Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

International Cat Day

আন্তর্জাতিক বিড়াল দিবস (International Cat Day)

International Cat Day

আজ ৮ ই আগস্ট (8 August), আন্তর্জাতিক বিড়াল দিবস (International Cat Day)। প্রতি বছর ৮ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক বিড়াল দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০২ সালে International Fund for Animal Welfare (IFAW) সংস্থার উদ্যোগে ৮ ই আগস্ট তারিখটি আন্তর্জাতিক বিড়াল দিবস হিসাবে গৃহীত হয় এবং ২০০২ সালের ৮ ই আগস্ট প্রথমবার আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়। ২০২০ সাল থেকে International Cat Care সংস্থার তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিড়াল দিবস পালিত হয়। আন্তর্জাতিক বিড়াল দিবস পালনের উদ্দেশ্য হল : গার্হস্থ্য বিড়াল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং গার্হস্থ্য বিড়ালের সুরক্ষা সম্পর্কে অবগত করা।

বিড়াল (Cat) অর্থাৎ গার্হস্থ্য বিড়াল (Domestic Cat/House Cat) হল এক গার্হস্থ্য প্রজাতি এবং ছোট মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। গার্হস্থ্য বিড়াল হল ফেলিডি (Felidae) পরিবারের একমাত্র গৃহপালিত প্রজাতি। গার্হস্থ্য বিড়ালের বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটাস (Felis catus)। পৃথিবীতে আনুমানিক ৩৭০ মিলিয়ন পোষা বিড়াল রয়েছে। পোষ্য বিড়ালের কয়েকটি উল্লেখযোগ্য জাত হল — আমেরিকান কার্ল (American Curl), হাইল্যান্ডার (Highlander), জাপানি ববটেইল (Japanese Bobtail), স্কটিশ ফোল্ড (Scottish Fold), মিনস্কিন (Minskin), অস্ট্রেলিয়ান মিস্ট (Australian Mist), চৌসি (Chausie), ড্রাগন লি (Dragon Li), হাভানা ব্রাউন (Havana Brown), কোরাট (Korat) ইত্যাদি।

বিড়াল পালনের উপকারিতা — (১) গবেষণায় দেখা গেছে, পোষ্য বিড়ালের সান্নিধ্য মানসিক চাপ কমাতে সাহায্য করে। (২) যারা একাকীত্ব বোধ করেন, তাদের জন্য বিড়াল এক বিশেষ সঙ্গী হিসাবে কাজ করে। (৩) বিড়ালের সঙ্গ উপভোগ করার সময় রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল থাকে, যা পরোক্ষভাবে হৃদরোগের ঝুঁকি কমায়। (৪) বিড়াল পালনের মাধ্যমে দায়িত্বশীলতার অনুভূতি পাওয়া যায়, যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সহায়ক হয়। (৫) বিড়ালের খেলাধূলা, চঞ্চলতা ও মজার মজার কাজ আপনার জন্য একটি বিনোদনের উৎস হিসাবে বিবেচিত হয়। বিড়াল পালনের অপকারিতা — (১) অনেকের বিড়ালের লোম বা ত্বক থেকে অ্যালার্জি এবং বিড়ালের লোম, ত্বকের খোসা বা লালাস্রাব (লালা) থেকে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হয়। (২) পোষা বিড়াল তাদের স্বাভাবিক আচরণের অংশ হিসাবে প্রায়শই ঘরের আসবাবপত্র, কার্পেট বা অন্যান্য জিনিসের ক্ষতি করে থাকে। (৩) বিড়াল থেকে কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যেমন : বিড়ালের টক্সোপ্লাজমোসিস নামক এক ধরনের সংক্রমণ রয়েছে, যা মানুষের জন্য ক্ষতিকর। (৪) বিড়াল পালনের জন্য খাবার, চিকিৎসা, ভ্যাকসিন ও অন্যান্য সরঞ্জাম আপনার ওপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। (৫) বিড়াল প্রায় ১৫-২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তাই বিড়ালকে পরিচর্যা করা ও দেখভাল করা এক দীর্ঘমেয়াদী দায়িত্ব।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : জাতীয় হস্তচালিত তাঁত দিবস

One thought on “International Cat Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!