Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

International Day of the Girl Child

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস (International Day of the Girl Child)

International Day of the Girl Child

আজ ১১ ই অক্টোবর (11 October), আন্তর্জাতিক কন্যা শিশু দিবস (International Day of the Girl Child)। প্রতি বছর ১১ ই অক্টোবর তারিখটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০৭ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল (Plan International) নামক এক উন্নয়ন ও মানবিক সংস্থার ‘Because I Am a Girl‘ শীর্ষক প্রচারণাতে প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের ধারণা পাওয়া যায়। ২০১১ সালের রাষ্ট্রসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওম্যান (Commission on the Status of Women) -এর ৫৫-তম অধিবেশনে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। ২০১১ সালের ১৯ শে ডিসেম্বর তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১১ ই অক্টোবর তারিখটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসাবে ঘোষণা করে। ২০১২ সালের ১১ ই অক্টোবর তারিখে প্রথমবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের উদ্দেশ্য হল : লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব সহ বিশ্বব্যাপী মেয়েদের মানবাধিকার ও অন্যান্য ইস্যুগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মেয়েদের ক্ষমতায়ন, শিক্ষা, সুরক্ষা ও সমান সুযোগের অধিকার পূরণের প্রচার করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের থিম হল : ‘The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis’।

রাষ্ট্রসংঘ প্রদত্ত সংজ্ঞা অনুসারে, জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত অর্থাৎ শৈশবকাল থেকে কৈশোরকাল পর্যন্ত একজন মানব কন্যাকে ‘কন্যা শিশু‘ (Girl Child) বলা হয় (সূত্র : Convention on the Rights of the Child-১৯৮৯)। ইউনিসেফ (UNICEF) প্রদত্ত তথ্য (২০২৩) অনুসারে, বিশ্বে কন্যা শিশুর সংখ্যা ১১৭.১৫ কোটি। রাষ্ট্রসংঘের তথ্য অনুসারে, বর্তমানে (২০২৫) বিশ্বে বিদ্যালয়ছুট কন্যা শিশুর সংখ্যা ১৩.৩ কোটি। প্রতি ১০ জনের মধ্যে ৪ জন কিশোরী ও তরুণী উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে পারে না। ১৫-১৯ বছর বয়সী বিবাহিত কিশোরী মেয়েদের মধ্যে প্রতি ৪ জনের মধ্যে ১ জন তাদের জীবদ্দশায় ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা সহিংসতার শিকার হয়েছে। ১৫-১৯ বছর বয়সী এক-তৃতীয়াংশেরও বেশি কিশোরী মেয়ে ও ছেলে মনে করে যে নির্দিষ্ট পরিস্থিতিতে স্বামীর দ্বারা স্ত্রীকে আঘাত করা ন্যায্য। গত তিন দশকে ১০-১৯ বছর বয়সী কম ওজনের কিশোরী মেয়েদের হার সামান্য কমেছে, ১০ শতাংশ থেকে ৮ শতাংশে। বিশ্বব্যাপী মেয়েরা লিঙ্গ বৈষম্যের শিকার হয়। এই বৈষম্যের মধ্যে যে বিষয়গুলি উল্লেখযোগ্য — শিক্ষার সুযোগ, পুষ্টি, আইনি অধিকার, চিকিৎসা সেবা, নারীর প্রতি সহিংসতা, জোরপূর্বক বাল্যবিবাহ ইত্যাদি।

১৯৯৫ সালে চিনের বেজিং শহরে রাষ্ট্রসংঘের বিশ্ব নারী সম্মেলন (World Conferences on Women) অনুষ্ঠিত হয়, যা বেজিং সম্মেলন (Beijing Conference) নামে পরিচিত। এই সম্মেলনে কন্যা শিশুর ওপর কর্মপরিকল্পনায় ৯ টি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয় — (১) কন্যা শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করা। (২) কন্যা শিশুর প্রতি নেতিবাচক সাংস্কৃতিক মনোভাব ও অনুশীলন দূর করা। (৩) কন্যা শিশুর অধিকার রক্ষা করা ও প্রচারণা এবং তার চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। (৪) শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করা। (৫) স্বাস্থ্য ও পুষ্টিতে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করা। (৬) শিশুশ্রমের অর্থনৈতিক শোষণ দূর করা এবং কর্মক্ষেত্রে কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা। (৭) কন্যা শিশুর প্রতি সহিংসতা দূর করা। (৮) সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে কন্যা শিশুর সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি করা। (৯) কন্যা শিশুর অবস্থা উন্নয়নে পরিবারের ভূমিকা জোরদার করা। কন্যা শিশু ও নারী সম্পর্কিত রাষ্ট্রসংঘের কয়েকটি উল্লেখযোগ্য সংস্থা ও প্রতিষ্ঠান হল — UN Women, Commission on the Status of Women (CSW), United Nations Population Fund (UNPFA), United Nations Children’s Fund (UNICEF), United Nations Development Programme (UNDP), Inter-Agency Network on Women and Gender Equality (IANWGE) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : জাতীয় ডাক দিবস

One thought on “International Day of the Girl Child

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!