Madhyamik Geo Chapter-I SAQ Part-IV
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) চতুর্থ পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৪ টি পর্বে আলোচনা করা হল। চতুর্থ পর্ব : Madhyamik Geo Chapter-I SAQ Part-IV । এই পর্বে রয়েছে প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।
(১৫১) মরু অঞ্চলে ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ কি নামে পরিচিত?
উত্তর : গৌর।
(১৫২) কোন ভূমিরূপকে মাশরুম শিলা বলা হয়?
উত্তর : গৌর।
(১৫৩) কোন প্রকার ক্ষয়কাজের ফলে গৌর সৃষ্টি হয়?
উত্তর : অবঘর্ষ।
(১৫৪) তীক্ষ্ণ আকৃতির শীর্ষদেশযুক্ত ইয়ারদাং কি নামে পরিচিত?
উত্তর : নিডিল।
(১৫৫) মরু অঞ্চলে কোন ভূমিরূপ মোরগের ঝুঁটির মতো দেখতে হয়?
উত্তর : ইয়ারদাং।
(১৫৬) ইনসেলবার্জ শব্দটির অর্থ কি?
উত্তর : দ্বীপশৈল।
(১৫৭) গম্বুজাকার ইনসেলবার্জ কি নামে পরিচিত?
উত্তর : বর্নহার্ড।
(১৫৮) ক্ষয়প্রাপ্ত, ক্ষুদ্রাকার ইনসেলবার্জ কি নামে পরিচিত?
উত্তর : টর।
(১৫৯) ক্ষয়প্রাপ্ত ইনসেলবার্জ শিলাস্তূপে পরিণত হলে, তাকে কি বলে?
উত্তর : ক্যাসেল কোপিজ।
(১৬০) থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
উত্তর : ধ্রিয়ান।
(১৬১) মালবার উপকূলের বালিয়াড়িগুলি কি নামে পরিচিত?
উত্তর : থেরিস।
(১৬২) কে সর্বপ্রথম বালিয়াড়ির শ্রেণীবিভাগ করেন?
উত্তর : বিজ্ঞানী ব্যাগনল্ড।
(১৬৩) অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি কি নামে পরিচিত?
উত্তর : বার্খান।
(১৬৪) অতি বৃহৎ আকারের বার্খান বালিয়াড়িকে কি বলে?
উত্তর : বার্খানয়েড।
(১৬৫) একাধিক বার্খান মিলিত হয়ে কোন প্রকার বালিয়াড়ি গঠন করে?
উত্তর : অ্যাকলে বালিয়াড়ি।
(১৬৬) বায়ুর প্রবাহপথের সমান্তরালে কোন বালিয়াড়ি গড়ে ওঠে?
উত্তর : অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।
(১৬৭) অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অপর নাম কি?
উত্তর : সিফ বালিয়াড়ি।
(১৬৮) সিফ শব্দটির অর্থ কি?
উত্তর : তলোয়ার।
(১৬৯) দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী পাথুরে অঞ্চল কি নামে পরিচিত?
উত্তর : করিডোর।
(১৭০) সাহারা মরুভূমিতে দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী পাথুরে অঞ্চল কি নামে পরিচিত?
উত্তর : গাসি।
(১৭১) দুটি বালিয়াড়ির মধ্যবর্তী মরুপথকে কি বলে?
উত্তর : ক্যারাভান।
(১৭২) বায়ুর সঞ্চয়কাজের ফলে কোন প্রকার সমভূমি গড়ে ওঠে?
উত্তর : লোয়েস সমভূমি।
(১৭৩) লোয়েস শব্দটির অর্থ কি?
উত্তর : স্থানচ্যুত বস্তু।
(১৭৪) লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : কার্ল লিওনহার্ড (১৮২৪)।
(১৭৫) আমেরিকা যুক্তরাষ্ট্রে লোয়েস সঞ্চয় কি নামে পরিচিত?
উত্তর : অ্যাডোব।
(১৭৬) ইউরোপে লোয়সে সঞ্চয় কি নামে পরিচিত?
উত্তর : লিমোন।
(১৭৭) কোথায় বিশ্বের বৃহত্তম লোয়েস সমভূমি গড়ে উঠেছে?
উত্তর : হোয়াংহো অববাহিকা।
(১৭৮) ওয়াদি শব্দটির অর্থ কি?
উত্তর : শুষ্ক উপত্যকা।
(১৭৯) মরু অঞ্চলে শুষ্ক নদীখাত কি নামে পরিচিত?
উত্তর : ওয়াদি।
(১৮০) পেডিমেন্ট শব্দটির অর্থ কি?
উত্তর : পাদদেশীয় সমভূমি।
(১৮১) পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : জি.কে. গিলবার্ট (১৮৮২)।
(১৮২) মরু অঞ্চলে সৃষ্ট লবণাক্ত জলের হ্রদকে কি বলে?
উত্তর : প্লায়া।
(১৮৩) বিশ্বের বৃহত্তম প্লায়া কোনটি?
উত্তর : লা প্লায়া।
(১৮৪) লবণ স্তরে আবৃত প্লায়া কি নামে পরিচিত?
উত্তর : স্যালিনা।
(১৮৫) ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি?
উত্তর : সম্বর হ্রদ (রাজস্থান)।
(১৮৬) উত্তর আফ্রিকায় প্লায়া হ্রদ কি নামে পরিচিত?
উত্তর : শটস্।
(১৮৭) পেডিমেন্টের পাদদেশে গঠিত ঢালু সমভূমিকে কি বলে?
উত্তর : বাজাদা।
(১৮৮) বাজাদা শব্দটির অর্থ কি?
উত্তর : ঢাল।
(১৮৯) ভূপৃষ্ঠের কত শতাংশ এলাকাতে লোয়েস সঞ্চয় রয়েছে?
উত্তর : ১০ শতাংশ।
(১৯০) ২০-২০০ মিটার উচ্চতাযুক্ত বালির স্তূপ কি নামে পরিচিত?
উত্তর : ড্রা (Draa)।
(১৯১) কোন দেশে শুষ্ক নদীখাত বা ওয়াদি অ্যারো নামে পরিচিত?
উত্তর : স্পেন।
(১৯২) মরুকরণের প্রধান কারণ কি?
উত্তর : বিশ্ব উষ্ণায়ন।
(১৯৩) পৃথিবীর কোন মরুভূমিতে মরুকরণ হার সবচেয়ে বেশি?
উত্তর : গোবি মরুভূমি।
(১৯৪) ভূপৃষ্ঠের কত শতাংশ এলাকাতে মরুকরণ দেখা যায়?
উত্তর : ৩৫% এলাকা।
(১৯৫) ভারতের কোন রাজ্যে সর্বাধিক মরুকরণ দেখা যায়?
উত্তর : রাজস্থান।
(১৯৬) সাহারা মরুভূমির দক্ষিণাংশে মরুপ্রায় অঞ্চল কি নামে পরিচিত?
উত্তর : সহেল।
(১৯৭) মরুকরণ প্রতিরোধে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায় কোনটি?
উত্তর : বৃক্ষরোপণ।
(১৯৮) ভারতের কত শতাংশ এলাকাতে মরুকরণ দেখা যায়?
উত্তর : ২৫ শতাংশ।
(১৯৯) ভারতের কেন্দ্রীয় মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : যোধপুর (রাজস্থান)।
(২০০) কোন মহাদেশে মরুকরণ প্রতিরোধে গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলা হয়েছে?
উত্তর : আফ্রিকা।
(Madhyamik Geo Chapter-I SAQ Part-IV)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
১/২ শব্দের উত্তর (SAQ) তৃতীয় পর্ব