Inuit – Fighters of Arctic
সুমেরুর যোদ্ধা – ইনুইট
ভূগোলিকা-Bhugolika -এর ‘ভৌগোলিক প্রবন্ধ’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ভৌগোলিক প্রবন্ধে আমরা ভূগোলের নির্দিষ্ট বিষয়ের ওপর বিস্তারিত তথ্য পেয়ে থাকি, যা আমাদের ভৌগোলিক জ্ঞানের বিকাশে সহায়ক হয়। আজকের ভৌগোলিক প্রবন্ধ : Inuit – Fighters of Arctic । আশাকরি, এই প্রবন্ধের মাধ্যমে আপনি সুমেরুর ইনুইট জনগোষ্ঠী সম্পর্কে বিশদ তথ্য পাবেন।

আমরা অর্থাৎ মনুষ্য জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব প্রজাতি। আন্টার্কটিকা ব্যতীত পৃথিবীর সব মহাদেশে, প্রায় সবরকম পরিবেশে মানব বসতির উপস্থিতি লক্ষ্যণীয়। কখনও তপ্ত মরুভূমিতে, আবার কখনও বা কনকনে শীতল মেরুপ্রদেশে — মানুষ প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে কিভাবে এক জনগোষ্ঠী তাদের সভ্যতা-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে, এ তারই কাহিনী। সুমেরু অঞ্চল (Arctic Region) পৃথিবীর অন্যতম শীতল অঞ্চল ; যেখানে একটানা কয়েক মাস হিমশীতল অন্ধকারের সাথে মানুষের সহাবস্থান। চিরতুষারাবৃত এই অঞ্চলে সবুজের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। চারিদিক শুধু সাদা আর সাদা, শুধুই বরফ। এইরূপ প্রতিকূল পরিবেশে যেখানে মানুষের অস্তিত্ব কল্পনাতীত, সেখানেও প্রতিনিয়ত পরিবেশের সাথে লড়াই করে চলেছে এক জনগোষ্ঠী — ‘ইনুইট’। (Inuit – Fighters of Arctic)
ভৌগোলিক প্রবন্ধ : আন্টার্কটিকার রক্ত প্রপাত
ইনুইট (Inuit) শব্দের অর্থ মানুষ (People)। এস্কিমো (Eskimo)-এর অন্তর্গত একটি জনগোষ্ঠী হল ইনুইট, যারা মূলত তিনটি উপগোষ্ঠীতে বিভক্ত — আলাস্কান ইনুপিয়াট (Alaskan Inupiat), গ্রিনল্যান্ডিক ইনুইট (Greenlandic Inuit) এবং কানাডিয়ান ইনুইট (Canadian Inuit)। বর্তমানে ৪ টি — আমেরিকা যুক্তরাষ্ট্র (শুধুমাত্র আলাস্কা), কানাডা, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সুমেরুবৃত্তীয় অঞ্চলে ইনুইটরা বসবাস করে। ইনুইটদের মোট জনসংখ্যা ১.৫৫ লক্ষ (২০২৩)। উল্লেখ্য, সাইবেরিয়া ও আলাস্কার ইউপিক (Yupik)-দেরও এস্কিমো জনগোষ্ঠী এবং ইনুইটদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া অ্যালেউট (Aleut) ও চুকচি (Chukchi) জনজাতির সাথেও ইনুইটদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৃতত্ত্ববিদদের মতে, ইনুইটরা হল থুলে জনগোষ্ঠী (Thule People)-এর উত্তরসূরী, যাদের উদ্ভব ঘটেছিল উত্তর-পশ্চিম আলাস্কা ও বেরিং প্রণালী এলাকায়। প্রায় ৪০০০ বছর আগে ইনুইটরা অ্যালেউট ও উত্তর-পূর্ব সাইবেরিয়ান পরিযানকারীদের থেকে পৃথক হয় এবং সুমেরু অঞ্চলে পূর্বদিক বরাবর ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এই অঞ্চলে ইনুইট বা বৃহত্তম অর্থে এস্কিমো-পূর্ব সময়ে ডরসেট সংস্কৃতি (Dorset Culture) বিদ্যমান ছিল।
ইনুইটরা শীতে বরফ চাঁই কেটে একপ্রকার গম্বুজাকার বাড়ি বানায়, যাকে ইগলু (Igloo) বলে। ইনুইট ভাষাতে, ইগলু শব্দের অর্থ হল বাড়ি। তবে গ্রীষ্মে সিলের চামড়া দিয়ে তৈরি একধরনের তাঁবুতে বাস করে, যা টিউপিক (Tupiq) নামে পরিচিত। প্রতিকূল পরিবেশে ইনুইটদের লড়াইয়ে সঙ্গী স্থানীয় কুকুরের দল, কারণ তারাই এই পরিবেশে লড়াই করতে সক্ষম একমাত্র প্রাণী। এই কুকুরদের টানা স্লেজ গাড়িতে যাতায়াতের দুর্গম পথ অনেক সহজ হয়েছে। কুকুরে টানা স্লেজ গাড়ি কামুটিক (Qamutik) নামে পরিচিত। গ্রিনল্যান্ডে শীতের শেষে যখন সূর্যোদয় ঘটে, তখন ইনুইটদের শিকারের মরসুমের সূচনা হয়। শিকার মরসুমের সূচনা হলেই, তারা কুকুরদের টানা স্লেজ গাড়ি নিয়ে রওনা দেয় গ্রিনল্যান্ডের সমুদ্র তীরবর্তী এলাকায়। শিকারের সময় তারা ভ্রাম্যমাণ স্লেজ গাড়িতেই বসবাস করে, কারণ শিকার করে ফিরে আসতে তাদের দীর্ঘ সময় লেগে যায়। ইনুইটের খাদ্যের প্রধান বৈশিষ্ট্য হল অধিক প্রোটিন ও ফ্যাট ; যা হিমশীতল পরিবেশে তাদের বেঁচে থাকতে সাহায্য করে। ২৫০-৫০০ বছর আয়ুষ্কাল সম্পন্ন গ্রিনল্যান্ড হাঙর (Greenland Shark)-এর সন্ধানে তারা শিকারে বেরোয়। এই হাঙরের মাংস ইনুইটদের খুবই প্রিয় এবং বেঁচে থাকার উপযোগী। তিমির মাংসের টোপ দিয়ে তারা হাঙর শিকার করে। হাঙর শিকার জয়ের আনন্দ উপভোগ করে গান গেয়ে ও উৎসব পালনের মাধ্যমে। হাঙর ছাড়াও তিমি, মেরুভালুক, সিল, পাখি, সামুদ্রিক মাছ প্রভৃতি শিকার করে। এছাড়া তারা সামুদ্রিক উদ্ভিদ, হার্ব জাতীয় ঘাস, ঘাসের শিকড়, বেরি জাতীয় ফল ইত্যাদি অনেক দূর থেকে সংগ্রহ করে। ইনুইটদের একটি ঐতিহ্যবাহী খাদ্য হল তিমি মাছের চামড়া, যা মুকটুক (Muktuk) নামে পরিচিত। সামুদ্রিক প্রাণী শিকারে ইনুইটরা কায়াক (Kayak/Qajaq) নামক নৌকা ব্যবহার করে। এছাড়া উমিয়াক (Umiaq) নামের অপেক্ষাকৃত বড়ো মালবাহী নৌকা ব্যবহার করে। তবে বর্তমানে আধুনিক সভ্যতার সংস্পর্শে এসে ইনইটদের একাংশ স্থায়ী বাড়ি নির্মাণ করেছে। পাশাপাশি আধুনিক পোশাক ও অন্যান্য সামগ্রী ব্যবহারও দেখা যায়।
ভৌগোলিক প্রবন্ধ : ঝাড়গ্রামের পরিবেশবান্ধব শাল পাতা
ইনুইটদের জনজীবন স্বতন্ত্র এবং অনেকটাই চ্যালেঞ্জিং। তারা শীতের হাত থেকে রক্ষা পেতে ক্যারিবু (Caribou) হরিণের চামড়া দিয়ে তৈরি গরম পোশাক ও একধরনের নরম বুট পরিধান করে, যেগুলিকে বলে মুকলুক (Mukluk) বা কামিক (Kamik)। তাদের বরফের তৈরি ঈগলুর অভ্যন্তরভাগ এবং আসবাবপত্র বৈচিত্র্যপূর্ণ। ঈগলুর ভিতর সবসময় জ্বলতে থাকে পাথরের তৈরি প্রদীপ। প্রদীপের সলতে তৈরি করা হয় সমুদ্রের শ্যাওলা দিয়ে। আর প্রদীপ জ্বলে সিলের চর্বির তেলে। ইনুইটদের মধ্যে এক-বিবাহ রীতি সুনির্দিষ্ট ভাবে প্রচলিত নেই। বহুবিবাহ, ‘ওপেন-ম্যারেজ’, বিবাহবিচ্ছেদ, পুনর্বিবাহ দেখা যায়। সাধারণত, পুরুষরা শিকার ও মৎস্যসংগ্রহ করে এবং মহিলারা রান্নাবান্না, শিশুদের দেখাশোনা, গৃহস্থালির কাজ করে থাকে। তবে অনেকসময় মহিলা শিকারীও দেখা যায়। ইনুইটরা ইনুইট ভাষা (Inuit Language)-তে কথা বলে, যা এস্কিমো-অ্যালেউট ভাষাগোষ্ঠীর অন্তর্গত একটি ভাষা।
বছরের অধিকাংশ সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা সুমেরু অঞ্চলে খাদ্য সংগ্রহ যথেষ্ট কষ্টসাধ্য আর জীবনযাপনই ভীষণ চ্যালেঞ্জিং। তবুও হাজার হাজার বছর ধরে আধুনিক প্রযুক্তি ব্যতীতই ইনুইটরা টিকে রয়েছে সুমেরুর বুকে। এগিয়ে নিয়ে চলেছে স্বতন্ত্র এক জনগোষ্ঠীর সমাজ-সংস্কৃতি। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ইনুইট জীবনযাপনে ব্যাপক প্রভাব ফেলেছে। পার্মাফ্রস্ট অঞ্চলের পরিবর্তন ; বরফ হ্রাসের ফলে জীববৈচিত্র্য হ্রাস ও শিকার পদ্ধতির পরিবর্তন — অনেক কিছুই হুমকির মুখে। তাই, আগামী দিনে ইনুইটদের লড়াই যেন আরও কঠিন। সুতরাং, ইনুইটদের সুমেরুর যোদ্ধা বললে, এতটুকুও অত্যুক্তি হয়না। (Inuit – Fighters of Arctic)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
লেখিকাঃ- তানিয়া খাতুন (চাঁপাডাঙ্গা, হুগলি)
তথ্যসূত্রঃ- The Canadian Encyclopedia ; Wikipedia ; Science Direct ; BC Campus Open Text Book ; The Inuit Case Study – Ana Núñez – CIEL
Pingback: Hul Diwas in Santali Culture - ভূগোলিকা-Bhugolika
Pingback: Arctic Ocean Trenches In English » NIRYAS.IN