Madhyamik Geo Chapter-I Match the Column
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো (Madhyamik Geo Chapter-I Match the Column) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর নির্বাচিত ১০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো এবং উত্তর।
(১) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) মন্থকূপ (১) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(২) গ্র্যান্ড ক্যানিয়ন (২) জাম্বেসি নদী
(৩) ভিক্টোরিয়া জলপ্রপাত (৩) কলোরাডো নদী
(৪) মতিঝিল (৪) অবঘর্ষ ক্ষয়
উত্তর : (১) মন্থকূপ — (৪) অবঘর্ষ ক্ষয়, (২) গ্র্যান্ড ক্যানিয়ন — (৩) কলোরাডো নদী, (৩) ভিক্টোরিয়া জলপ্রপাত — (২) জাম্বেসি নদী, (৪) মতিঝিল — (১) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(২) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) সিয়াচেন (১) সুন্দরবন
(২) পিরামিড চূড়া (২) জলঙ্গি নদী
(৩) লোহাচড়া (৩) পার্বত্য হিমবাহ
(৪) মিয়েন্ডার (৪) নীলকন্ঠ
উত্তর : (১) সিয়াচেন — (৩) পার্বত্য হিমবাহ, (২) পিরামিড চূড়া — (৪) নীলকন্ঠ, (৩) লোহাচড়া — (১) সুন্দরবন, (৪) মিয়েন্ডার — (২) জলঙ্গি নদী
(৩) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) মালাসপিনা (১) রসে মোতানে
(২) ল্যাম্বার্ট ডোম (২) হিমবাহ
(৩) কাতারা (৩) এসকার
(৪) পুনকাহারয়ু (৪) অপসারণ গর্ত
উত্তর : (১) মালাসপিনা — (২) হিমবাহ, (২) ল্যাম্বার্ট ডোম — (১) রসে মোতানে, (৩) কাতারা — (৪) অপসারণ গর্ত, (৪) পুনকাহারয়ু — (৩) এসকার
(৪) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) মাশরুম শিলা (১) দ্বীপশৈল
(২) সম্বর হ্রদ (২) শুষ্ক নদীখাত
(৩) ওয়াদি (৩) গৌর
(৪) ইনসেলবার্জ (৪) প্লায়া
উত্তর : (১) মাশরুম শিলা — (৩) গৌর, (২) সম্বর হ্রদ — (৪) প্লায়া, (৩) ওয়াদি — (২) শুষ্ক নদীখাত, (৪) ইনসেলবার্জ — (১) দ্বীপশৈল
(৫) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) মামলাহা (১) মরুপথ
(২) ক্যারাভান (২) গোবি
(৩) শীতল মরুভূমি (৩) সাহারা
(৪) উষ্ণ মরুভূমি (৪) প্লায়া হ্রদ
উত্তর : (১) মামলাহা — (৪) প্লায়া হ্রদ, (২) ক্যারাভান — (১) মরুপথ, (৩) শীতল মরুভূমি — (২) গোবি, (৪) উষ্ণ মরুভূমি — (৩) সাহারা
(Madhyamik Geo Chapter-I Match the Column)
(৬) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) হামাদা (১) বালিয়াড়ি
(২) ড্রামলিন (২) বালিময় মরুভূমি
(৩) আর্গ (৩) হিমবাহ
(৪) বার্খান (৪) শিলাময় মরুভূমি
উত্তর : (১) হামাদা — (৪) শিলাময় মরুভূমি, (২) ড্রামলিন — (৩) হিমবাহ, (৩) আর্গ — (২) বালিময় মরুভূমি, (৪) বার্খান — (১) বালিয়াড়ি
(৭) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) স্যান্দুর (১) ম্যাটারহর্ন
(২) ফিয়র্ড (২) চিত্রকূট
(৩) পিরামিড চূড়া (৩) আইসল্যান্ড
(৪) জলপ্রপাত (৪) নরওয়ে
উত্তর : (১) স্যান্দুর — (৩) আইসল্যান্ড, (২) ফিয়র্ড — (৪) নরওয়ে, (৩) পিরামিড চূড়া — (১) ম্যাটারহর্ন, (৪) জলপ্রপাত — (২) চিত্রকূট
(৮) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) বহির্জাত শক্তি (১) খরকাই নদী
(২) বিন্ধ্য পর্বত (২) লিভিংস্টোন ফলস্
(৩) র্যাপিড (৩) সমুদ্রতরঙ্গ
(৪) মন্থকূপ (৪) জলবিভাজিকা
উত্তর : (১) বহির্জাত শক্তি — (৩) সমুদ্রতরঙ্গ, (২) বিন্ধ্য পর্বত — (৪) জলবিভাজিকা, (৩) র্যাপিড — (২) লিভিংস্টোন ফলস্, (৪) মন্থকূপ — (১) খরকাই নদী
(৯) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) কাসপেট ব-দ্বীপ (১) মিসিসিপি নদী
(২) ঝুলন্ত উপত্যকা (২) কারাকোরাম
(৩) সিয়াচেন (৩) জলপ্রপাত
(৪) পক্ষীপাদ ব-দ্বীপ (৪) টাইবার নদী
উত্তর : (১) কাসপেট ব-দ্বীপ — (৪) টাইবার নদী, (২) ঝুলন্ত উপত্যকা — (৩) জলপ্রপাত, (৩) সিয়াচেন — (২) কারাকোরাম, (৪) পক্ষীপাদ ব-দ্বীপ — (১) মিসিসিপি নদী
(১০) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) আটাকামা (১) মঙ্গোলিয়া
(২) প্যাং কিয়াং (২) থর মরুভূমি
(৩) মাউন্ট ওলগা (৩) দক্ষিণ আমেরিকা
(৪) ধ্রিয়ান (৪) ইনসেলবার্জ
উত্তর : (১) আটাকামা — (৩) দক্ষিণ আমেরিকা, (২) প্যাং কিয়াং — (১) মঙ্গোলিয়া, (৩) মাউন্ট ওলগা — (৪) ইনসেলবার্জ, (৪) ধ্রিয়ান — (২) থর মরুভূমি
(Madhyamik Geo Chapter-I Match the Column)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester]