Madhyamik Geo Chapter-IV MCQ Part-I
বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – প্রথম পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা -এর বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ২ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-IV MCQ Part-I । এই পর্বে রয়েছে চতুর্থ অধ্যায় : বর্জ্য ব্যবস্থাপনা -এর নির্বাচিত ৫০ টি বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও উত্তর।
(১) পরিবেশে যে প্রকার বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি —
(ক) তরল বর্জ্য (খ) কঠিন বর্জ্য
(গ) গ্যাসীয় বর্জ্য (ঘ) তেজস্ক্রিয় বর্জ্য
উত্তর : (খ) কঠিন বর্জ্য।
(২) মৃত্তিকা দূষণে যে প্রকার বর্জ্যের ভূমিকা সবচেয়ে বেশি —
(ক) কঠিন বর্জ্য (খ) তরল বর্জ্য
(গ) গ্যাসীয় বর্জ্য (ঘ) জৈব ভঙ্গুর বর্জ্য
উত্তর : (ক) কঠিন বর্জ্য।
(৩) জল দূষণে যে প্রকার বর্জ্যের ভূমিকা সবচেয়ে বেশি —
(ক) কঠিন বর্জ্য (খ) গ্যাসীয় বর্জ্য
(গ) তরল বর্জ্য (ঘ) তেজস্ক্রিয় বর্জ্য
উত্তর : (গ) তরল বর্জ্য।
(৪) বায়ু দূষণে যে প্রকার বর্জ্যের ভূমিকা সবচেয়ে বেশি —
(ক) কঠিন বর্জ্য (খ) তরল বর্জ্য
(গ) গ্যাসীয় বর্জ্য (ঘ) জৈব ভঙ্গুর বর্জ্য
উত্তর : (গ) গ্যাসীয় বর্জ্য।
(৫) অপচনশীল, শুষ্ক ও সহজ দাহ্য বর্জ্যকে বলে —
(ক) আবর্জনা (খ) লিচেট
(গ) স্লাজ (ঘ) জঞ্জাল
উত্তর : (ঘ) জঞ্জাল।
(৬) সর্বাধিক পরিমাণ গ্যাসীয় বর্জ্য নির্গত হয় —
(ক) বনাঞ্চলে (খ) শিল্পাঞ্চলে
(গ) গ্রামাঞ্চলে (ঘ) শহরাঞ্চলে
উত্তর : (খ) শিল্পাঞ্চলে।
(৭) একটি কঠিন বর্জ্যের উদাহরণ হল —
(ক) পারদ (খ) ক্লোরোফ্লুরোকার্বন
(গ) ডিমের খোসা (ঘ) কার্বন-ডাই-অক্সাইড
উত্তর : (গ) ডিমের খোসা।
(৮) একটি তরল বর্জ্যের উদাহরণ হল —
(ক) মাছের আঁশ (খ) পারদ
(গ) ডিমের খোসা (ঘ) ভাঙা ইট
উত্তর : (খ) পারদ।
(৯) একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হল —
(ক) পারদ (খ) ডিমের খোসা
(গ) মাছের আঁশ (ঘ) মিথেন
উত্তর : (ঘ) মিথেন।
(১০) একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হল —
(ক) ক্যাডমিয়াম (খ) কাঠের টুকরো
(গ) ডিমের খোসা (ঘ) প্লাস্টিক
উত্তর : (ক) ক্যাডমিয়াম।
(১১) একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল —
(ক) X-Ray প্লেট (খ) প্লাস্টিক
(গ) MRI প্লেট (ঘ) কাগজ
উত্তর : (ঘ) কাগজ।
(১২) একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল —
(ক) কাগজ (খ) তুলো
(গ) প্লাস্টিক (ঘ) কাঠ
উত্তর : (গ) প্লাস্টিক।
(১৩) যে প্রকার বর্জ্য থেকে কম্পোস্ট সার ও বায়োগ্যাস তৈরি করা হয় —
(ক) শিল্প বর্জ্য (খ) গৃহস্থালি বর্জ্য
(গ) তেজস্ক্রিয় বর্জ্য (ঘ) ই-বর্জ্য
উত্তর : (খ) গৃহস্থালি বর্জ্য।
(১৪) যে প্রকার বর্জ্যের পরিবেশ দূষণ মাত্রা সর্বাধিক —
(ক) কৃষি বর্জ্য (খ) গৃহস্থালি বর্জ্য
(গ) শিল্প বর্জ্য (ঘ) জৈব বর্জ্য
উত্তর : (গ) শিল্প বর্জ্য।
(১৫) যে প্রকার বর্জ্য অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি ঘটায় —
(ক) শিল্প বর্জ্য (খ) কৃষি বর্জ্য
(গ) জৈব বর্জ্য (ঘ) ই-বর্জ্য
উত্তর : (ক) শিল্প বর্জ্য।
(১৬) ব্যাগাস (Bagasse) বর্জ্য উৎপন্ন হয় যে শিল্পে —
(ক) সিমেন্ট শিল্প (খ) প্লাস্টিক শিল্প
(গ) চিনি শিল্প (ঘ) ইস্পাত শিল্প
উত্তর : (গ) চিনি শিল্প।
(১৭) ব্যাগাস (Bagasse) বর্জ্য বলতে বোঝায় —
(ক) পাটের তন্তু (খ) আখের ছিবড়ে
(গ) থার্মোকল টুকরো (ঘ) কীটনাশক মিশ্রিত জল
উত্তর : (খ) আখের ছিবড়ে।
(১৮) একটি ই-বর্জ্য (E-Waste) -এর উদাহরণ হল —
(ক) সেলফোন (খ) সোডা অ্যাশ
(গ) থোরিয়াম (ঘ) X-Ray প্লেট
উত্তর : (ক) সেলফোন।
(১৯) ফ্লাই অ্যাশের উৎস হল —
(ক) জলবিদ্যুৎ কেন্দ্র (খ) পেট্রো রসায়ন শিল্প
(গ) তাপবিদ্যুৎ কেন্দ্র (ঘ) তেল শোধনাগার
উত্তর : (গ) তাপবিদ্যুৎ কেন্দ্র।
(২০) ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় যে শিল্পে —
(ক) সিমেন্ট শিল্প (খ) ইস্পাত শিল্প
(গ) বৈদ্যুতিন শিল্প (ঘ) প্লাস্টিক শিল্প
উত্তর : (ক) সিমেন্ট শিল্প।
(২১) একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল —
(ক) প্লাস্টিক (খ) ফ্লাই অ্যাশ
(গ) ইউরেনিয়াম (ঘ) কস্টিক সোডা
উত্তর : (গ) ইউরেনিয়াম।
(২২) একটি ‘C & D’ বর্জ্যের উদাহরণ হল —
(ক) মাছের আঁশ (খ) কংক্রিট
(গ) পারদ (ঘ) আর্সেনিক
উত্তর : (খ) কংক্রিট।
(২৩) জলে শৈবালের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধিকে বলে —
(ক) নাইট্রিফিকেশন (খ) হিউমিফিকেশন
(গ) ক্যালসিফিকেশন (ঘ) ইউট্রোফিকেশন
উত্তর : (ঘ) ইউট্রোফিকেশন।
(২৪) ইউট্রোফিকেশন ঘটায় যে প্রকার বর্জ্য —
(ক) গৃহস্থালি বর্জ্য (খ) কৃষি বর্জ্য
(গ) প্লাস্টিক বর্জ্য (ঘ) তেজস্ক্রিয় বর্জ্য
উত্তর : (খ) কৃষি বর্জ্য।
(২৫) একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ হল —
(ক) ইঞ্জেকশন সিরিঞ্জ (খ) মাছের আঁশ
(গ) প্লাস্টিক দ্রব্য (ঘ) কাচ
উত্তর : (ক) ইঞ্জেকশন সিরিঞ্জ।
(Madhyamik Geo Chapter-IV MCQ Part-I)
(২৬) কাচ যে প্রকার বর্জ্যের উদাহরণ —
(ক) তেজস্ক্রিয় বর্জ্য (খ) জৈব ভঙ্গুর বর্জ্য
(গ) জৈব অভঙ্গুর বর্জ্য (ঘ) সংক্রামক বর্জ্য
উত্তর : (গ) জৈব অভঙ্গুর বর্জ্য।
(২৭) চিকিৎসা ক্ষেত্রে যে শতাংশ বর্জ্য সংক্রামক —
(ক) ১০% (খ) ২৫%
(গ) ৫০% (ঘ) ৮০%
উত্তর : (ক) ১০%।
(২৮) একটি রাসায়নিক বর্জ্যের উদাহরণ হল —
(ক) প্লাস্টিক (খ) ডিমের খোসা
(গ) ক্লোরোফর্ম (ঘ) কাচ
উত্তর : (গ) ক্লোরোফর্ম।
(২৯) একটি সাইটোটক্সিক বর্জ্যের উদাহরণ হল —
(ক) প্লাস্টিকের খেলনা (খ) ওষুধের অবশিষ্টাংশ
(গ) ইউরেনিয়াম (ঘ) কাঠের টুকরো
উত্তর : (খ) ওষুধের অবশিষ্টাংশ।
(৩০) যে দুই গ্যাস অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে —
(ক) CO2 ও SO2 (খ) CO2 ও NO2
(গ) CO2 ও CFC (ঘ) SO2 ও NO2
উত্তর : (ঘ) SO2 ও NO2।
(৩১) বর্জ্য উৎপাদনে বিশ্বে প্রথম যে দেশ —
(ক) আমেরিকা যুক্তরাষ্ট্র (খ) জাপান
(গ) আর্জেন্টিনা (ঘ) বাংলাদেশ
উত্তর : (ক) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৩২) যে প্রকার বর্জ্য থেকে সোনা, রূপা, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা যায় —
(ক) C & D বর্জ্য (খ) তেজস্ক্রিয় বর্জ্য
(গ) ই-বর্জ্য (ঘ) সাইটোটক্সিক বর্জ্য
উত্তর : (গ) ই-বর্জ্য।
(৩৩) সীসা ঘটিত দূষণের ফলে যে রোগ দেখা যায় —
(ক) মিনামাটা (খ) ডিসলেক্সিয়া
(গ) ইটাই ইটাই (ঘ) ব্ল্যাকফুট
উত্তর : (খ) ডিসলেক্সিয়া।
(৩৪) পারদ ঘটিত দূষণের ফলে যে রোগ দেখা যায় —
(ক) ব্ল্যাকফুট (খ) ইটাই ইটাই
(গ) ডিসলেক্সিয়া (ঘ) মিনামাটা
উত্তর : (ঘ) মিনামাটা।
(৩৫) ক্যাডমিয়াম ঘটিত দূষণের ফলে যে রোগ দেখা যায় —
(ক) ইটাই ইটাই (খ) ফ্লুরোসিস
(গ) মিনামাটা (ঘ) ব্ল্যাকফুট
উত্তর : (ক) ইটাই ইটাই।
(৩৬) ফ্লোরাইড ঘটিত দূষণের ফলে যে রোগ দেখা যায় —
(ক) ব্ল্যাকফুট (খ) মিনামাটা
(গ) ফ্লুরোসিস (ঘ) ডিসলেক্সিয়া
উত্তর : (গ) ফ্লুরোসিস।
(৩৭) আর্সেনিক ঘটিত দূষণের ফলে যে রোগ দেখা যায় —
(ক) ব্ল্যাকফুট (খ) মিনামাটা
(গ) ডিসলেক্সিয়া (ঘ) ইটাই ইটাই
উত্তর : (ক) ব্ল্যাকফুট।
(৩৮) বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র বা চুল্লি হল —
(ক) পাইরোলাইসিস (খ) স্ক্রাবার
(গ) ইনসিনেরেটর (ঘ) লেজিওনিয়ার্স
উত্তর : (গ) ইনসিনেরেটর।
(৩৯) কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে বলে —
(ক) কম্পোস্টিং (খ) পাইরোলাইসিস
(গ) লেজিওনিয়ার্স (ঘ) ইনসিনেরেটর
উত্তর : (খ) পাইরোলাইসিস।
(৪০) তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস —
(ক) তাপবিদ্যুৎ কেন্দ্র (খ) জলবিদ্যুৎ কেন্দ্র
(গ) তেল শোধনাগার (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
উত্তর : (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
(৪১) একটি পরিবেশমিত্র বর্জ্যের উদাহরণ হল —
(ক) কাগজ (খ) প্লাস্টিক
(গ) ব্ল্যাক কার্বন (ঘ) থোরিয়াম
উত্তর : (ক) কাগজ।
(৪২) বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ হল —
(ক) বর্জ্য পুনর্নবীকরণ (খ) বর্জ্য প্রত্যাখ্যান
(গ) বর্জ্যের পুনর্ব্যবহার (ঘ) বর্জ্যের পরিমাণ হ্রাস
উত্তর : (ঘ) বর্জ্যের পরিমাণ হ্রাস।
(৪৩) বর্জ্য ব্যবস্থাপনার শেষ ধাপ হল —
(ক) বর্জ্য প্রত্যাখ্যান (খ) বর্জ্যের পরিমাণ হ্রাস
(গ) বর্জ্যের পুনর্ব্যবহার (ঘ) বর্জ্য পুনর্নবীকরণ
উত্তর : (ক) বর্জ্য প্রত্যাখ্যান।
(৪৪) বর্জ্য পুনর্ব্যবহারের একটি উদাহরণ হল —
(ক) বাতিল প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক দ্রব্য তৈরি (খ) স্ক্র্যাপ লোহা থেকে ইস্পাত তৈরি
(গ) গৃহস্থালি বর্জ্য থেকে জৈবসার তৈরি (ঘ) ভাঙা কাচ থেকে নতুন কাচ তৈরি
উত্তর : (গ) গৃহস্থালি বর্জ্য থেকে জৈবসার তৈরি।
(৪৫) বর্জ্য পুনর্নবীকরণের একটি উদাহরণ হল —
(ক) স্ক্র্যাপ লোহা থেকে ইস্পাত তৈরি (খ) গৃহস্থালি বর্জ্য থেকে জৈবসার তৈরি
(গ) পুরানো খবরের কাগজ থেকে ঠোঙা তৈরি (ঘ) ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি
উত্তর : (ক) স্ক্র্যাপ লোহা থেকে ইস্পাত তৈরি।
(৪৬) বর্জ্য পৃথকীকরণে সবুজ রঙের পাত্রে যে প্রকার বর্জ্য সংগ্রহ করা হয় —
(ক) জৈব অভঙ্গুর বর্জ্য (খ) ই-বর্জ্য
(গ) তেজস্ক্রিয় বর্জ্য (ঘ) জৈব ভঙ্গুর বর্জ্য
উত্তর : (ঘ) জৈব ভঙ্গুর বর্জ্য।
(৪৭) বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে পুরানো পদ্ধতি হল —
(ক) ল্যান্ডফিল (খ) ওশান ডাম্পিং
(গ) পাইরোলাইসিস (ঘ) রিসাইকল
উত্তর : (ক) ল্যান্ডফিল।
(৪৮) একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ হল —
(ক) অক্সিজেন (খ) নাইট্রোজেন
(গ) অ্যামোনিয়া (ঘ) হিলিয়াম
উত্তর : (গ) অ্যামোনিয়া।
(৪৯) নরওয়েতে স্ক্রাবার থেকে সৃষ্ট রোগ হল —
(ক) লেজিওনিয়ার্স (খ) পাইরোলাইসিস
(গ) ইনসিনেরেটর (ঘ) ইটাই ইটাই
উত্তর : (ক) লেজিওনিয়ার্স।
(৫০) কঠিন বর্জ্য দিয়ে নিচু জমি ভরাটকে বলে —
(ক) ওশান ডাম্পিং (খ) ম্যানিওর পিট
(গ) কলিফর্ম (ঘ) ল্যান্ডফিল
উত্তর : (ঘ) ল্যান্ডফিল।
(Madhyamik Geo Chapter-IV MCQ Part-I)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – দ্বিতীয় পর্ব
Pingback: Madhyamik Geo Chapter-IV MCQ Part-II - ভূগোলিকা-Bhugolika
Pingback: Madhyamik Geo Chapter-IV True False Question - ভূগোলিকা-Bhugolika