Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

Indian Air Force Day

ভারতীয় বায়ু সেনা দিবস (Indian Air Force Day)

Indian Air Force Day

আজ ৮ ই অক্টোবর (8 October), ভারতীয় বায়ু সেনা দিবস (Indian Air Force Day)। প্রতি বছর ৮ ই অক্টোবর তারিখটি ভারতীয় বায়ু সেনা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ব্রিটিশ শাসনাধীন ভারতে, ১৯৩৩ সালের ১ লা এপ্রিল ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) -এর প্রথম স্কোয়াড্রনের নিযুক্তি হয়েছিল। সেই থেকে প্রতি বছর ১ লা এপ্রিল তারিখটি ভারতীয় বায়ু সেনা দিবস রূপে পালিত হত। ১৯৭৬ সালের ১১ ই মার্চ ভারত সরকার ৮ ই অক্টোবর তারিখটি ভারতীয় বায়ু সেনা দিবস হিসাবে ঘোষণা করে এবং ১৯৭৬ সাল থেকে ৮ ই অক্টোবর তারিখটি ভারতীয় বায়ু সেনা দিবস রূপে পালিত হয়। ৮ ই অক্টোবর তারিখটির তাৎপর্য হল এই যে — ব্রিটিশ শাসনাধীন ভারতে ১৯৩২ সালের ৮ ই অক্টোবর তারিখে ভারতীয় বায়ু সেনা আইন (Indian Air Force Act) কার্যকর করা হয়েছিল। ভারতীয় বায়ু সেনা দিবস পালনের উদ্দেশ্য হল : ভারতীয় বায়ু সেনা প্রতিষ্ঠার স্মরণ করা, সাহস, নিষ্ঠা ও ত্যাগের জন্য ভারতীয় বায়ু সেনাদের প্রতি সম্মান জ্ঞাপন করা, ক্রমবর্ধমান প্রযুক্তিগত অগ্রগতি ও আধুনিকীকরণ প্রদর্শন করা এবং ভারতের যুবসমাজকে ভারতীয় বায়ু সেনাতে যোগদানের জন্য অনুপ্রাণিত করা। ভারতীয় বায়ু সেনা দিবস পালনের লক্ষ্য হল : ভারতের আকাশ সুরক্ষায় ও জাতীয় নিরাপত্তায় ভারতীয় বায়ু সেনা (IAF)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান তুলে ধরা এবং জাতীয় গর্ব, ঐক্য ও দেশপ্রেমকে উৎসাহিত করা।

ভারতীয় সামরিক বাহিনী (Indian Armed Force) -এর বায়ু শাখা হল ভারতীয় বায়ু সেনা (Indian Air Force)। ব্রিটিশ শাসনাধীন ভারতে, ১৯৩২ সালের ৮ ই অক্টোবর তারিখে ব্রিটিশ যুক্তরাজ্যের রাজকীয় বায়ু সেনা (Royal Air Force) -এর সহায়ক বিমানবাহিনী হিসাবে ভারতীয় বায়ু সেনা স্থাপিত হয়। ভারতের রাষ্ট্রপতি (President of India) হলেন ভারতীয় বায়ু সেনার সর্বাধিনায়ক (Supreme Commander) এবং এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) হলেন ভারতীয় বায়ু সেনা প্রধান (Chief of the Air Staff)। ভারতীয় বায়ু সেনার নীতিবাক্য (Motto) হল ‘নভঃ স্পৃশং দীপ্তম্‘ (Touch the Sky with Glory)। ভারতীয় বায়ু সেনার সদরদপ্তর হল নিউদিল্লি। বর্তমানে (২০২৫) ভারতীয় বায়ু সেনার ৭ টি কমান্ড (৫ টি অপারেশনাল কমান্ড ও ২ টি ফাংশনাল কমান্ড) রয়েছে। ভারতীয় বায়ু সেনার ৫ টি অপারেশনাল কমান্ড হল — সেন্ট্রাল এয়ার কমান্ড (সদরদপ্তর : প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ), ইস্টার্ন এয়ার কমান্ড (সদরদপ্তর : শিলং, মেঘালয়), সাউদার্ন এয়ার কমান্ড (সদরদপ্তর : তিরুবনন্তপুরম, কেরালা), সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড (সদরদপ্তর : গান্ধীনগর, গুজরাট), ওয়েস্টার্ন এয়ার কমান্ড (সদরদপ্তর : নিউদিল্লি) এবং ২ টি ফাংশনাল কমান্ড হল — ট্রেনিং কমান্ড (সদরদপ্তর : বেঙ্গালুরু, কর্ণাটক) এবং মেইনটেনেন্স কমান্ড (সদরদপ্তর : নাগপুর, মহারাষ্ট্র)।

ভারতীয় বায়ু সেনা হল বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ু সেনা (World’s Fourth-Largest Air Force)। বর্তমানে (২০২৫) ভারতীয় বায়ু সেনার সক্রিয় কর্মীসংখ্যা ১.৩৫ লক্ষ এবং রক্ষিত কর্মীসংখ্যা ১.৪০ লক্ষ। বর্তমানে (২০২৫) ভারতীয় বায়ু সেনার আকাশযান (Aircraft)-এর সংখ্যা ১৭১৬ টি (সূত্র : WDMMA)। বর্তমানে ভারতীয় বায়ু সেনার কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধবিমান হল — দাসো রাফাল (Dassault Rafale), সুখোই সু-৩০এমকেআই (Sukhoi Su-30MKI), হ্যাল তেজস (HAL Tejas), দাসো মিরাজ ২০০০ (Dassault Mirage 2000), সেপেক্যাট জাগুয়ার (SEPECAT Jaguar) ইত্যাদি। ভারতীয় বায়ু সেনার কয়েকটি উল্লেখযোগ্য হেলিকপ্টার হল — বোয়িং সিএইচ-৪৭ চিনুক (Boeing CH-47 Chinook), হ্যাল ধ্রুব (HAL Dhruv), হ্যাল চেতক (HAL Chetak), হ্যাল চিতা (HAL Cheetah), হ্যাল প্রচন্ড (HAL Prachand) ইত্যাদি। ভারতীয় বায়ু সেনার কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হল — ভারতীয় বায়ু সেনা একাডেমি (দুন্দিগাল, তেলঙ্গানা), ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুল (তাম্বরম, তামিলনাড়ু), এয়ার ফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ (কোয়েম্বাটুর, তামিলনাড়ু), এয়ার ফোর্স টেকনিক্যাল কলেজ (বেঙ্গালুরু, কর্ণাটক), কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার (সেকেন্দ্রাবাদ, তেলঙ্গানা) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব কার্পাস দিবস

One thought on “Indian Air Force Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!