Wednesday, August 13, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

International Youth Day

আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day)

International Youth Day

আজ ১২ ই আগস্ট (12 August), আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day)। প্রতি বছর ১২ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক যুব দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ‘World Youth Forum‘ -এর প্রথম অধিবেশনে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। ১৯৯৮ সালের ৮-১২ ই আগস্ট পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের World Conference of Ministers Responsible for Youth -এর প্রথম অধিবেশনে ১২ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক যুব দিবস হিসাবে গৃহীত হয়। এরপর ১৯৯৯ সালের ১৭ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ‘Policies and Programmes Involving Youth‘ শীর্ষক অনুবন্ধে ১২ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক যুব দিবস হিসাবে ঘোষণা করে। ২০০০ সালের ১২ ই আগস্ট প্রথমবার আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। আন্তর্জাতিক যুব দিবস পালনের উদ্দেশ্য হল : তারুণ্যের উদযাপন করা এবং যুব সম্পর্কিত বিষয়গুলি বৈশ্বিক স্তরে তুলে ধরা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক যুব দিবসের থিম হল : ‘Local Youth Actions for the SDGs and Beyond’।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ৭ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ‘Declaration on the Promotion Among Youth of the Ideals of Peace, Mutual Respect and Understanding Between Peoples‘ গৃহীত হয়। ১৯৭৯ সালের ১৭ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৯৮৫ সালকে ‘International Youth Year: Participation, Development, Peace‘ রূপে ঘোষণা করে। ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে World Youth Forum -এর প্রথম অধিবেশন, ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে World Youth Forum -এর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ‘World Programme of Action for Youth‘ গৃহীত হয়। ১৯৯৮ সালে পর্তুগালের ব্রাগাতে World Youth Forum -এর তৃতীয় অধিবেশন এবং ২০০১ সালে সেনেগালের ডাকারে World Youth Forum -এর চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের ১৮ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০১০-১১ সালকে (১২ ই আগস্ট ২০১০ – ১২ ই আগস্ট ২০১১) ‘International Youth Year: Dialogue and Mutual Understanding‘ রূপে ঘোষণা করে।

বর্তমানে বৈশ্বিক যুবসমাজের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল — ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে দ্বন্দ্ব, পপ সংস্কৃতি বিশেষত পশ্চিমা সংস্কৃতির প্রভাব, সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির প্রভাব, রাজনৈতিক অস্থিরতা এবং সাংস্কৃতিক বিভেদ, অর্থনৈতিক চাপ এবং বেকারত্ব, শিক্ষাগত সমস্যা, সাইবার ক্রাইম, মাদকাসক্তি, বাল্যবিবাহ, আইনি সুরক্ষার অভাব, হতাশা ও মানসিক অবসাদ ইত্যাদি। যুবসমাজের সমস্যা সমাধানে কয়েকটি প্রতিকার হল — বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচন, সাংস্কৃতিক মূল্যবোধের প্রচার-প্রসার, কর্মসংস্থানমুখী শিক্ষার প্রসার, পারিবারিক মূল্যবোধ শিক্ষা, অপসংস্কৃতির প্রচার-প্রসার বন্ধে সরকারি নীতি ও পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। উল্লেখ্য, যুবসমাজের সমস্যা যেকোনো দেশ ও জাতির পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা, যুবসমাজের উন্নয়ন ব্যতীত দেশ ও জাতির প্রগতি সম্ভব নয়।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব সিংহ দিবস

One thought on “International Youth Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!