Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

International Day of the World’s Indigenous Peoples

আন্তর্জাতিক আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples)

International Day of the World's Indigenous Peoples

 

আজ ৯ ই আগস্ট (9 August), আন্তর্জাতিক আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples)। প্রতি বছর ৯ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক আদিবাসী দিবস বা বিশ্ব আদিবাসী দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৯০ সালের ১৮ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩ সালকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ (International Year of the World’s Indigenous Peoples) হিসাবে ঘোষণা করে। ১৯৯৪ সালের ২৩ শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৯ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে ঘোষণা করে। উল্লেখ্য, ১৯৮২ সালের ৯ ই আগস্ট তারিখেই ‘ওয়ার্কিং গ্রুপ অন ইন্ডিজেনাস পপুলেশনস্‘-এর প্রথম বৈঠক আয়োজিত হয়েছিল। তারই স্মরণে ৯ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে গৃহীত হয়। ১৯৯৫ সালের ৯ আগস্ট প্রথমবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৯৯৩ সালের ২১ শে ডিসেম্বর তারিখে ১৯৯৫-২০০৪ সময়কালকে এবং ২০০৪ সালের ২০ শে ডিসেম্বর তারিখে ২০০৫-২০১৪ সময়কালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক (International Decade of the World’s Indigenous Peoples) রূপে ঘোষণা করে। ২০১৬ সালের ১৯ শে ডিসেম্বর তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০১৯ সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ (International Year of Indigenous Languages) রূপে ঘোষণা করে। ২০১৯ সালের ১৮ ই ডিসেম্বর তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০২২-২০৩২ সময়কালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক (International Decade of Indigenous Languages) হিসাবে ঘোষণা করে। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের উদ্দেশ্য হল : আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক আদিবাসী দিবসের থিম হল : ‘Indigenous Peoples and AI: Defending Rights, Shaping Futures’।

স্বতন্ত্র সংস্কৃতির যেসব জাতিগোষ্ঠী একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের প্রাচীনতম অধিবাসীদের বংশধর এবং সেই আদি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি কম-বেশি আজও বিদ্যমান, তাদের আদিবাসী (Indigenous Peoples) বলা হয়। অনেক সময় আদিবাসীদের উপজাতি (Tribe), ক্ষুদ্র নৃগোষ্ঠী (Ethnic Group), ক্ষুদ্র জাতিসত্ত্বা (Ethnicity) প্রভৃতি নামেও অভিহিত করা হয়। UNPFII-এর তথ্যমতে, বিশ্বের ৭০ টি দেশে আদিবাসী জনসংখ্যার পরিমাণ ৩৭ কোটি। আবার, ILO-এর তথ্যমতে, সারা বিশ্বের আদিবাসী জনসংখ্যা প্রায় ৪৮ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৬.২%।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুসারে, সারা বিশ্বে ৫০০০+ আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। ILO-এর তথ্যমতে, বিশ্বের মোট আদিবাসী জনসংখ্যার ৭০.৫% এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়, ১৬.৩% আফ্রিকা, ১১.৫% লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান, ১.৬% উত্তর আমেরিকা এবং ০.১% ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলে বসবাস করে। বিশ্বের মোট আদিবাসী জনসংখ্যার ৭৩.৪% গ্রামীণ অঞ্চলে এবং ২৬.৬% পৌর অঞ্চলে বসবাস করে। গ্রামীণ আদিবাসী জনসংখ্যার নিরিখে আফ্রিকা প্রথম। আফ্রিকার মোট আদিবাসী জনসংখ্যার ৮২.১% গ্রামীণ অঞ্চলে বসবাস করে। আর, পৌর আদিবাসী জনসংখ্যার নিরিখে উত্তর আমেরিকা প্রথম। উত্তর আমেরিকার মোট আদিবাসী জনসংখ্যার ৬৯% পৌর অঞ্চলে বসবাস করে। পৃথিবীর উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীগুলি হল : মাসাই, পিগমি (আফ্রিকা) ; চুকচি, মঙ্গোল, তিব্বতি, ভীল, সাঁওতাল (এশিয়া) ; এস্কিমো-ইনুইট (উত্তর আমেরিকা) ; মায়া (মধ্য আমেরিকা) ; এম্বেরা, টুপি, বোরোরো, কুইচুয়া (দক্ষিণ আমেরিকা) ; অ্যাবোরিজিনাল, পাপুয়ান, মাওরি (ওশিয়ানিয়া) প্রভৃতি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক আদিবাসী দিবস

One thought on “International Day of the World’s Indigenous Peoples

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!