ) চিন
(গ) ফ্রান্স (ঘ) রাশিয়া
উত্তর : (ঘ) রাশিয়া।

(৪০) GMS যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) ভারত (খ) জাপান
(গ) চিন (ঘ) রাশিয়া
উত্তর : (খ) জাপান।

(৪১) INSAT ও GSAT যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) চিন (খ) রাশিয়া
(গ) ভারত (ঘ) ফ্রান্স
উত্তর : (গ) ভারত।

(৪২) BeiDou যে দেশের ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) চিন (খ) জাপান
(গ) ফ্রান্স (ঘ) ব্রিটেন
উত্তর : (ক) চিন।

(৪৩) IRS যে দেশের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) চিন (খ) রাশিয়া
(গ) ভারত (ঘ) ফ্রান্স
উত্তর : (গ) ভারত।

(৪৪) SPOT যে দেশের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) ফ্রান্স (খ) চিন
(গ) রাশিয়া (ঘ) ভারত
উত্তর : (ক) ফ্রান্স।

(৪৫) Landsat যে দেশের সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা —
(ক) চিন (খ) রাশিয়া
(গ) জাপান (ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর : (ঘ) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৪৬) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) স্থাপিত হয় —
(ক) ১৯৬৯ সালে (খ) ১৯৭০ সালে
(গ) ১৯৭১ সালে (ঘ) ১৯৭২ সালে
উত্তর : (ক) ১৯৬৯ সালে।

(৪৭) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)-এর সদরদপ্তর হল —
(ক) হায়দ্রাবাদ (খ) চেন্নাই
(গ) বেঙ্গালুরু (ঘ) কলকাতা
উত্তর : (গ) বেঙ্গালুরু।

(৪৮) ভারতে যে সংস্থা উপগ্রহ চিত্র তৈরি করে —
(ক) NRSC (খ) NSRC
(গ) NCRS (ঘ) NRCS
উত্তর : (ক) NRSC।*
[*ভারতে উপগ্রহ চিত্র প্রস্তুতকারক সংস্থা হল National Remote Sensing Centre (NRSC)]

(৪৯) ভারতে ন্যাশনাল রিমোট সেনসিং সেন্টার স্থাপিত হয় —
(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে
উত্তর : (ঘ) ১৯৭৪ সালে।

(৫০) ন্যাশনাল রিমোট সেনসিং সেন্টার (NRSC)-এর সদরদপ্তর হল —
(ক) বেঙ্গালুরু (খ) হায়দ্রাবাদ
(গ) কলকাতা (ঘ) চেন্নাই
উত্তর : (খ) হায়দ্রাবাদ।

(Madhyamik Geo Chapter-VI MCQ Part-I)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – দ্বিতীয় পর্ব

One thought on “Madhyamik Geo Chapter-VI MCQ Part-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!