Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

এপ্রিল

International Dance Day

আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day)

International Dance Day

আজ ২৯ শে এপ্রিল (29 April), আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day)। প্রতি বছর ২৯ শে এপ্রিল তারিখটি আন্তর্জাতিক নৃত্য দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৮ সালে ইউনেস্কো (UNESCO) -এর উদ্যোগে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (International Theatre Institute) গঠিত হয়। ১৯৭৩ সালে ইউনেস্কো (UNESCO) -এর উদ্যোগে ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিল (International Dance Council) গঠিত হয়। ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (ITI)-এর নৃত্য কমিটি ২৯ শে এপ্রিল তারিখটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে ঘোষণা করে। ১৭২৭ সালের ২৯ শে এপ্রিল ফরাসি নৃত্যশিল্পী জ্যাঁ-জর্জেস নভেরে (Jean-Georges Noverre) জন্মগ্রহণ করেছিলেন, যিনি আধুনিক ব্যালে (Modern Ballet) নৃত্যের জনক রূপে পরিচিত। তাঁরই জন্মদিনে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। ১৯৮২ সালের ২৯ শে এপ্রিল প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। আন্তর্জাতিক নৃত্য দিবসের লক্ষ্য হল নৃত্য শিল্পকলার প্রচারণা, নৃত্য শিল্পকলার সর্বজনীনতা উদযাপন এবং সমস্ত রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত বাধা অতিক্রম করে নৃত্যের মাধ্যমে মানুষকে একত্রিত করা। আন্তর্জাতিক নৃত্য দিবস পালনের উদ্দেশ্য হল : এক শিল্পকলা, সাংস্কৃতিক প্রকাশের মাধ্যম ও এক শিক্ষামূলক সাধনী হিসাবে নৃত্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

নৃত্য (Dance) হল একপ্রকার চারুকলা বা ললিতকলা (Fine Arts) এবং পরিবেশন শিল্পকলা (Performing Arts)। মানুষের একপ্রকার মনোজাগতিক প্রকাশভঙ্গি হল নৃত্য। যে সামাজিক, ধর্মীয়, মনোরঞ্জনমূলক প্রকাশভঙ্গিতে ভাবাশ্রয়ী, লীলায়িত অঙ্গভঙ্গির দ্বারা গীত ও বাদ্যের ছন্দের মাধ্যমে চিত্রকল্প প্রদর্শিত করে, তাকে নৃত্য বলে। নৃত্য শিল্পকলার বৈশিষ্ট্যগুলি হল – (১) নৃত্য মানুষের এক প্রাগৈতিহাসিক শিল্পকলা। (২) নৃত্য মানুষের নান্দনিকতা, আবেগ ও অনুভূতির প্রকাশ মাধ্যম। (৩) নৃত্য সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। (৪) নৃত্য শিল্পকলাতে স্বতন্ত্র, বৈচিত্র্যময় পোশাক ও সাজসজ্জা দেখা যায়। (৫) দক্ষতা ও অভিব্যক্তিপূর্ণ নৃত্য আনন্দ ও বিনোদনের এক মাধ্যম। বৈশিষ্ট্য অনুসারে, নৃত্যকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায় – (১) ধ্রুপদী নৃত্য (Classical Dance) (২) আদিবাসী নৃত্য (Tribal Dance) (৩) লোক নৃত্য (Folk Dance) ও (৪) আধুনিক নৃত্য (Modern Dance)। এছাড়া নৃত্যশিল্পীর সংখ্যা অনুসারে, নৃত্য প্রধানত ৩ প্রকার — (১) একক নৃত্য (Solo Dance) (২) দ্বৈত নৃত্য বা যুগ্ম নৃত্য (Duet Dance) ও (৩) দল নৃত্য (Group Dance)।

ভারতের সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত ৮ টি ধ্রুপদী নৃত্য রয়েছে। এগুলি হল — ভরতনাট্যম (Bharatanatyam), কত্থক (Kathak), কথাকলি (Kathakali), কুচিপুড়ি (Kuchipudi), ওড়িশি (Odissi), মণিপুরি (Manipuri), মোহিনীঅট্টম (Mohiniyattam) ও সত্রীয়া (Sattriya)। এছাড়া ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ছৌ (Chhau) নৃত্যকেও ধ্রুপদী নৃত্যের মর্যাদা দিয়েছে। ভারতের কয়েকটি বিখ্যাত লোক নৃত্য হল — বিহু (আসাম), গরবাডান্ডিয়া (গুজরাট), ছৌ (ঝাড়খন্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ), ঘুমর (রাজস্থান), গম্ভীরা (পশ্চিমবঙ্গ) ইত্যাদি। কয়েকটি পাশ্চাত্য লোক নৃত্যের উদাহরণ — পলকা (চেক প্রজাতন্ত্র), গাভোটে (ফ্রান্স), ফারলানা (ইতালি), রিল (স্কটল্যান্ড), ফ্লেমেঙ্কো (স্পেন) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব ম্যালেরিয়া দিবস

2 thoughts on “International Dance Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!