Saturday, July 26, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল

Madhyamik Geo Chapter-II SAQ Part-I

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) প্রথম পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৫ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-II SAQ Part-I । এই পর্বে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-II SAQ Part-I
(১) সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমন্ডলের বিস্তৃতি কত?
উত্তর : ১০০০০ কিমি।
(২) পৃথিবীর কোন শক্তি বায়ুমন্ডলকে ধরে রেখেছে?
উত্তর : মাধ্যাকর্ষণ শক্তি।
(৩) বায়ুমন্ডলে কোন গ্যাসের শতকরা পরিমাণ সর্বাধিক?
উত্তর : নাইট্রোজেন (৭৮.০৮%)।
(৪) বায়ুমন্ডলের প্রধান দুটি গ্যাস কি কি?
উত্তর : নাইট্রোজেন ও অক্সিজেন।
(৫) বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
উত্তর : ২০.৯৫%।
(৬) বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
উত্তর : ০.০৪%।
(৭) বায়ুমন্ডলে কয়টি নিস্ক্রিয় গ্যাস রয়েছে?
উত্তর : ৬ টি।
(৮) বায়ুমন্ডলে সর্বপ্রধান নিস্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তর : আর্গন।
(৯) বায়ুমন্ডলে আর্গন গ্যাসের শতকরা পরিমাণ কত?
উত্তর : ০.৯৩%।
(১০) বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তর : হাইড্রোজেন।
(১১) বায়ুমন্ডলের সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।
(১২) বায়ুমন্ডলে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত?
উত্তর : ০.৫-৪%।
(১৩) বায়ুতে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা কি নামে পরিচিত?
উত্তর : অ্যারোসল।
(১৪) বায়ুমন্ডলের কোন গ্যাস প্রোটিনের উৎস হিসেবে বিবেচিত হয়?
উত্তর : নাইট্রোজেন।
(১৫) বায়ুমন্ডলের কোন গ্যাস উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।
(১৬) বায়ুমন্ডলের কোন গ্যাস দহন কাজে অপরিহার্য?
উত্তর : অক্সিজেন।
(১৭) বায়ুমন্ডলের কোন দুই উপাদান মেঘ সৃষ্টি করে?
উত্তর : জলীয় বাষ্প ও অ্যারোসল।
(১৮) ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত সমমন্ডল বিস্তৃত রয়েছে?
উত্তর : ৯০ কিমি।
(১৯) সমমন্ডল ও বিষমমন্ডলের সীমারেখা কি নামে পরিচিত?
উত্তর : টার্বোপজ।
(২০) উষ্ণতার তারতম্য অনুসারে, বায়ুমন্ডল কয়টি স্তরে বিভক্ত?
উত্তর : ৬ টি।
(২১) বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
(২২) সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত?
উত্তর : ১৩ কিমি।
(২৩) নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
উত্তর : ১৮ কিমি।
(২৪) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
উত্তর : ৮ কিমি।
(২৫) ট্রপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়?
উত্তর : ৬.৪ ডিগ্রি।
(২৬) বায়ুমন্ডলের কোন স্তরাে ক্ষুব্ধমন্ডল বলা হয়?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
(২৭) বায়ুমন্ডলের কোন স্তরে আবহিক ঘটনা ঘটে থাকে?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
(২৮) বায়ুমন্ডলের কোন স্তরে বায়ুর ঘনত্ব সর্বাধিক?
উত্তর : ট্রপোস্ফিয়ার।
(২৯) ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা কি নামে পরিচিত?
উত্তর : ট্রপোপজ।
(৩০) বায়ুমন্ডলের কোন স্তর শান্তমন্ডল নামে পরিচিত?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
(৩১) বায়ুমন্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের গড় বিস্তৃতি কত?
উত্তর : ১২-৫০ কিমি।
(৩২) বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
(৩৩) বায়ুমন্ডলের কোন স্তরে শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ দেখা যায়?
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
(৩৪) স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা কি নামে পরিচিত?
উত্তর : স্ট্র্যাটোপজ।
(৩৫) বায়ুমন্ডলের কোন স্তরে ওজন স্তর রয়েছে
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার।
(৩৬) বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর : মেসোস্ফিয়ার।
(৩৭) বায়ুমন্ডলে মেসোস্ফিয়ার স্তরের গড় বিস্তৃতি কত?
উত্তর : ৫০-৮০ কিমি।
(৩৮) বায়ুমন্ডলের কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়?
উত্তর : মেসোস্ফিয়ার।
(৩৯) বায়ুমন্ডলের কোন স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়?
উত্তর : মেসোস্ফিয়ার।
(৪০) মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা কি নামে পরিচিত?
উত্তর : মেসোপজ।
(৪১) বায়ুমন্ডলের কোন স্তর আয়নোস্ফিয়ার নামে পরিচিত?
উত্তর : থার্মোস্ফিয়ার।
(৪২) বায়ুমন্ডলে থার্মোস্ফিয়ার স্তরের গড় বিস্তৃতি কত?
উত্তর : ৮০-৫০০ কিমি।
(৪৩) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়?
উত্তর : থার্মোস্ফিয়ার।
(৪৪) বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর : থার্মোস্ফিয়ার।
(৪৫) বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি?
উত্তর : এক্সোস্ফিয়ার।
(৪৬) বায়ুমন্ডলের কোন স্তরে আয়নিত বায়ু দেখা যায়?
উত্তর : থার্মোস্ফিয়ার।
(৪৭) বায়ুমন্ডলের কোন স্তরে অ্যাপলটন স্তর রয়েছে?
উত্তর : থার্মোস্ফিয়ার।
(৪৮) বায়ুমন্ডলে এক্সোস্ফিয়ার গড় স্তরের বিস্তৃতি কত?
উত্তর : ৫০০-১০০০ কিমি।
(৪৯) বায়ুমন্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ রয়েছে?
উত্তর : এক্সোস্ফিয়ার।
(৫০) এক্সোস্ফিয়ার কোন কোন গ্যাস দ্বারা গঠিত?
উত্তর : হাইড্রোজেন ও হিলিয়াম।

(Madhyamik Geo Chapter-II SAQ Part-I)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ

4 thoughts on “Madhyamik Geo Chapter-II SAQ Part-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!