Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

জুলাই

International Tiger Day

আন্তর্জাতিক বাঘ দিবস (International Tiger Day)

International Tiger Day

আজ ২৯ শে জুলাই (29 July), আন্তর্জাতিক বাঘ দিবস (International Tiger Day) বা বৈশ্বিক বাঘ দিবস (Global Tiger Day)। প্রতি বছর ২৯ শে জুলাই তারিখটি আন্তর্জাতিক বাঘ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১০ সালের ২১-২৪ শে নভেম্বরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাঘ সংরক্ষণ সভা (International Tiger Conservation Forum) -তে ২৯ শে জুলাই তারিখটি আন্তর্জাতিক বাঘ দিবস হিসাবে ঘোষণা করা হয়। ২০১১ সালের ২৯ শে জুলাই প্রথমবার আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়। আন্তর্জাতিক বাঘ দিবস পালনের উদ্দেশ্য হল : বাঘ সংরক্ষণ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং বাস্তুতন্ত্রে বাঘের ভূমিকা ও গুরুত্ব উদযাপন করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক বাঘ দিবসের থিম হল : ‘Securing the Future of Tigers with Indigenous Peoples and Local Communities at the Heart’।

বাঘ (Tiger) হল স্তন্যপায়ী (Mammalia) শ্রেণীর বিড়াল (Felidae) পরিবারের প্যানথেরা (Panthera) গণের একপ্রকার মাংসাশী প্রাণী। বাঘের বৈজ্ঞানিক নাম প্যানথেরা টাইগ্রিস (Panthera tigris)। বর্তমানে বিশ্বের ১৩ টি দেশ (ভারত, রাশিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চিন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম) -এর প্রাকৃতিক পরিবেশে বাঘ রয়েছে। বাঘ হল বিড়াল পরিবারের সর্ববৃহৎ প্রাণী। ২০২৩ সালের এক গবেষণা (Nature Ecology & Evolution) অনুসারে, বাঘের ৯ টি উপপ্রজাতি (Subspecies) চিহ্নিত করা হয়েছে। এগুলি হল — বাংলা বাঘ (Bengal Tiger), কাস্পিয়ান বাঘ (Caspian Tiger), সাইবেরিয়ান বাঘ (Siberian Tiger), দক্ষিণ চিন বাঘ (South China Tiger), ইন্দোচিনা বাঘ (Indochinese Tiger), মালয়ান বাঘ (Malayan Tiger), জাভান বাঘ (Javan Tiger), বালি বাঘ (Bali Tiger) ও সুমাত্রান বাঘ (Sumatran Tiger)। এর মধ্যে কাস্পিয়ান বাঘ, জাভান বাঘ ও বালি বাঘ উপপ্রজাতি বর্তমানে বিলুপ্ত।

বর্তমানে শুধুমাত্র এশিয়া মহাদেশে প্রাকৃতিক পরিবেশে বাঘ পাওয়া যায়। গ্লোবাল টাইগার ফোরাম (Global Tiger Forum) -এর তথ্যমতে, ২০২৩ সালে সারা বিশ্বে প্রাকৃতিক পরিবেশে ৫৫৭৪ টি বাঘ রয়েছে। প্রাকৃতিক বাঘের সংখ্যা অনুসারে, ভারত, রাশিয়াইন্দোনেশিয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পশু (National Animal) হল বাঘ। ২০২২-বাঘ গণনা অনুসারে, ভারতে প্রাকৃতিক পরিবেশে বাঘের সংখ্যা ৩৬৮২। ২০২২-বাঘ গণনাতে ভারতে বাঘের সংখ্যা অনুসারে, মধ্যপ্রদেশ (৭৮৫ টি), কর্ণাটক (৫৬৩ টি) ও উত্তরাখন্ড (৫৬০ টি) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। বর্তমানে চোরাশিকার, আবাসস্থল ধ্বংস, শিকারের সংখ্যা হ্রাস, জলবায়ু পরিবর্তন প্রভৃতি কারণে বাঘ বিপন্ন প্রজাতি (Endangered Species)। তাই, বাঘ সংরক্ষণ বর্তমানে এক গুরুত্বপূর্ণ বিষয়।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক মানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!