Madhyamik Geo Chapter-II SAQ Part-V
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) পঞ্চম পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৫ টি পর্বে আলোচনা করা হল। পঞ্চম পর্ব : Madhyamik Geo Chapter-II SAQ Part-V । এই পর্বে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।
(২০১) কোন যন্ত্রের সাহায্যে বাষ্পীভবন পরিমাপ করা হয়?
উত্তর : এভাপোরিমিটার।
(২০২) চরম আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর : গ্রাম/ঘনসেমি।
(২০৩) বিশেষ আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর : গ্রাম/কেজি।
(২০৪) আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর : শতাংশ (%)।
(২০৫) কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যায়?
উত্তর : হাইগ্রোমিটার।
(২০৬) কে সর্বপ্রথম হাইগ্রোমিটার আবিষ্কার করেন?
উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি (১৪৮০)।
(২০৭) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
উত্তর : ১০০%।
(২০৮) যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে কি বলে?
উত্তর : শিশিরাঙ্ক।
(২০৯) শিশিরাঙ্ক উষ্ণতায় বায়ুর আর্দ্রতা কত থাকে?
উত্তর : ১০০%।
(২১০) কোন ঋতুতে সবচেয়ে বেশি শিশির পড়ে?
উত্তর : শরৎ।
(২১১) জলীয় বাষ্পের জলকণায় রূপান্তর প্রক্রিয়া কি নামে পরিচিত?
উত্তর : ঘনীভবন।
(২১২) জলীয় বাষ্প সরাসরি বরফ কণা পরিণত হয়ে ভূপৃষ্ঠে পতিত হলে, তাকে কি বলে?
উত্তর : তুহিন।
(২১৩) বায়ুদূষণের ফলে সৃষ্ট কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণকে কি বলে?
উত্তর : ধোঁয়াশা (Smog)।
(২১৪) ধোঁয়াশা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : হেনরি দে ভো।
(২১৫) কোন মেঘ থেকে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটে?
উত্তর : কিউমুলোনিম্বাস।
(২১৬) কোন মেঘ থেকে একটানা বৃষ্টিপাত হয়?
উত্তর : নিম্বোস্ট্র্যাটাস।
(২১৭) কোন মেঘ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ঘটে?
উত্তর : স্ট্র্যাটাস।
(২১৮) সিরাস মেঘ কোনপ্রকার আবহাওয়া নির্দেশ করে?
উত্তর : পরিষ্কার বা শান্ত আবহাওয়া।
(২১৯) কোন মেঘ ম্যাকেরেল মেঘ নামে পরিচিত?
উত্তর : সিরোকিউমুলাস।
(২২০) কোন মেঘকে ‘Rain Cloud’ বলা হয়?
উত্তর : নিম্বোস্ট্র্যাটাস।
(২২১) কোন মেঘকে ‘Thunder Cloud’ বলা হয়?
উত্তর : কিউমুলোনিম্বাস।
(২২২) মধ্য অক্ষাংশে ভূপৃষ্ঠে পতিত ক্ষুদ্রাকার বরফকণা কি নামে পরিচিত?
উত্তর : স্লিট।
(২২৩) অধঃক্ষেপণের সর্বপ্রধান রূপ কোনটি?
উত্তর : বৃষ্টিপাত।
(২২৪) কঠিন অধঃক্ষেপণের সর্বপ্রধান রূপ কোনটি?
উত্তর : তুষারপাত।
(২২৫) পরিচলন বৃষ্টিপাতে কোন মেঘ দেখা যায়?
উত্তর : কিউমুলোনিম্বাস।
(২২৬) কোন জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে?
উত্তর : নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।
(২২৭) কোন জলবায়ু অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে?
উত্তর : মৌসুমি জলবায়ু অঞ্চল।
(২২৮) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে পর্বতের কোন ঢালে অধিক বৃষ্টিপাত হয়?
উত্তর : প্রতিবাত ঢালে।
(২২৯) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে?
উত্তর : অনুবাত ঢালে।
(২৩০) ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও।
উত্তর : শিলং মালভূমি।
(২৩১) সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কত হলে, তা সাইক্লোন সৃষ্টির অনুকূল?
উত্তর : ২৭° সেলসিয়াস।
(২৩২) পৃথিবীর কোন অঞ্চলে বায়ুর আর্দ্রতা সর্বাধিক?
উত্তর : নিরক্ষীয় অঞ্চল।
(২৩৩) বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : রেনগজ।
(২৩৪) কে পৃথিবীর জলবায়ুর প্রথম আধুনিক শ্রেণীবিভাগ করেন?
উত্তর : ভ্লাদিমির কোপেন (১৯০০)।
(২৩৫) কোনপ্রকার ঘূর্ণিবৃষ্টিতে সীমান্ত বৃষ্টি দেখা যায়?
উত্তর : নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি।
(২৩৬) কোনপ্রকার জলবায়ুতে বিকেল ৪ টার বৃষ্টি দেখা যায়?
উত্তর : নিরক্ষীয় জলবায়ু।
(২৩৭) দক্ষিণ এশিয়াতে কোনপ্রকার জলবায়ু দেখা যায়?
উত্তর : মৌসুমি জলবায়ু।
(২৩৮) কোন দেশকে মৌসুমি জলবায়ুর দেশ বলে?
উত্তর : ভারত।
(২৩৯) উত্তর ভারতে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ কি নামে পরিচিত।
উত্তর : লু (Loo)।
(২৪০) বিশ্বের আর্দ্রতম জলবায়ু অঞ্চল কোনটি?
উত্তর : নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।
(২৪১) এশিয়ার একটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশের উদাহরণ দাও।
উত্তর : ইন্দোনেশিয়া।
(২৪২) বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি?
উত্তর : মৌসিনরাম (মেঘালয়, ভারত)।
(২৪৩) বিশ্বের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর : ফার্নেস ক্রিক (ক্যালিফোর্ণিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র)।
(২৪৪) বিশ্বের শুষ্কতম স্থান কোনটি?
উত্তর : কুইলাগুয়া (আটাকামা মরুভূমি, চিলি)।
(২৪৫) আর্দ্র শীতকাল কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
উত্তর : ভূমধ্যসাগরীয় জলবায়ু।
(২৪৬) ভূমধ্যসাগরীয় জলবায়ুর অক্ষাংশগত বিস্তৃতি কত?
উত্তর : ৩০°-৪৫° উত্তর ও দক্ষিণ।
(২৪৭) আর্দ্র গ্রীষ্মকাল কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
উত্তর : মৌসুমি জলবায়ু।
(২৪৮) দৈনিক উষ্ণতার প্রসর কোন জলবায়ুতে সর্বাধিক?
উত্তর : মরু জলবায়ু।
(২৪৯) পৃথিবীর শীতলতম জলবায়ু কোনটি?
উত্তর : তুন্দ্রা জলবায়ু।
(২৫০) কোন জলবায়ুকে বিনোদন জলবায়ু বলা হয়?
উত্তর : ভূমধ্যসাগরীয় জলবায়ু।
(Madhyamik Geo Chapter-II SAQ Part-V)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) প্রথম পর্ব
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) দ্বিতীয় পর্ব
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) তৃতীয় পর্ব
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) চতুর্থ পর্ব