Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অর্থনৈতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-2 Match the Column

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো (Madhyamik Geo Chapter-V-2 Match the Column) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ১০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-2 Match the Column

(১) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                 ডানদিক
(১) চা উৎপাদনে প্রথম           (১) গুজরাট
(২) ধান উৎপাদনে প্রথম         (২) কর্ণাটক
(৩) কফি উৎপাদনে প্রথম       (৩) পশ্চিমবঙ্গ
(৪) কার্পাস উৎপাদনে প্রথম    (৪) অসম

উত্তর : (১) চা উৎপাদনে প্রথম (৪) অসম, (২) ধান উৎপাদনে প্রথম (৩) পশ্চিমবঙ্গ, (৩) কফি উৎপাদনে প্রথম (২) কর্ণাটক, (৪) কার্পাস উৎপাদনে প্রথম (১) গুজরাট

(২) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                ডানদিক
(১) গম গবেষণা কেন্দ্র           (১) জোড়হাট
(২) কার্পাস গবেষণা কেন্দ্র      (২) কটক
(৩) চা গবেষণা কেন্দ্র            (৩) কর্নাল
(৪) ধান গবেষণা কেন্দ্র          (৪) নাগপুর

উত্তর : (১) গম গবেষণা কেন্দ্র (৩) কর্নাল, (২) কার্পাস গবেষণা কেন্দ্র (৪) নাগপুর, (৩) চা গবেষণা কেন্দ্র (১) জোড়হাট, (৪) ধান গবেষণা কেন্দ্র (২) কটক

(৩) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                    ডানদিক
(১) লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র        (১) গুরুগ্রাম
(২) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র      (২) বেঙ্গালুরু
(৩) তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র          (৩) হলদিয়া
(৪) মোটরগাড়ি শিল্পকেন্দ্র          (৪) বোকারো

উত্তর : (১) লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র (৪) বোকারো, (২) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র (৩) হলদিয়া, (৩) তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র (২) বেঙ্গালুরু, (৪) মোটরগাড়ি শিল্পকেন্দ্র (১) গুরুগ্রাম

(৪) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                    ডানদিক
(১) উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার    (১) কোয়েম্বাটুর
(২) পাঞ্জাবের ম্যাঞ্চেস্টার           (২) শুয়ালকুছি
(৩) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার  (৩) কানপুর
(৪) অসমের ম্যাঞ্চেস্টার            (৪) লুধিয়ানা

উত্তর : (১) উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (৩) কানপুর, (২) পাঞ্জাবের ম্যাঞ্চেস্টার (৪) লুধিয়ানা, (৩) দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার (১) কোয়েম্বাটুর, (৪) অসমের ম্যাঞ্চেস্টার (২) শুয়ালকুছি

(৫) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                  ডানদিক
(১) রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র      (১) কোচিন
(২) রেল বগি নির্মাণ কেন্দ্র       (২) বেঙ্গালুরু
(৩) বিমান নির্মাণ কেন্দ্র          (৩) পেরাম্বুর
(৪) জাহাজ নির্মাণ কেন্দ্র         (৪) চিত্তরঞ্জন

উত্তর : (১) রেলইঞ্জিন নির্মাণ (৪) চিত্তরঞ্জন, (২) রেল বগি নির্মাণ (৩) পেরাম্বুর, (৩) বিমান নির্মাণ (২) বেঙ্গালুরু, (৪) জাহাজ নির্মাণ (১) কোচিন

(৬) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                  ডানদিক
(১) TCS               (১) হায়দ্রাবাদ
(২) HAL              (২) নিউ দিল্লি
(৩) BHEL           (৩) বেঙ্গালুরু
(৪) ECIL             (৪) মুম্বাই

উত্তর : (১) TCS (৪) মুম্বাই, (২) HAL (৩) বেঙ্গালুরু, (৩) BHEL (২) নিউ দিল্লি, (৪) ECIL (১) হায়দ্রাবাদ

(৭) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                               ডানদিক
(১) দীর্ঘতম জাতীয় সড়ক      (১) জাতীয় সড়ক-৩
(২) ক্ষুদ্রতম জাতীয় সড়ক     (২) জাতীয় সড়ক-১৯
(৩) ব্যস্ততম জাতীয় সড়ক    (৩) জাতীয় সড়ক-৫৪৮
(৪) উচ্চতম জাতীয় সড়ক     (৪) জাতীয় সড়ক-৪৪

উত্তর : (১) দীর্ঘতম জাতীয় সড়ক (৪) জাতীয় সড়ক-৪৪, (২) ক্ষুদ্রতম জাতীয় সড়ক (৩) জাতীয় সড়ক-৫৪৮, (৩) ব্যস্ততম জাতীয় সড়ক (২) জাতীয় সড়ক-১৯, (৪) উচ্চতম জাতীয় সড়ক (১) জাতীয় সড়ক-৩

(৮) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                             ডানদিক
(১) ভারতের ডেট্রয়েট         (১) দুর্গাপুর
(২) ভারতের ম্যাঞ্চেস্টার     (২) জয়পুর
(৩) ভারতের প্যারিস          (৩) আমেদাবাদ 
(৪) ভারতের রূঢ়                (৪) চেন্নাই 

উত্তর : (১) ভারতের ডেট্রয়েট (৪) চেন্নাই, (২) ভারতের ম্যাঞ্চেস্টার (২) আমেদাবাদ, (৩) ভারতের প্যারিস (২) জয়পুর, (৪) ভারতের রূঢ় (১) দুর্গাপুর

(৯) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                ডানদিক
(১) দক্ষিণ-পূর্ব রেলপথ          (১) গোরখপুর
(২) উত্তর-পশ্চিম রেলপথ       (২) হুবলী
(৩) দক্ষিণ-পশ্চিম রেলপথ     (৩) জয়পুর
(৪) উত্তর-পূর্ব রেলপথ            (৪) কলকাতা

উত্তর : (১) দক্ষিণ-পূর্ব রেলপথ (৪) কলকাতা, (২) উত্তর-পশ্চিম রেলপথ (৩) জয়পুর, (৩) দক্ষিণ-পশ্চিম রেলপথ (২) হুবলী, (৪) উত্তর-পূর্ব রেলপথ (১) গোরখপুর

(১০) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক                                   ডানদিক
(১) সর্বাধিক জনসংখ্যা             (১) মহারাষ্ট্র
(২) সর্বাধিক সাক্ষরতা হার         (২) বিহার
(৩) সর্বাধিক পৌর জনসংখ্যা    (৩) উত্তরপ্রদেশ
(৪) সর্বাধিক জনঘনত্ব               (৪) কেরালা

উত্তর : (১) সর্বাধিক জনসংখ্যা (৩) উত্তরপ্রদেশ, (২) সর্বাধিক সাক্ষরতা হার (৪) কেরালা, (৩) সর্বাধিক পৌর জনসংখ্যা (১) মহারাষ্ট্র, (৪) সর্বাধিক জনঘনত্ব (২) বিহার

(Madhyamik Geo Chapter-V-2 Match the Column)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) অষ্টম পর্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!