Foliated & Non-Foliated Metamorphic Rocks
স্তরীভূত ও অস্তরীভূত রূপান্তরিত শিলা (Foliated & Non-Foliated Metamorphic Rocks)
আপনাকে ভূগোলিকা-Bhugolika -এর ‘ভূগোল বিচিত্রা’ বিভাগে স্বাগত জানাই। আজকের পোস্ট : স্তরীভূত ও অস্তরীভূত রূপান্তরিত শিলা (Foliated & Non-Foliated Metamorphic Rocks)।
▶️▶️▶️ আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ ও তাপের কারণে রাসায়নিক বিক্রিয়ার ফলে অর্থাৎ রূপান্তর (Metamorphism) প্রক্রিয়াতে পূর্বেকার তুলনায় আরও কঠিন ও কেলাসিত যে শিলা সৃষ্টি করে, তাকে রূপান্তরিত শিলা (Metamorphic Rocks) বলে। রূপান্তরিত শিলাকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয় — (১) স্তরীভূত রূপান্তরিত শিলা ও (২) অস্তরীভূত রূপান্তরিত শিলা। নিচে স্তরীভূত ও অস্তরীভূত রূপান্তরিত শিলা সম্পর্কে আলোচনা করা হল।
(১) স্তরীভূত রূপান্তরিত শিলা (Foliated Metamorphic Rocks) : পুনঃকেলাসীভবন (Recrystallization) -এর সময় বিষম পীড়নের কারণে যে রূপান্তরিত শিলাতে খনিজগুলি স্তরে স্তরে সজ্জিত থাকে, তাকে স্তরীভূত রূপান্তরিত শিলা বলে।
বৈশিষ্ট্য : স্তরীভূত রূপান্তরিত শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) অস্তরীভূত রূপান্তরিত শিলার তুলনায় জটিল গঠন বিন্যাস দেখা যায়।
(II) উষ্ণতা ও চাপের তারতম্যে অনেক নতুন খনিজের সৃষ্টি হয়।
(III) স্তরীভূত বা পত্রায়িত (Foliated) গ্রথন দেখা যায়।
উদাহরণ : স্তরীভূত রূপান্তরিত শিলার উদাহরণ হল — শ্লেট, ফিলাইট, শিস্ট, নিস্, অ্যাম্ফিবোলাইট ইত্যাদি।
(২) অস্তরীভূত রূপান্তরিত শিলা (Non-Foliated Metamorphic Rocks) : পুনঃকেলাসীভবন (Recrystallization) -এর সময় সম পীড়নের কারণে যে রূপান্তরিত শিলাতে খনিজগুলি এলোমেলো ভাবে সজ্জিত থাকে, কোনো সুস্পষ্ট স্তরবিন্যাস তৈরি করে না, তাকে অস্তরীভূত রূপান্তরিত শিলা বলে।
বৈশিষ্ট্য : অস্তরীভূত রূপান্তরিত শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) স্তরীভূত রূপান্তরিত শিলার তুলনায় সহজ গঠন বিন্যাস দেখা যায়।
(II) উষ্ণতা ও চাপের তারতম্যে কোনো নতুন খনিজের সৃষ্টি হয় না।
(III) অস্তরীভূত (Non-Foliated), দানাদার (Granular) গ্রথন দেখা যায়।
উদাহরণ : অস্তরীভূত রূপান্তরিত শিলার উদাহরণ হল — মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, হর্নফেলস্, গ্রিনস্টোন ইত্যাদি।
SSC Upper Primary TET Social Studies (Bengali Version)
ভূগোল বিচিত্রা : সংঘাত ও অসংঘাত শিলা
ভূগোল বিচিত্রা : লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা
ভূগোল বিচিত্রা : পাতালিক ও উপ-পাতালিক শিলা
ভূগোল বিচিত্রা : উদবেধী ও নিঃসারী শিলা
ভূগোল বিচিত্রা : ফ্লিশ এবং মোলাস
ভূগোল বিচিত্রা : প্রসঙ্গ – বিযুক্তিরেখা