Important Waterfalls of India
ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত
ভূগোলিকা-Bhugolika -এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams) -তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল : Important Waterfalls of India । এই পোস্টের মাধ্যমে আপনি ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করবেন।
ভারত পৃথিবীর একটি জলপ্রপাত সমৃদ্ধ দেশ। ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of India) হল কর্ণাটক রাজ্যের কুঞ্চিকল জলপ্রপাত (Kunchikal Falls), যার উচ্চতা ৪৫৫ মিটার। আঞ্চলিক বিভাগ অনুসারে, উত্তর ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of Northern India) হল হিমাচল প্রদেশ রাজ্যের পলানী জলপ্রপাত (Palani Falls), যার উচ্চতা ১৫০ মিটার। দক্ষিণ ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of Southern India) হল কর্ণাটক রাজ্যের কুঞ্চিকল জলপ্রপাত (Kunchikal Falls), যার উচ্চতা ৪৫৫ মিটার। পশ্চিম ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of Western India) হল গোয়া রাজ্যের দুধসাগর জলপ্রপাত (Dudhsagar Falls), যার উচ্চতা ৩১০ মিটার। পূর্ব ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of Eastern India) হল ওড়িশা রাজ্যের বরেহিপানি জলপ্রপাত (Barehipani Falls), যার উচ্চতা ৩৯৯ মিটার। মধ্য ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of Central India) হল মধ্যপ্রদেশ রাজ্যের বহুতী জলপ্রপাত (Bahuti Falls), যার উচ্চতা ১৯৮ মিটার। উত্তর-পূর্ব ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of North-Eastern India) হল মেঘালয় রাজ্যের নোহ্কলিকাই জলপ্রপাত (Nohkalikai Falls), যার উচ্চতা ৩৪০ মিটার।
উল্লেখ্য, চিত্রকূট জলপ্রপাত ‘ভারতের নায়াগ্রা’ (Niagara of India) নামে পরিচিত। এছাড়া অহর্বল জলপ্রপাত ‘কাশ্মীরের নায়াগ্রা’ (Niagara of Kashmir), বোগাথা জলপ্রপাত ‘তেলঙ্গানার নায়াগ্রা’ (Niagara of Telangana), পানীমূর জলপ্রপাত ‘অসমের নায়াগ্রা’ (Niagara of Assam), অথিরাপল্লী জলপ্রপাত ‘কেরালার নায়াগ্রা’/’দক্ষিণ ভারতের নায়াগ্রা’ (Niagara of Kerala/Niagara of Southern India), গুন্ডিচা ঘাঘি জলপ্রপাত ‘ওড়িশার নায়াগ্রা’ (Niagara of Odisha), হোগেনক্কল জলপ্রপাত ‘তামিলনাড়ুর নায়াগ্রা’ (Niagara of Tamil Nadu), গোকাক জলপ্রপাত ‘কর্ণাটকের নায়াগ্রা’ (Niagara of Karnataka), দভোসা জলপ্রপাত ‘মহারাষ্ট্রের নায়াগ্রা’ (Niagara of Maharashtra), মিরচৈয়া জলপ্রপাত ‘ঝাড়খন্ডের নায়াগ্রা’ (Niagara of Jharkhand) নামে পরিচিত।
(Important Waterfalls of India)
[জলপ্রপাত — উচ্চতা — নদী — রাজ্য]
(১) কুঞ্চিকল জলপ্রপাত (Kunchikal Falls) — ৪৫৫ মিটার — বরাহি নদী — কর্ণাটক
(২) পলানী জলপ্রপাত (Palani Falls) — ১৫০ মিটার — *** — হিমাচল প্রদেশ
(৩) দুধসাগর জলপ্রপাত (Dudhsagar Falls) — ৩১০ মিটার — মান্ডবী নদী — গোয়া
(৪) বরেহিপানি জলপ্রপাত (Barehipani Falls) — ৩৯৯ মিটার — বুড়িবালাম নদী — ওড়িশা
(৫) নোহ্কলিকাই জলপ্রপাত (Nohkalikai Falls) — ৩৪০ মিটার — *** — মেঘালয়
(৬) বহুতী জলপ্রপাত (Bahuti Falls) — ১৯৮ মিটার — নিহাই/সেলার নদী — মধ্যপ্রদেশ
(৭) ইথিপোথলা জলপ্রপাত (Ethipothala Falls) — ২১ মিটার — চন্দ্রবঙ্কা নদী — অন্ধ্রপ্রদেশ
(৮) তালকোনা জলপ্রপাত (Talakona Falls) — ৮২ মিটার — সিলেরু নদী — অন্ধ্রপ্রদেশ
(৯) নুরানাং/বং বং জলপ্রপাত (Nuranag/Bong Bong Falls) — ১০০ মিটার — নুরানাং নদী — অরুণাচল প্রদেশ
(১০) পানীমূর জলপ্রপাত (Panimur Falls) — ৩০ মিটার — কপিলি নদী — অসম
(১১) আকাশিগঙ্গা জলপ্রপাত (Akashiganga Falls) — ৪৩ মিটার — ***— অসম
(১২) করকট জলপ্রপাত (Karkat Falls) — ৩০ মিটার— কর্মনাশা নদী — বিহার
(১৩) ককোলত জলপ্রপাত (Kakolat Falls) — ৫০ মিটার — লোহবর নদী — বিহার
(১৪) চিত্রকূট জলপ্রপাত (Chitrakoot Falls) — ২৯ মিটার — ইন্দ্রবতী নদী — ছত্তিশগড়
(১৫) তীরথগড় জলপ্রপাত (Teerathgarh Falls) — ৯১ মিটার — কাঙ্গের নদী — ছত্তিশগড়
(১৬) নিনাই জলপ্রপাত (Ninai Falls) — ৯ মিটার— নর্মদা নদী — গুজরাট
(১৭) হাথনী মাতা জলপ্রপাত (Hathni Mata Falls) — ৩০ মিটার — *** — গুজরাট
(১৮) অহর্বল জলপ্রপাত (Aharbal Falls) — ২৫ মিটার — ভেশো নদী — জম্মু ও কাশ্মীর
(১৯) দশম জলপ্রপাত (Dassam Falls) — ৪৪ মিটার — কাঞ্চি নদী — ঝাড়খন্ড
(২০) হুড্রু জলপ্রপাত (Hundru Falls) — ৯৮ মিটার — সুবর্ণরেখা নদী — ঝাড়খন্ড
(২১) জোনহা জলপ্রপাত (Jonha Falls) — ৪৩ মিটার — গুঙ্গা নদী — ঝাড়খন্ড
(২২) লোধ জলপ্রপাত (Lodh Falls) — ১৪৩ মিটার — বুড়াঘাঘ নদী — ঝাড়খন্ড
(২৩) মিরচৈয়া জলপ্রপাত (Mirchaiya Waterfall) — ২৪ মিটার — *** — ঝাড়খন্ড
(২৪) হিরনী জলপ্রপাত (Hirni Falls) — ৩৭ মিটার — রামগড় নদী — ঝাড়খন্ড
(২৫) উস্রি জলপ্রপাত (Ushri Falls) — ১২ মিটার — উস্রি নদী — ঝাড়খন্ড
(২৬) সীতা জলপ্রপাত (Sita Falls) — ৪৪ মিটার — রাধু নদী — ঝাড়খন্ড
(২৭) সাদনি জলপ্রপাত (Sadni Falls) — ৬১ মিটার — শঙ্খ নদী — ঝাড়খন্ড
(২৮) রাজরাপ্পা জলপ্রপাত (Rajrappa Falls) — ৯ মিটার — ভৈরবী নদী — ঝাড়খন্ড
(২৯) শিবসমুদ্রম জলপ্রপাত (Shivanasamudra Falls) — ৯৮ মিটার — কাবেরী নদী — কর্ণাটক
(৩০) মাগোদ জলপ্রপাত (Magod Falls) — ২০০ মিটার — গঙ্গাবলী নদী — কর্ণাটক
(৩১) যোগ/গেরসোপ্পা জলপ্রপাত (Jog/Gersoppa Falls) — ২৫৩ মিটার — শরাবতী নদী — কর্ণাটক
(৩২) হেব্বে জলপ্রপাত (Hebbe Falls) — ১৬৮ মিটার — ভদ্রা নদী — কর্ণাটক
(৩৩) বরকনা জলপ্রপাত (Barkana Falls) — ২৫৯ মিটার — সীতা নদী — কর্ণাটক
(৩৪) শিবগঙ্গা জলপ্রপাত (Shivaganga Falls) — ৭৪ মিটার — শালমালা নদী — কর্ণাটক
(৩৫) লালগুলি জলপ্রপাত (Lalguli Falls) — ৭৬ মিটার — কালী নদী — কর্ণাটক
(৩৬) গোকাক জলপ্রপাত (Gokak Falls) — ৫২ মিটার — ঘাটপ্রভা নদী — কর্ণাটক
(৩৭) ইরুপু/লক্ষ্মণ তীর্থ জলপ্রপাত (Irupu/Lakshmana Tirtha Falls) — ৫২ মিটার — লক্ষ্মণ তীর্থ নদী — কর্ণাটক
(৩৮) অথিরাপল্লী জলপ্রপাত (Athirappilly Falls) — ২৫ মিটার — চালকুড়ি নদী — কেরালা
(৩৯) মীনমুট্টি জলপ্রপাত (Meenmutty Falls) — ৩০০ মিটার — *** — কেরালা
(৪০) সোচিপারা জলপ্রপাত (Soochipara Falls) — ২০০ মিটার — *** — কেরালা
(৪১) পালরুবী জলপ্রপাত (Palaruvi Falls) —৯১ মিটার — কল্লড়া নদী — কেরালা
(৪২) চচাই জলপ্রপাত (Chachai Falls) — ১৩০ মিটার — বিহড় নদী — মধ্যপ্রদেশ
(৪৩) ধুঁয়াধার জলপ্রপাত (Dhuandhar Falls) — ৩০ মিটার — নর্মদা নদী — মধ্যপ্রদেশ
(৪৪) কেওটি জলপ্রপাত (Keoti Falls) — ৯৮ মিটার — মহানা নদী — মধ্যপ্রদেশ
(৪৫) পাতালপানি জলপ্রপাত (Patalpani Falls) — ৯১ মিটার — চোরল নদী — মধ্যপ্রদেশ
(৪৬) রজত জলপ্রপাত (Silver Falls) — ১০৭ মিটার— *** — মধ্যপ্রদেশ
(৪৭) রানে জলপ্রপাত (Raneh Falls) — ৩০ মিটার — কেন নদী — মধ্যপ্রদেশ
(৪৮) দভোসা জলপ্রপাত (Dabhosa Falls) — ৯১ মিটার — লেন্দি নদী — মহারাষ্ট্র
(৪৯) কুনে জলপ্রপাত (Kune Falls) — ২০০ মিটার — উলহাস নদী — মহারাষ্ট্র
(৫০) থোসেঘর জলপ্রপাত (Thoseghar Falls) — ২০০ মিটার — থোসেঘর নদী — মহারাষ্ট্র
(৫১) বজরাই জলপ্রপাত (Vajrai Falls) — ২৬০ মিটার — উর্মোদি নদী — মহারাষ্ট্র
(৫২) লিঙ্গমালা জলপ্রপাত (Lingamala Falls)— ১৯০ মিটার — ভেন্না নদী — মহারাষ্ট্র
(৫৩) বিশপ জলপ্রপাত (Bishop Falls) — ১৩৫ মিটার — উমসিরপি নদী — মেঘালয়
(৫৪) কিনরেম জলপ্রপাত (Kynrem Falls) — ৩০৫ মিটার — কিনরেম নদী — মেঘালয়
(৫৫) ল্যাংশিয়াং জলপ্রপাত (Langshiang Falls) — ৩৩৭ মিটার — কিনশি নদী — মেঘালয়
(৫৬) নোহ্সংগিথিয়াং/সেভেন সিস্টার্স জলপ্রপাত (Nohsngithiang/Seven Sisters Falls) — ৩১৫ মিটার — *** — মেঘালয়
(৫৭) বানতাংগ জলপ্রপাত (Vantawng Falls) — ২৩০ মিটার — বানবা নদী — মিজোরাম
(৫৮) ডুডুমা জলপ্রপাত (Duduma Falls) — ১৭৫ মিটার — মচকুন্দ নদী — ওড়িশা
(৫৯) জোরান্ডা জলপ্রপাত (Joranda Falls) — ১৫০ মিটার — *** — ওড়িশা
(৬০) খন্ডাধার জলপ্রপাত (Khandadhar Falls) — ২৪৪ মিটার — কোরাপানি নদী — ওড়িশা
(৬১) কোইলিঘুগার জলপ্রপাত (Koilighugar Falls) — ৬১ মিটার — অহিরাজ নদী — ওড়িশা
(৬২) মেনাল জলপ্রপাত (Menal Falls) — ৪৬ মিটার — মেনালি নদী — রাজস্থান
(৬৩) ক্যাথেরিন জলপ্রপাত (Catherine Falls) — ৭৬ মিটার — কল্লার নদী — তামিলনাড়ু
(৬৪) কিলিয়ুর জলপাই (Kiliyur Falls) — ৯১ মিটার — *** — তামিলনাড়ু
(৬৫) কোলাকাম্বাই জলপ্রপাত (Kolakambai Falls) — ১২০ মিটার — কোলাকাম্বাই নদী — তামিলনাড়ু
(৬৬) থলাইয়ার জলপ্রপাত (Thalaiyar Falls) — ২৯৭ মিটার — মঞ্জালার নদী — তামিলনাড়ু
(৬৭) কোর্টালম জলপ্রপাত (Courtallam Falls) — ১৬৭ মিটার — চিত্তর নদী — তামিলনাড়ু
(৬৮) পাইকারা জলপ্রপাত – উর্দ্ধ ও নিম্ন (Pykara Falls – Upper & Lower) — ৬১ এবং ৫৫ মিটার — পাইকারা নদী — তামিলনাড়ু
(৬৯) হোগেনক্কল জলপাই (Hogenakkal Falls) — ২০ মিটার — কাবেরী নদী — তামিলনাড়ু
(৭০) কুন্তল জলপ্রপাত (Kuntala Falls) — ৪৫ মিটার — কদম নদী — তেলঙ্গানা
(৭১) বোগাথা জলপ্রপাত (Bogatha Falls) — ৯ মিটার — চিকুপল্লী নদী — তেলঙ্গানা
(৭২) লখনিয়া দরী জলপ্রপাত (Lakhaniya Dari Waterfall) — ১৫০ মিটার — *** — উত্তরপ্রদেশ
(৭৩) বসুধারা জলপ্রপাত (Vasudhara Falls) — ১২০ মিটার — *** — উত্তরাখন্ড
(৭৪) কেম্পটি জলপ্রপাত (Kempty Falls) —১২ মিটার — *** — উত্তরাখন্ড
(৭৫) ছাঙ্গে জলপ্রপাত (Changey Falls) —১২৩ মিটার — *** — পশ্চিমবঙ্গ
*** কোনো নদী বা স্বীকৃতিপ্রাপ্ত নদীর ওপর গড়ে ওঠেনি।
(Important Waterfalls of India)
(Important Waterfalls of India)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]
খুব সুন্দর। এই ধরনের আরো কিছু পোস্ট করবেন। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইল স্যার।
ধন্যবাদ ❤️
Pingback: List of Pen Names of Bengali Authors - ভূগোলিকা-Bhugolika
Pingback: Topic - Ophiolite - ভূগোলিকা-Bhugolika