International Day for the Conservation of the Mangrove Ecosystem
আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস (International Day for the Conservation of the Mangrove Ecosystem)
আজ ২৬ শে জুলাই (26 July), আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস (International Day for the Conservation of the Mangrove Ecosystem)। প্রতি বছর ২৬ শে জুলাই তারিখটি আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২৬ শে জুলাই তারিখটি আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস হিসাবে গৃহীত হয়। ২০১৬ সালের ২৬ শে জুলাই প্রথমবার ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস পালিত হয়। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস পালনের উদ্দেশ্য হল : ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের স্থিতিশীল সংরক্ষণের প্রচার করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবসের থিম হল : ‘Protect Wetlands for Our Future’।
ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র (Mangrove Ecosystem) হল উষ্ণমন্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য সমৃদ্ধ অনন্য উপকূলীয় জলাভূমি, যার বৈশিষ্ট্য হল লবণাক্ততা সহনশীল উদ্ভিদ, যেগুলি আন্তঃজোয়ার অঞ্চলে অভিযোজিত হয়েছে। এই বাস্তুতন্ত্র বিশেষরূপে উৎপাদনশীল এবং মানুষ ও পরিবেশ উভয়ের জন্যই অসংখ্য সুবিধা প্রদান করে। কিন্তু বনভূমি ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের অস্তিত্ব সংকটাপন্ন। ইউনেস্কো অনুসারে, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র হল — ‘এক অনন্য, বিশেষ ও ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্র, যা তাদের অস্তিত্ব, জৈববস্তুপুঞ্জ ও উৎপাদনশীলতার কারণে মানুষের জন্য যথেষ্ট সুবিধা প্রদান করে ও বনজ, মৎস্য পণ্য প্রদানের পাশাপাশি উপকূলরেখা সুরক্ষায় অবদান রাখে এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষভাবে প্রাসঙ্গিক।’ Global Mangrove Watch Initiative -এর তথ্য অনুসারে, ২০১০ সালে বিশ্বের মোট ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ ১,৩৭,৬০০ বর্গকিমি, যা মূলত ১১৮ টি দেশ ও অঞ্চলে বিস্তৃত রয়েছে। প্রধানত ৫° উত্তর থেকে ৫° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে সর্বাধিক পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়।
মহাদেশ অনুসারে, এশিয়া মহাদেশে সর্বাধিক পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। Ramsar Convention -এর তথ্যমতে, বিশ্বের মোট ম্যানগ্রোভ অরণ্যের ৩৮.৭% এশিয়া মহাদেশে রয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন (ভারত ও বাংলাদেশ), যার ক্ষেত্রমান প্রায় ১০,০০০ বর্গকিমি। বিশ্বের সর্বাধিক পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ইন্দোনেশিয়া-তে। বিশ্বের মোট ম্যানগ্রোভ অরণ্যের ১৯% ইন্দোনেশিয়াতে রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য ম্যানগ্রোভ অরণ্যযুক্ত দেশগুলি হল — ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মেক্সিকো, অষ্ট্রেলিয়া ইত্যাদি। ম্যানগ্রোভ অরণ্যের প্রধান উদ্ভিদগুলি হল — সুন্দরী, গরান, গেঁওয়া, কেওড়া, পশুর, কাঁকড়া, বাইন, ধুন্দুল ইত্যাদি।
Pingback: International Tiger Day - ভূগোলিকা-Bhugolika