Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VI
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ষষ্ঠ পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৮ টি পর্বে আলোচনা করা হল। ষষ্ঠ পর্ব : Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VI । এই পর্বে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।
(২৫১) ভারতে যাত্রীবাহী যান নির্মাণে বৃহত্তম সংস্থা কোনটি?
উত্তর : মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড।
(২৫২) ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ কেন্দ্র কোনটি?
উত্তর : মানেসর (হরিয়ানা)।*
[*বর্তমানে (২০২৪) মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মানেসর হল ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান উৎপাদক কেন্দ্র ; বার্ষিক উৎপাদন ক্ষমতা ৯ লক্ষ যাত্রীবাহী যান]
(২৫৩) ভারতের ডেট্রয়েট কাকে বলে?
উত্তর : চেন্নাই।
(২৫৪) ভারতের বৃহত্তম ট্রাক প্রস্তুতকারক সংস্থা কোনটি?
উত্তর : টাটা মোটরস্ লিমিটেড।
(২৫৫) ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণকারী সংস্থা কোনটি?
উত্তর : প্রিমিয়ার লিমিটেড।*
[*১৯৪৪ সালে প্রিমিয়ার লিমিটেড (প্রিমিয়ার অটোমোবাইলস্ লিমিটেড) সংস্থা গড়ে ওঠে এবং ১৯৪৭ সালে এই সংস্থা প্রথম মোটরগাড়ি নির্মাণ করে]
(২৫৬) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম মোটরগাড়ি শিল্প গড়ে ওঠে?
উত্তর : হিন্দমোটর।*
[*১৯৪২ সালে হিন্দুস্তান মোটরস্ লিমিটেড সংস্থা গড়ে ওঠে এবং ১৯৪৮ সালে এই সংস্থা পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার হিন্দমোটরে প্রথম মোটরগাড়ি নির্মাণ করে]
(২৫৭) ভারতের কোথায় প্রথম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে ওঠে?
উত্তর : কুরলা।*
[*প্রিমিয়ার লিমিটেড (প্রিমিয়ার অটোমোবাইলস্ লিমিটেড) ১৯৪৭ সালে মুম্বাইয়ের কুরলা-তে ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণ শুরু করে]
(২৫৮) ভারতের কোথায় প্রতিরক্ষা যান নির্মিত হয়?
উত্তর : জব্বলপুর (মধ্যপ্রদেশ)।
(২৫৯) কোন দশক থেকে ভারতে মোটরগাড়ি শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে?
উত্তর : ১৯৮০-এর দশক।
(২৬০) বর্তমানে (২০২৩-২৪) মোটরবাইক উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।*
[*সূত্র : Ministry of Heavy Industries, Government of India]
(২৬১) ভারতের বৃহত্তম দুই চাকার যান নির্মাণকারী সংস্থা কোনটি?
উত্তর : হিরো মোটকর্প লিমিটেড।
(২৬২) ভারতের কোথায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি হয়?
উত্তর : চেন্নাই (তামিলনাড়ু)।
(২৬৩) ভারতের কোথায় বাজাজ অটো লিমিটেড অবস্থিত?
উত্তর : পুণে।
(২৬৪) বর্তমানে (২০২৩-২৪) ট্রাক্টর উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।*
[*সূত্র : Ministry of Heavy Industries, Government of India]
(২৬৫) ভারতের বৃহত্তম তিনচাকার যান নির্মাণকারী সংস্থা কোনটি?
উত্তর : বাজাজ অটো লিমিটেড।
(২৬৬) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : বেঙ্গালুরু।
(২৬৭) ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী/ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর : বেঙ্গালুরু।
(২৬৮) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?
উত্তর : তথ্যপ্রযুক্তি শিল্প।
(২৬৯) পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কোথায় গড়ে উঠেছে?
উত্তর : সল্টলেক।
(২৭০) ভারতের বৃহত্তম ও প্রাচীনতম তথ্যপ্রযুক্তি সংস্থা কোনটি?
উত্তর : টাটা কনসালটেন্সি সার্ভিসেস্ (TCS)।*
[*১৯৬৮ সালে স্থাপিত টাটা কনসালটেন্সি সার্ভিসেস্ (TCS) হল ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা]
(২৭১) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পার্ক কোনটি?
উত্তর : টেকনো পার্ক।*
[*১৯৯০ সালে স্থাপিত কেরালার তিরুবনন্তপুরমের টেকনো পার্ক হল আয়তন অনুসারে ভারতের প্রথম এবং বৃহত্তম তথ্যপ্রযুক্তি পার্ক]
(২৭২) আউটসোর্সিং কোন শিল্পের সাথে সম্পর্কিত বিষয়?
উত্তর : তথ্যপ্রযুক্তি শিল্প।
(২৭৩) ভারতের বৃহত্তম বায়ো ইনফরমেটিক্স হাব কোথায় অবস্থিত?
উত্তর : হায়দ্রাবাদ (তেলঙ্গানা)।
(২৭৪) উত্তর-পূর্ব ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে?
উত্তর : গুয়াহাটি (অসম)।
(২৭৫) টাটা কনসালটেন্সি সার্ভিসেস্ (TCS) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : মুম্বাই।
(২৭৬) উইপ্রো (Wipro) এবং ইনফোসিস (Infosys) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বেঙ্গালুরু।
(২৭৭) কোন শহর টেক সিটি (Tech City) নামে পরিচিত?
উত্তর : পুণে (মহারাষ্ট্র)।
(২৭৮) কোন শহর হাইটেক সিটি (HiTech City) নামে পরিচিত?
উত্তর : হায়দ্রাবাদ (তেলঙ্গানা)।
(২৭৯) ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তর : ফকির চন্দ কোহলি।
(২৮০) কত সালে ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি নীতি ঘোষিত হয়?
উত্তর : ১৯৮৪ সালে।
(২৮১) কত সালে ভারতে প্রথম জনগণনা শুরু হয়?
উত্তর : ১৮৭২ সালে।
(২৮২) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর : ১২১ কোটি।
(২৮৩) বর্তমানে (২০২৪) জনসংখ্যা অনুসারে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।
(২৮৪) ২০১১ জনগণনা অনুসারে, বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে রয়েছে?
উত্তর : ১৭.৫%।
(২৮৫) বর্তমানে (১ লা জুলাই, ২০২৩) ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর : ১৪৪ কোটি।*
[*সূত্র : World Population Prospects, 2024 Revision, United Nations]
(২৮৬) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি?
উত্তর : উত্তরপ্রদেশ।
(২৮৭) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি?
উত্তর : সিকিম।
(২৮৮) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর : এনসিটি দিল্লি।
(২৮৯) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর : লক্ষদ্বীপ।
(২৯০) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : বিহার।
(২৯১) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?
উত্তর : অরুণাচল প্রদেশ।
(২৯২) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর : এনসিটি দিল্লি।
(২৯৩) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম?
উত্তর : লাদাখ।
(২৯৪) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের জনঘনত্ব কত?
উত্তর : ৩৮২ জন/বর্গকিমি।
(২৯৫) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের নারী-পুরুষ অনুপাত কত?
উত্তর : ১০০০:৯৪৩।
(২৯৬) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের সাক্ষরতা হার কত?
উত্তর : ৭৪.০৪%।
(২৯৭) ভারতের দশকীয় (২০০১-২০১১) জনবৃদ্ধির হার কত?
উত্তর : ১৭.৬৪%।
(২৯৮) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন রাজ্যে দশকীয় জনবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
উত্তর : মেঘালয়।
(২৯৯) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের কোন রাজ্যে দশকীয় জনবৃদ্ধির হার সবচেয়ে কম?
উত্তর : নাগাল্যান্ড।
(৩০০) ভারতের বার্ষিক জনবৃদ্ধির হার কত?
উত্তর : ১.৬৪%।
(Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VI)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) পঞ্চম পর্ব
Pingback: Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-VII - ভূগোলিকা-Bhugolika