International Asteroid Day
আন্তর্জাতিক গ্রহাণু দিবস (International Asteroid Day)
আজ ৩০ শে জুন (30 June), আন্তর্জাতিক গ্রহাণু দিবস (International Asteroid Day)। প্রতি বছর ৩০ শে জুন তারিখটি আন্তর্জাতিক গ্রহাণু দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ ই ফেব্রুয়ারি তারিখে রাশিয়ার চেলিয়াবিনস্কে এক উল্কা বিস্ফোরণ ঘটে, যা চেলিয়াবিনস্ক ঘটনা (Chelyabinsk Event) নামে পরিচিত। এরপরই ২০১৪ সালে আন্তর্জাতিক গ্রহাণু সতর্কতা নেটওয়ার্ক (International Asteroid Warning Network) সংস্থা গঠিত হয়। ২০১৪ সালের ৩ রা ডিসেম্বর ‘100X Declaration‘ শীর্ষক ঘোষণাতে গ্রহাণু দিবস (Asteroid Day) পালনের প্রস্তাব গৃহীত হয়। ২০১৫ সালের ৩০ শে জুন প্রথমবার গ্রহাণু দিবস পালিত হয়। ২০১৬ সালের ৬ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৩০ শে জুন তারিখটি আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসাবে ঘোষণা করে। উল্লেখ্য, ১৯০৮ সালের ৩০ শে জুন রাশিয়াতে এক বৃহৎ উল্কা বিস্ফোরণ ঘটেছিল, যা টুঙ্গুস্কা ঘটনা (Tunguska Event) নামে পরিচিত। ২০১৭ সালের ৩০ শে জুন প্রথমবার রাষ্ট্রসংঘ স্বীকৃত আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালিত হয়। আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালনের উদ্দেশ্য হল : গ্রহাণুর আঘাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নিয়ার-আর্থ অবজেক্ট (Near-Earth Object) সম্পর্কিত বিপদের ক্ষেত্রে বৈশ্বিক স্তরে গৃহীত সংকটকালীন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করা।
প্রধানত পাথর দ্বারা গঠিত যেসব ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তু (সাধারণত উল্কাপিন্ডের চেয়ে আকারে বড়ো হয় কিন্তু গ্রহ, বামন গ্রহ বা ধূমকেতু হিসাবে চিহ্নিত নয়) নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করে, তাদের গ্রহাণু (Asteroid) বলে। গ্রহাণুগুলি হল আদিগ্রহীয় চাকতির (Protoplanetary Disc) অবশিষ্টাংশ। আমাদের সৌরজগৎ-এ জ্ঞাত গ্রহাণুর সংখ্যা ১০ লক্ষ, যার বেশিরভাগই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণু বলয় (Asteroid Belt) -এ রয়েছে। সকল গ্রহাণুর মোট ভর পৃথিবীর উপগ্রহ চাঁদের ভরের মাত্র ৩.২৫%। অধিকাংশ গ্রহাণু ৩ থেকে ৬ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে থাকে। আমাদের সৌরজগৎ-এর বৃহত্তম গ্রহাণু হল সেরেস (Ceres), যা বর্তমানে বামন গ্রহ (Dwarf Planet) হিসাবে স্বীকৃতি লাভ করেছে।
উপাদান অনুসারে, গ্রহাণুকে প্রধানত তিনটি গোষ্ঠীতে বিভক্ত করা হয় — (১) C-প্রকার গ্রহাণু (C-Type Asteroid) : অর্থাৎ কার্বন সমৃদ্ধ গ্রহাণু। জ্ঞাত গ্রহাণুর ৭৫% এই প্রকার গ্রহাণু। উদাহরণ — বেন্নু (Bennu)। (২) M-প্রকার গ্রহাণু (M-Type Asteroid) : অর্থাৎ ধাতু সমৃদ্ধ গ্রহাণু। জ্ঞাত গ্রহাণুর ৮% এই প্রকার গ্রহাণু। উদাহরণ — ১৬ সাইকি (16 Psyche)। (৩) S-প্রকার গ্রহাণু (S-Type Asteroid) : অর্থাৎ সিলিকা সমৃদ্ধ গ্রহাণু। জ্ঞাত গ্রহাণুর ১৭% এই প্রকার গ্রহাণু। উদাহরণ — ৪৩৩ ইরোস (433 Eros)। কয়েকটি বৃহৎ আকৃতির উল্লেখযোগ্য গ্রহাণু হল — ৪ ভেস্টা (4 Vesta), ২ প্যালাস (2 Pallas), ১০ হাইজিয়া (10 Hygiea), ৫২ ইউরোপা (52 Europa), ৮৭ সিলভিয়া (87 Sylvia), ৩ জুনো (3 Juno), ১৯ ফরচুনা (19 Fortuna), ৯৪ অরোরা (94 Aurora), ১০৭ ক্যামিলা (107 Camilla), ৬২৪ হেক্টর (624 Hektor) ইত্যাদি।
Pingback: National Doctors' Day - ভূগোলিকা-Bhugolika