Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অর্থনৈতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VIII

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) অষ্টম পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৮ টি পর্বে আলোচনা করা হল। অষ্টম পর্ব : Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VIII । এই পর্বে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VIII

(৩৫১) ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি?
উত্তর : জাতীয় সড়ক-১৯।
(৩৫২) ভারতের উচ্চতম জাতীয় সড়ক কোনটি?
উত্তর : জাতীয় সড়ক-৩।
(৩৫৩) ভারতের কোন রাজ্যে জাতীয় সড়কের দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তর : উত্তরপ্রদেশ।
(৩৫৪) হীরক চতুর্ভুজ প্রকল্প কোন পরিবহনের সাথে সম্পর্কিত?
উত্তর : রেলপথ।
(৩৫৫) কত সালে হীরক চতুর্ভুজ প্রকল্পের সূচনা ঘটে?
উত্তর : ২০১৪ সালে।
(৩৫৬) সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন পরিবহনের সাথে সম্পর্কিত?
উত্তর : সড়কপথ।
(৩৫৭) কত সালে সোনালী চতুর্ভুজ প্রকল্পের সূচনা ঘটে?
উত্তর : ১৯৯৯ সালে।
(৩৫৮) কোন জাতীয় সড়কের ওপর উত্তর-দক্ষিণ করিডোর গড়ে উঠেছে?
উত্তর : জাতীয় সড়ক-৪৪।
(৩৫৯) কোন জাতীয় সড়কের ওপর পূর্ব-পশ্চিম করিডোর গড়ে উঠেছে?
উত্তর : জাতীয় সড়ক-২৭।
(৩৬০) কোথায় উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম করিডোর মিলিত হয়েছে?
উত্তর : ঝাঁসি (উত্তরপ্রদেশ)।
(৩৬১) রাজ্য সড়কপথের দৈর্ঘ্যে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর : মহারাষ্ট্র।
(৩৬২) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো জাতীয় সড়ক নেই?
উত্তর : লক্ষদ্বীপ।
(৩৬৩) কোন পরিবহন মাধ্যমকে উন্নয়নের জীবনরেখা বলা হয়?
উত্তর : জলপথ।
(৩৬৪) বর্তমানে (২০২৪) ভারতে জাতীয় জলপথের সংখ্যা কত?
উত্তর : ১১১ টি।
(৩৬৫) ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি?
উত্তর : জাতীয় জলপথ-১।
(৩৬৬) কোন নদীতে জাতীয় জলপথ-১ রয়েছে?
উত্তর : গঙ্গা।
(৩৬৭) ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত?
উত্তর : ১৩ টি।
(৩৬৮) ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর : মুম্বাই।
(৩৬৯) ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?
উত্তর : কলকাতা।
(৩৭০) বর্তমানে (২০২৪) ভারতের গভীরতম বন্দর কোনটি?
উত্তর : পারাদ্বীপ।
(৩৭১) ভারতের একমাত্র হাইটেক বন্দর কোনটি?
উত্তর : নভসেবা।
(৩৭২) ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি?
উত্তর : কান্ডালা।
(৩৭৩) ভারতের একমাত্র কর্পোরেট বন্দর কোনটি?
উত্তর : কামরাজার।*
[২০০১ সালে তামিলনাড়ুর এন্নোরে স্থাপিত কামরাজার বন্দর হল ভারতের প্রথম কর্পোরেট বন্দর]
(৩৭৪) ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর কোনটি?
উত্তর : মুন্দ্রা।
(৩৭৫) কোন বন্দর ভারতের কফি বন্দর নামে পরিচিত?
উত্তর : নিউ ম্যাঙ্গালোর।
(৩৭৬) কোন বন্দর ভারতের প্রধান লোহা রপ্তানিকারক নামে পরিচিত?
উত্তর : মার্মাগাঁও।
(৩৭৭) কোন বন্দর আরব সাগরের রাণী নামে পরিচিত?
উত্তর : কোচিন।
(৩৭৮) ভারতের সর্বশ্রেষ্ঠ স্বাভাবিক বন্দর কোনটি?
উত্তর : বিশাখাপত্তনম।
(৩৭৯) দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর : চেন্নাই।
(৩৮০) কোন বন্দর ‘ভারতের মুক্তা বন্দর’ নামে পরিচিত?
উত্তর : নিউ তুতিকোরিন।
(৩৮১) ভারতে কত সালে বিমান চলাচলের সূচনা ঘটে?
উত্তর : ১৯১১ সালে।
(৩৮২) ভারতের বৃহত্তম বিমান সংস্থা কোনটি?
উত্তর : এয়ার ইন্ডিয়া।
(৩৮৩) বর্তমানে (২০০৪) ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত?
উত্তর : ৩৪ টি।*
[*সূত্র : Airports Authority of India (AAI)]
(৩৮৪) বর্তমানে (২০২৪) আয়তন অনুসারে, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?
উত্তর : রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (হায়দ্রাবাদ)।
(৩৮৫) বর্তমানে (২০২৪) ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উত্তর : ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (নিউ দিল্লি)।
(৩৮৬) ভারতের কোথায় স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
উত্তর : রায়পুর (ছত্তিশগড়)।
(৩৮৭) ভারতের প্রাচীনতম রজ্জুপথ কোনটি?
উত্তর : রাজগীর রোপওয়ে।
(৩৮৮) ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোনটি?
উত্তর : অউলি রোপওয়ে।*
[বর্তমানে (২০২৪) ভারতের দীর্ঘতম রোপওয়ে হল উত্তরাখন্ডের অউলি রোপওয়ে, যার দৈর্ঘ্য ৪ কিমি। ভারতের নির্মীয়মান দীর্ঘতম রোপওয়ে হল মুম্বাই-এলিফ্যান্টা গুহা রোপওয়ে, যার দৈর্ঘ্য ৮ কিমি]
(৩৮৯) ভারতের উচ্চতম রজ্জুপথ কোনটি?
উত্তর : গুলমার্গ রোপওয়ে।
(৩৯০) বর্তমানে (২০২৪) ভারতের দীর্ঘতম নলপথ বা পাইপলাইন কোনটি?
উত্তর : হাজিরা-বিজয়পুর-জগদীশপুর।*
[*বর্তমানে (২০২৪) হাজিরা-বিজয়পুর-জগদীশপুর গ্যাস নলপথ হল ভারতের দীর্ঘতম নলপথ, যার দৈর্ঘ্য ৩৪৭৪ কিমি (পার্শ্বীয় শাখা সহ) ; সূত্র : GAIL]
(৩৯১) ভারতের প্রাচীনতম/প্রথম নলপথ কোনটি?
উত্তর : নাহারকাটিয়া-নুনমাটি-বরৌনী নলপথ।
(৩৯২) ভারতে কোথায় প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়?
উত্তর : কলকাতা।
(৩৯৩) কত সালে ভারতে প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয়?
উত্তর : ১৯৮৪ সালে।
(৩৯৪) ভারতের দীর্ঘতম ভূগর্ভস্থ রেলপথ কোন শহরে রয়েছে?
উত্তর : নিউ দিল্লি।*
[*সূত্র : Indian Railways]
(৩৯৫) ভারতের কত সালে ইন্টারনেট চালু হয়?
উত্তর : ১৯৮৬ সালে।*
[*১৯৮৬ সালে শুধুমাত্র শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য ইন্টারনেট চালু হয়। ১৯৯৫ সালের ১৫ ই আগস্ট ভারতে সর্বসাধারণের জন্য ইন্টারনেট চালু হয়]
(৩৯৬) ভারতে কত সালে ই-মেইল চালু হয়?
উত্তর : ১৯৮৬ সালে।*
[*১৯৮৬ সালে ভারতে প্রথম ইন্টারনেট চালু হয় এবং ওই বছরই National Center for Software Techniques (NCST) এবং IIT Bombay -এর মধ্যে ভারতের প্রথম ই-মেইল চালু হয়]
(৩৯৭) বর্তমানে (২০২৪) মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যায় ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*সূত্র : Ministry of Electronics and Information Technology, Government of India]
(৩৯৮) ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার নাম কি?
উত্তর : BSNL।*
[*২০০০ সালে গঠিত Bharat Sanchar Nigam Limited (BSNL) হল ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থা]
(৩৯৯) কত সালে ভারতে মোবাইল ফোন চালু হয়?
উত্তর : ১৯৯৫ সালে।
(৪০০) বর্তমানে (২০২৪) গ্রাহক সংখ্যায় ভারতের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সংস্থা কোনটি?
উত্তর : রিলায়েন্স জিও।*
[*সূত্র : Ministry of Electronics and Information Technology, Government of India]

(Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VIII)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) সপ্তম পর্ব

One thought on “Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VIII

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!