Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অর্থনৈতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-IV

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) চতুর্থ পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৮ টি পর্বে আলোচনা করা হল। চতুর্থ পর্ব : Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-IV । এই পর্বে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-IV

(১৫১) কোন শিল্পকে সকল শিল্পের মূল/আধুনিক যন্ত্রশিল্পের মেরুদন্ড বলা হয়?
উত্তর : লৌহ-ইস্পাত শিল্প।
(১৫২) লৌহ-ইস্পাত শিল্পে প্রধান বিগালক বা ফ্লাক্স হিসাবে কি ব্যবহার করা হয়?
উত্তর : চুনাপাথর।
(১৫৩) একটি লৌহ-সংকর ধাতুর উদাহরণ দাও।
উত্তর : ম্যাঙ্গানিজ।
(১৫৪) স্বাধীনতার পূর্বে, ভারতে কয়টি প্রধান লৌহ-ইস্পাত কেন্দ্র ছিল?
উত্তর : ৩ টি।*
[*বার্নপুর-কুলটি (পশ্চিমবঙ্গ), জামশেদপুর (ঝাড়খন্ড) ও ভদ্রাবতী (কর্ণাটক)]
(১৫৫) বর্তমানে (২০২৩-২৪) ইস্পাত উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*সূত্র : World Steel Association]
(১৫৬) ভারতে কোথায় প্রথম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে?
উত্তর : পোর্টো নোভো।*
[*১৮৩০ সালে জোসিয়া মার্শাল হিথ তামিলনাড়ুর পোর্টো নোভো-তে ভারতের প্রথম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করেন]
(১৫৭) ভারতের প্রথম আধুনিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : কুলটি।*
[১৮৭০ সালে জেমস আরস্কিন পশ্চিমবঙ্গের কুলটি-তে ‘বেঙ্গল আয়রন ওয়ার্কস’ নামে ভারতের প্রথম আধুনিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করেন]
(১৫৮) ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : জামশেদপুর (ঝাড়খন্ড)।*
[*পূর্বনাম Tata Iron and Steel Company (TISCO) Limited, বর্তমান নাম Tata Steel Limited]
(১৫৯) ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : ভিলাই (ছত্তিশগড়)।
(১৬০) ভারতের বৃহত্তম বেসরকারি লৌহইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : জামশেদপুর (ঝাড়খন্ড)।
(১৬১) কত সালে জামশেদপুরে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে?
উত্তর : ১৯০৭ সালে।*
[*১৯০৭ সালে জামশেদজী টাটা কর্তৃক জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে ওঠে]
(১৬২) কত সালে ভারতের রাষ্ট্রায়ত্ত ইস্পাত উৎপাদক সংস্থা SAIL গঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালে।*
[*১৯৫৪ সালে Hindustan Steel Limited (HSL) গড়ে ওঠে, যা ১৯৭৩ সালে Steel Authority of India Limited (SAIL) রূপে আত্মপ্রকাশ করে]
(১৬৩) ভারতের রাষ্ট্রায়ত্ত ইস্পাত উৎপাদক সংস্থা SAIL -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : নিউ দিল্লি।
(১৬৪) ভারতের কোথায় প্রথম স্পঞ্জ আয়রন কারখানা গড়ে ওঠে?
উত্তর : পালওয়াঞ্চা (তেলঙ্গানা)।*
[*১৯৮০ সালে তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ও বর্তমান তেলঙ্গানার পালওয়াঞ্চা-তে ভারতের প্রথম স্পঞ্জ আয়রন কারখানা গড়ে ওঠে]
(১৬৫) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?
উত্তর : দুর্গাপুর।
(১৬৬) স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর : ওড়িশা।
(১৬৭) ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে?
উত্তর : ওড়িশা।
(১৬৮) কোন দুই নদীর মিলনস্থলে জামশেদপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : সুবর্ণরেখা ও খরকাই।
(১৬৯) কোন দেশের সহযোগিতায় বোকারোতে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন)।
(১৭০) ভারতের রূঢ় কাকে বলা হয়?
উত্তর : দুর্গাপুর।
(১৭১) কোন নদীর তীরে দুর্গাপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : দামোদর।
(১৭২) কোন দেশের সহযোগিতায় দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : ব্রিটেন।
(১৭৩) কোন দেশের সহযোগিতায় ভিলাইতে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন)।
(১৭৪) এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি?
উত্তর : ভিলাই।
(১৭৫) কোন দেশের সহযোগিতায় রাউরকেলা লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : জার্মানি (পশ্চিম জার্মানি)।
(১৭৬) স্বাধীনতা পূর্বে দক্ষিণ ভারতের একমাত্র লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি?
উত্তর : ভদ্রাবতী।
(১৭৭) কোন নদীর তীরে ভিলাই লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : শিবনাথ।
(১৭৮) কোন নদীর তীরে বোকারো লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর : দামোদর।
(১৭৯) ভারতের একমাত্র উপকূলীয়/বন্দরকেন্দ্রিক লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি?
উত্তর : বিশাখাপত্তনম।
(১৮০) স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।
(১৮১) ইস্পাত উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর : ওড়িশা।
(১৮২) ভারতের প্রাচীনতম ও একক বৃহত্তম শ্রমশিল্প কোনটি?
উত্তর : কার্পাস বয়ন শিল্প।
(১৮৩) ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি?
উত্তর : কার্পাস বয়ন শিল্প।
(১৮৪) কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।*
[*সূত্র : Ministry of Textiles, Government of India]
(১৮৫) ভারতের কোন শিল্প সর্বাধিক সংখ্যক কর্মসংস্থান তৈরি করে?
উত্তর : কার্পাস বয়ন শিল্প।
(১৮৬) ভারতের কোন শিল্পে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ দেখা যায়?
উত্তর : কার্পাস বয়ন শিল্প।
(১৮৭) কার্পাস বয়ন শিল্পের একটি রাসায়নিক কাঁচামালের উদাহরণ দাও।
উত্তর : কস্টিক সোডা।
(১৮৮) ভারতের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্প সর্বাধিক উন্নতি লাভ করেছে?
উত্তর : পশ্চিমাঞ্চল।
(১৮৯) কার্পাস বয়ন শিল্পে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর : মহারাষ্ট্র।
(১৯০) ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কাপড়ের কল রয়েছে?
উত্তর : তামিলনাড়ু।*
[*সূত্র : Ministry of Textiles, Government of India]
(১৯১) পূর্ব ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কাপড়ের কল রয়েছে?
উত্তর : পশ্চিমবঙ্গ।
(১৯২) ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : আমেদাবাদ (গুজরাট)।
(১৯৩) উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : কানপুর (উত্তরপ্রদেশ)।
(১৯৪) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : কোয়েম্বাটুর (তামিলনাড়ু)।
(১৯৫) পূর্ব ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : হাওড়া (পশ্চিমবঙ্গ)।
(১৯৬) ভারতের কটনপলিস কাকে বলে?
উত্তর : মুম্বাই (মহারাষ্ট্র)।
(১৯৭) ভারতের কোথায় প্রথম আধুনিক কাপড়ের কল গড়ে ওঠে?
উত্তর : ফোর্ট গ্লস্টার।*
[*১৮১৮ সালে হাওড়ার নিকট ফোর্ট গ্লস্টারে ভারতের প্রথম আধুনিক কাপড়ের কল গড়ে ওঠে]
(১৯৮) আমেদাবাদে কত সালে প্রথম কাপড়ের কল গড়ে ওঠে?
উত্তর : ১৮৬১ সালে।
(১৯৯) মুম্বাইতে কত সালে প্রথম কাপড়ের কল গড়ে ওঠে?
উত্তর : ১৮৫৪ সালে।
(২০০) অসমের ম্যাঞ্চেস্টার কাকে বলে?
উত্তর : শুয়ালকুছি।

(Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-IV)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) তৃতীয় পর্ব

 

One thought on “Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-IV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!