Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-1 SAQ Part-I

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) প্রথম পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৮ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-V-1 SAQ Part-I । এই পর্বে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-1 SAQ Part-I

(১) ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর : উত্তর এবং পূর্ব গোলার্ধে।
(২) এশিয়া মহাদেশের কোন অংশে ভারত অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া।
(৩) কোন অক্ষরেখা ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে?
উত্তর : কর্কটক্রান্তিরেখা।*
[*কর্কটক্রান্তিরেখার মান ২৩°২৬’৯.৮” উত্তর]
(৪) ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি অতিক্রম করেছে?
উত্তর : ৮ টি।*
[*গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম]
(৫) ভারতের উত্তরতম বিন্দু কোনটি?
উত্তর : ইন্দিরা কল (লাদাখ) / কিলিক পাস (লাদাখ)।*
[*ইন্দিরা কল : পাক অধিকৃত কাশ্মীর (PoK) ব্যতীত হিসাব অনুসারে এবং কিলিক পাস : পাক অধিকৃত কাশ্মীর (PoK)-সহ হিসাব অনুসারে]
(৬) ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?
উত্তর : ইন্দিরা পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)।
(৭) ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কোনটি?
উত্তর : কন্যাকুমারী (তামিলনাড়ু)।
(৮) ভারতের পূর্বতম বিন্দু কোনটি?
উত্তর : কিবিথু (অরুণাচল প্রদেশ)।
(৯) ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি?
উত্তর : গুহার মোতি (গুজরাট)।*
[*ভিন্নমতে, স্যার ক্রিক খাঁড়ির কাদাচর, গুজরাট]
(১০) ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর : চিন।
(১১) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ।
(১২) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত?
উত্তর : ৯ টি।
(১৩) ভারতের স্থলসীমানার মোট দৈর্ঘ্য কত?
উত্তর : ১৫,২০০ কিমি।
(১৪) ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত?
উত্তর : ৭৫১৬.৬ কিমি।
(১৫) ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
উত্তর : ৮২°৩০’ পূর্ব।
(১৬) কোন দুই দেশের আন্তর্জাতিক সীমানা ‘ম্যাকমোহন লাইন’ নামে পরিচিত?
উত্তর : ভারত ও চিন।
(১৭) ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা কি নামে পরিচিত?
উত্তর : র‍্যাডক্লিফ লাইন।
(১৮) কোন দুই দেশের মধ্যে Line of Control (LoC) সীমারেখা রয়েছে?
উত্তর : ভারত ও পাকিস্তান।*
[*Line of Control হল ভারতের জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখা]
(১৯) কোন দুই দেশের মধ্যে Line of Actual Control (LAC) সীমারেখা রয়েছে?
উত্তর : ভারত ও চিন।*
[*Line of Actual Control হল ভারতের লাদাখ এবং চিন অধিকৃত আকসাই চিন-এর মধ্যবর্তী প্রকৃত নিয়ন্ত্রণরেখা]
(২০) ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কি নামে পরিচিত?
উত্তর : র‍্যাডক্লিফ লাইন।
(২১) উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি কত?
উত্তর : ৩২১৪ কিমি।
(২২) পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত?
উত্তর : ২৯৩৩ কিমি।
(২৩) ভারত পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত শতাংশ অধিকার করে রয়েছে?
উত্তর : ২.৪%।
(২৪) কোন দেশ পক প্রণালী দ্বারা ভারতের সাথে বিচ্ছিন্ন রয়েছে?
উত্তর : শ্রীলঙ্কা।
(২৫) কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে?
উত্তর : বাংলাদেশ।
(২৬) কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম জলসীমা রয়েছে?
উত্তর : মালদ্বীপ।
(২৭) কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের ক্ষুদ্রতম সীমানা রয়েছে?
উত্তর : আফগানিস্তান।*
[*বর্তমানে ভারত-আফগানিস্তান সীমানা পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর অন্তর্গত]
(২৮) ক্ষেত্রমান বা আয়তন অনুসারে, ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উত্তর : সপ্তম।
(২৯) কত সালে সার্ক (SAARC) সংস্থাটি গঠিত হয়?
উত্তর : ১৯৮৫ সালে।*
[সার্ক-এর প্রতিষ্ঠা দিবস : ৮ই ডিসেম্বর, ১৯৮৫]
(৩০) সার্ক (SAARC)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : কাঠমান্ডু (নেপাল)।
(৩১) বিমস্টেক (BIMSTEC) সংস্থাটি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে।*
[বিমস্টেক-এর প্রতিষ্ঠা দিবস : ৬ ই জুন, ১৯৯৭]
(৩২) বিমস্টেক (BIMSTEC) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা (বাংলাদেশ)।
(৩৩) কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন (SRC) গঠিত হয়?
উত্তর : ১৯৫৩ সালে।
(৩৪) কিসের ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়েছিল?
উত্তর : ভাষা।
(৩৫) ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি?
উত্তর : অন্ধ্রপ্রদেশ।
(৩৬) ভাষার ভিত্তিতে, কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়?
উত্তর : ১৯৫৩ সালে।
(৩৭) কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
(৩৮) কত সালে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৯৬০ সালে। 
(৩৯) কত সালে সিকিম রাজ্যটি গঠিত হয়েছিল?
উত্তর : ১৯৭৫ সালে।
(৪০) কোন রাজ্য পূর্বে নেফা (NEFA) নামে পরিচিত ছিল?
উত্তর : অরুণাচল প্রদেশ।
(৪১) কত সালে অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়?
উত্তর : ১৯৮৭ সালে।
(৪২) কত সালে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি (NCT Delhi) গঠিত হয়?
উত্তর : ১৯৯২ সালে।*
[ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি দিল্লি (NCT Delhi)-এর প্রতিষ্ঠা দিবস : ১ লা ফেব্রুয়ারি, ১৯৯২]
(৪৩) কত সালে ছত্তিশগড়, উত্তরাখন্ড ও ঝাড়খন্ড রাজ্য গঠিত হয়?
উত্তর : ২০০০ সালে।
(৪৪) কত সালে তেলঙ্গানা রাজ্য গঠিত হয়?
উত্তর : ২০১৪ সালে।
(৪৫) ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তর : তেলঙ্গানা।
(৪৬) কত সালে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়?
উত্তর : ২০১৯ সালে।
(৪৭) কত সালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (DNHDD) কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়?
উত্তর : ২০২০ সালে।
(৪৮) বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে?
উত্তর : ২৮ টি।
(৪৯) বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
উত্তর : ৮ টি।
(৫০) ক্ষেত্রমান বা আয়তন অনুসারে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর : রাজস্থান।

(Madhyamik Geo Chapter-V-1 SAQ Part-I)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) দ্বিতীয় পর্ব

 

 

One thought on “Madhyamik Geo Chapter-V-1 SAQ Part-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!