Madhyamik Geo Chapter-II True False Question
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ (Madhyamik Geo Chapter-II True False Question) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ১০০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ এবং উত্তর।
(১) বায়ুমন্ডলের সর্বপ্রধান গ্যাস হল নাইট্রোজেন।
উত্তর : শুদ্ধ।
(২) বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ ৭৮.০৮%।
উত্তর : অশুদ্ধ।
(৩) বায়ুতে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা অ্যারোসল নামে পরিচিত।
উত্তর : শুদ্ধ।
(৪) বায়ুমন্ডলের একটি নিস্ক্রিয় গ্যাস হল কার্বন-ডাই-অক্সাইড।
উত্তর : অশুদ্ধ।
(৫) এক্সোপজ হল সমমন্ডল ও বিষমমন্ডলের সীমারেখা।
উত্তর : অশুদ্ধ।
(৬) নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা ৮ কিমি।
উত্তর : অশুদ্ধ।
(৭) স্ট্র্যাটোস্ফিয়ারে শুক্তি মেঘ দেখা যায়।
উত্তর : শুদ্ধ।
(৮) মেসোস্ফিয়ার বায়ুমন্ডলের শীতলতম স্তর।
উত্তর : শুদ্ধ।
(৯) বায়ুমন্ডলের এক্সোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়।
উত্তর : অশুদ্ধ।
(১০) মেসোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(১১) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়।
উত্তর : শুদ্ধ।
(১২) স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়।
উত্তর : শুদ্ধ।
(১৩) মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়।
উত্তর : অশুদ্ধ।
(১৪) থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়।
উত্তর : অশুদ্ধ।
(১৫) এক্সোস্ফিয়ার হল কৃত্রিম উপগ্রহের কক্ষপথ।
উত্তর : শুদ্ধ।
(১৬) ম্যাগনেটোস্ফিয়ার হল বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তর।
উত্তর : শুদ্ধ।
(১৭) স্কোনবি বায়ুমন্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন।
উত্তর : অশুদ্ধ।
(১৮) ডবসন একক ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করে।
উত্তর : শুদ্ধ।
(১৯) শীতকালে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তর : অশুদ্ধ।
(২০) ১৬ ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস।
উত্তর : শুদ্ধ।
(২১) পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ ৩৪%।
উত্তর : শুদ্ধ।
(২২) পরিবহণ পদ্ধতিতে বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হয়।
উত্তর : অশুদ্ধ।
(২৩) অ্যাডভেকশন হল বায়ুমন্ডলে অনুভূমিক তাপ সঞ্চালন প্রক্রিয়া।
উত্তর : শুদ্ধ।
(২৪) পরিচলন হল বায়ুমন্ডলে অনুভূমিক তাপ সঞ্চালন প্রক্রিয়া।
উত্তর : অশুদ্ধ।
(২৫) সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য হল উষ্ণতার প্রসর।
উত্তর : শুদ্ধ।
(Madhyamik Geo Chapter-II True False Question)
(২৬) পৃথিবীর গড় উষ্ণতা ১৫° সেলসিয়াস।
উত্তর : শুদ্ধ।
(২৭) নিরক্ষরেখা থেকে প্রতি ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে ০.৫০° সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়।
উত্তর : অশুদ্ধ।
(২৮) স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে ৫.৪° সেলসিয়াস।
উত্তর : অশুদ্ধ।
(২৯) আল্পস পর্বতের সূর্যালোকিত পর্বত ঢাল উবেক নামে পরিচিত।
উত্তর : অশুদ্ধ।
(৩০) আইসোথার্ম একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখা।
উত্তর : শুদ্ধ।
(৩১) পৃথিবীর তাপবলয়ের সংখ্যা ৩।
উত্তর : শুদ্ধ।
(৩২) জোসেফ ফ্যুরিয়ার প্রথম গ্রিন হাউস ধারণাটি দিয়েছিলেন।
উত্তর : শুদ্ধ।
(৩৩) গ্রিনহাউস গ্যাস মিথেনের একটি উৎস হল ধানক্ষেত।
উত্তর : শুদ্ধ।
(৩৪) রেফ্রিজারেটর থেকে গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়।
উত্তর : অশুদ্ধ।
(৩৫) বায়ুমন্ডলের সর্বপ্রধান গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লুরোকার্বন।
উত্তর : অশুদ্ধ।
(৩৬) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে এল নিনো দেখা যায়।
উত্তর : শুদ্ধ।
(৩৭) এল নিনোর ঠিক বিপরীত অবস্থা হল লা নিনা।
উত্তর : শুদ্ধ।
(৩৮) এল নিনোর প্রভাবে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৩৯) গ্যালিলিও গ্যালিলেই প্রথম ব্যারোমিটার আবিষ্কার করেন।
উত্তর : অশুদ্ধ।
(৪০) সমুদ্রপৃষ্ঠে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ২৯.৯২ ইঞ্চি।
উত্তর : শুদ্ধ।
(৪১) সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ ১০১৭.২৫ মিলিবার।
উত্তর : অশুদ্ধ।
(৪২) বায়ুমন্ডলে দীর্ঘাকার নিম্নচাপ ট্রাফ নামে পরিচিত।
উত্তর : শুদ্ধ।
(৪৩) শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুচাপ কম হয়।
উত্তর : শুদ্ধ।
(৪৪) জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা।
উত্তর : শুদ্ধ।
(৪৫) সাধারণ বায়ুর চেয়ে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু ভারী হয়।
উত্তর : অশুদ্ধ।
(৪৬) চক্রাকার সমচাপরেখা শান্ত আবহাওয়া নির্দেশ করে।
উত্তর : অশুদ্ধ।
(৪৭) পৃথিবীতে ৩ টি উচ্চচাপ বলয় রয়েছে।
উত্তর : অশুদ্ধ।
(৪৮) ২৫°-৩৫° দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত।
উত্তর : অশুদ্ধ।
(৪৯) নিরক্ষীয় নিম্নচাপ বলয় ডোলড্রাম নামে পরিচিত।
উত্তর : শুদ্ধ।
(৫০) ফেরেলের সূত্র অনুসারে, বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে প্রবাহিত হয়।
উত্তর : শুদ্ধ।
(Madhyamik Geo Chapter-II True False Question)
(৫১) আয়ন বায়ুর প্রবাহপথের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে।
উত্তর : শুদ্ধ।
(৫২) স্থলভাগ থেকে জলভাগের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৫৩) মৌসুমি বায়ু একপ্রকার সাময়িক বায়ুপ্রবাহ।
উত্তর : শুদ্ধ।
(৫৪) ক্যাটাবেটিক বায়ু উষ্ণ ও শীতল প্রকৃতির হয়।
উত্তর : অশুদ্ধ।
(৫৫) স্থানীয় বায়ু চিনুক প্রেইরি অঞ্চলে প্রবাহিত হয়।
উত্তর : শুদ্ধ।
(৫৬) সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরূদ্যান বলা হয়।
উত্তর : শুদ্ধ।
(৫৭) সাহারা মরুভূমিতে মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৫৮) ইতালির একটি স্থানীয় বায়ু হল খামসিন।
উত্তর : অশুদ্ধ।
(৫৯) ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ দেখা যায়।
উত্তর : শুদ্ধ।
(৬০) উত্তর গোলার্ধে ঘূর্ণবাত ঘড়ির কাঁটার উল্টোদিকে আবর্তিত হয়।
উত্তর : শুদ্ধ।
(৬১) জেট বায়ু একপ্রকার জিয়োস্ট্রফিক বায়ু।
উত্তর : শুদ্ধ।
(৬২) ক্রান্তীয় পুবালি জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৬৩) মৌসুমি বায়ুর উৎপত্তিতে মেরুদেশীয় জেট বায়ুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উত্তর : অশুদ্ধ।
(৬৪) অধঃক্ষেপণের বিপরীত অবস্থা বাষ্পীভবন।
উত্তর : শুদ্ধ।
(৬৫) নির্দিষ্ট ওজনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হল চরম আর্দ্রতা।
উত্তর : অশুদ্ধ।
(৬৬) চরম আর্দ্রতাকে গ্রাম/ঘনসেমি এককে প্রকাশ করা হয়।
উত্তর : শুদ্ধ।
(৬৭) বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আর্দ্রতা হ্রাস পায়।
উত্তর : শুদ্ধ।
(৬৮) বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুচাপ হ্রাস পায়।
উত্তর : অশুদ্ধ।
(৬৯) উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলি পরস্পর নিকটে অবস্থান করে।
উত্তর : শুদ্ধ।
(৭০) উত্তর গোলার্ধে পর্বতের উত্তর ঢালে উষ্ণতা বেশি হয়।
উত্তর : অশুদ্ধ।
(৭১) উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে বায়ুচাপের ঢাল অধিক হয়।
উত্তর : অশুদ্ধ।
(৭২) জুলাই মাসে সমচাপরেখাগুলি উত্তর দিকে সরে যায়।
উত্তর : শুদ্ধ।
(৭৩) নিরক্ষরেখাতে কোরিওলিস বলের মান শূন্য।
উত্তর : শুদ্ধ।
(৭৪) হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়।
উত্তর : অশুদ্ধ।
(৭৫) আয়ন বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(Madhyamik Geo Chapter-II True False Question)
(৭৬) সন্ধ্যাবেলা সমুদ্র বায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয়।
উত্তর : শুদ্ধ।
(৭৭) মৌসুমি বায়ুর প্রভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে।
উত্তর : অশুদ্ধ।
(৭৮) দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে স্থানীয় বায়ু লু প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৭৯) রোন উপত্যকায় মিস্ট্রাল বায়ু প্রবাহিত হয়।
উত্তর : শুদ্ধ।
(৮০) আফ্রিকার পূর্ব উপকূলে হারমাট্টান বায়ু প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৮১) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হল টাইফুন।
উত্তর : অশুদ্ধ।
(৮২) প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ দেখা যায়।
উত্তর : শুদ্ধ।
(৮৩) উষ্ণমন্ডলে প্রতীপ ঘূর্ণবাত দেখা যায়।
উত্তর : অশুদ্ধ।
(৮৪) আপেক্ষিক আর্দ্রতা মিলিবার এককে প্রকাশ করা হয়।
উত্তর : অশুদ্ধ।
(৮৫) সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা ১০০%।
উত্তর : শুদ্ধ।
(৮৬) মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল অকটা।
উত্তর : শুদ্ধ।
(৮৭) সম্পূর্ণ শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০%।
উত্তর : অশুদ্ধ।
(৮৮) স্ট্র্যাটাস মেঘে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৮৯) কিউমুলোনিম্বাস মেঘে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ঘটে।
উত্তর : অশুদ্ধ।
(৯০) গ্রীষ্মকালে সর্বাধিক শিশির পড়ে।
উত্তর : অশুদ্ধ।
(৯১) শিশিরাঙ্কের সময় বায়ুর আর্দ্রতা হয় ১০০%।
উত্তর : শুদ্ধ।
(৯২) MONEX কর্মসূচীতে আয়ন বায়ু সম্পর্কে গবেষণা করা হয়।
উত্তর : অশুদ্ধ।
(৯৩) সবচেয়ে শক্তিশালী জেট বায়ু হল উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু।
উত্তর : অশুদ্ধ।
(৯৪) নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে।
উত্তর : শুদ্ধ।
(৯৫) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে পর্বতের অনুবাত ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটে।
উত্তর : অশুদ্ধ।
(৯৬) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সীমান্ত বৃষ্টি দেখা যায়।
উত্তর : শুদ্ধ।
(৯৭) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিবেলা বৃষ্টিপাত ঘটে।
উত্তর : অশুদ্ধ।
(৯৮) গ্রীষ্মকালে দক্ষিণ এশিয়াতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
উত্তর : অশুদ্ধ।
(৯৯) মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয়।
উত্তর : অশুদ্ধ।
(১০০) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয়।
উত্তর : শুদ্ধ।
(Madhyamik Geo Chapter-II True False Question)
Pingback: Madhyamik Geo Chapter-II Fill in the Blanks - ভূগোলিকা-Bhugolika
Pingback: Madhyamik Geo Chapter-II SAQ Part-I - ভূগোলিকা-Bhugolika
Pingback: Madhyamik Geo Chapter-II Match the Column - ভূগোলিকা-Bhugolika