Constitution Day
সংবিধান দিবস (Constitution Day)

আজ ২৬ শে নভেম্বর (26 November), সংবিধান দিবস (Constitution Day), যা জাতীয় আইন দিবস (National Law Day) নামেও পরিচিত। প্রতি বছর ভারতে ২৬ শে নভেম্বর তারিখটি সংবিধান দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর তারিখে ভারতের গণপরিষদ (Constituent Assembly of India) কর্তৃক ভারতের সংবিধান (Constitution of India) গৃহীত হয়েছিল। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান (Constitution of India) কার্যকর করা হয়। ২০১৫ সালের ১১ ই অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ শে নভেম্বর তারিখটি সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন। ২০১৫ সালের ১৯ শে নভেম্বর তারিখে ভারত সরকার ভারতের রাজপত্র (The Gazette of India) -তে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৬ শে নভেম্বর তারিখটি সংবিধান দিবস রূপে ঘোষণা করে। ২০১৫ সালের ২৬ শে নভেম্বর প্রথমবার সংবিধান দিবস পালিত হয়। সংবিধান দিবস পালনের উদ্দেশ্য হল : ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মতো সাংবিধানিক মূল্যবোধের প্রচার করা ; সংবিধানের নীতি, মৌলিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ; সংবিধান রচনায় ভারতের গণপরিষদ এবং ডঃ বি.আর. আম্বেদকরের অবদানকে সম্মান জ্ঞাপন করা ; নাগরিকদের গণতন্ত্রের চালিকা শক্তি ও শাসনব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ হিসাবে সংবিধানকে সমুন্নত রাখতে উৎসাহিত করা।
ভারতের সংবিধান (Constitution of India) হল ভারতের সর্বোচ্চ আইনি নথি এবং বিশ্বের দীর্ঘতম লিখিত জাতীয় সংবিধান (World’s Longest Written National Constitution)। ১৯৪৭ সালের ২৯ শে আগস্ট ডঃ বি. আর আম্বেদকর (Dr. B. R. Ambedkar) -এর নেতৃত্বে ৭ সদস্যের সংবিধান রচনার খসড়া কমিটি (Drafting Committee) গঠিত হয়। তাই, ডঃ বি. আর আম্বেদকর (১৮৯১-১৯৫৬) -কে ‘ভারতীয় সংবিধানের জনক‘ (Father of the Indian Constitution) বলা হয়। ১৯৪৮ সালের ২১ শে ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের সভাপতির নিকট ভারতের সংবিধানের চূড়ান্ত খসড়া উপস্থাপন করে। ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়। উল্লেখ্য, ভারতের মূল সংবিধানে ৮ টি তপশিল (Schedule), ২২ টি অংশ (Part) এবং ৩৯৫ টি অনুচ্ছেদ (Article) ছিল৷ বর্তমানে ভারতের সংবিধানে ১২ টি তপশিল (Schedule), ২৫ টি অংশ (Part), ৪৪৮ টি অনুচ্ছেদ (Article) এবং ৪ টি পরিশিষ্ট (Appendix) রয়েছে (২০২৫)। ভারতের সংবিধানে বিভিন্ন বিষয়াবলী ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান ও দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুসরণ করে রচিত হয়েছে। ১ লা নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত, ভারতের সংবিধান ১০৬ বার সংশোধন করা হয়েছে।
ভারতের সংবিধানের প্রস্তাবনা (Preamble to the Constitution of India) হল ভারতের সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। এই প্রস্তাবনা ভারতের সংবিধানের মূলনীতি উপস্থাপন করে। বর্তমানে ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে, ভারত হল একটি সার্বভৌম (Sovereign), সমাজতান্ত্রিক (Socialist), ধর্মনিরপেক্ষ (Secular), গণতান্ত্রিক (Democratic), প্রজাতন্ত্র (Republic)। উল্লেখ্য, ১৯৭৬ সালে ৪২-তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা-তে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়। ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি হল — সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এক নাগরিকত্ব, নির্দেশমূলক নীতি, স্বাধীন বিচার বিভাগ, জরুরী অবস্থা, স্থানীয় সরকার, তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণ ইত্যাদি।
Pingback: World AIDS Day - ভূগোলিকা-Bhugolika