Sunday, July 27, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোল বিচিত্রা

Clastic & Non-Clastic Rocks

সংঘাত ও অসংঘাত শিলা (Clastic & Non-Clastic Rocks)

আপনাকে ভূগোলিকা-Bhugolika -এর ‘ভূগোল বিচিত্রা’ বিভাগে স্বাগত জানাই। আজকের পোস্ট : সংঘাত ও অসংঘাত শিলা (Clastic & Non-Clastic Rocks)।

▶️▶️▶️ প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়ে উৎপন্ন পলি সুদীর্ঘকাল ধরে সমুদ্র, হ্রদ বা নিম্নভূমিতে স্তরে স্তরে সঞ্চিত ও দৃঢ় সংবদ্ধ হয়ে যে শিলা গঠিত হয়, তাকে পাললিক শিলা (Sedimentary Rocks) বলে। উৎপত্তির ধরন ও সংশ্লিষ্ট পললের প্রকৃতি অনুসারে পাললিক শিলা দুই প্রকার — সংঘাত শিলা ও অসংঘাত শিলা। নিচে সংঘাত ও অসংঘাত শিলা সম্পর্কে আলোচনা করা হল।

(১) সংঘাত শিলা (Clastic Rocks) : ভূ-আলোড়ন, আবহবিকার ও ক্ষয়ের ফলে সৃষ্ট পলল সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে যে পাললিক শিলা গঠিত হয় অর্থাৎ সংঘাতের ফলে আদি শিলা থেকে সৃষ্ট পলল দ্বারা যে পাললিক শিলা গঠিত হয়, তাকে সংঘাত শিলা (Clastic Rocks) বলে।

বৈশিষ্ট্য : সংঘাত শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) এই প্রকার পাললিক শিলা যান্ত্রিক উপায়ে গঠিত হয়ে থাকে।
(II) এই প্রকার পাললিক শিলা গঠনে পললের রাসায়নিক চরিত্রের পরিবর্তন হয় না।
(III) সংঘাত শিলা প্রধানত দুই প্রকার — কর্করীয় শিলা বা কঙ্করীয় শিলা (Detrital Rocks) ও আগ্নেয় ভগ্ন শিলা বা পাইরোক্লাস্টিক শিলা (Pyroclastic Rocks)।

উদাহরণ : সংঘাত শিলার উদাহরণ হল — বেলেপাথর, কাদাপাথর, শেল, গ্রিট, কংগ্লোমারেট ইত্যাদি।

Clastic & Non-Clastic Rocks

(২) অসংঘাত শিলা (Non-Clastic Rocks) : দ্রবণ থেকে অধোক্ষিপ্ত জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের সংঘবদ্ধতার দ্বারা যে পাললিক শিলা গঠিত হয় অর্থাৎ সংঘাত ব্যতীত অন্য প্রাকৃতিক প্রক্রিয়াতে (জৈব ও রাসায়নিক প্রক্রিয়াতে) যে পাললিক শিলা গঠিত হয়, তাকে অসংঘাত শিলা (Non-Clastic Rocks) বলে।

বৈশিষ্ট্য : অসংঘাত শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) এই প্রকার পাললিক শিলা জৈব ও রাসায়নিক উপায়ে গঠিত হয়ে থাকে।
(II) এই প্রকার পাললিক শিলা গঠনে পললের রাসায়নিক চরিত্রের পরিবর্তন হয়।
(III) অসংঘাত শিলা প্রধানত দুই প্রকার — জৈবিক পাললিক শিলা (Biotic Sedimentary Rocks) ও রাসায়নিক পাললিক শিলা (Chemical Sedimentary Rocks)।

উদাহরণ : অসংঘাত শিলার উদাহরণ হল — চুনাপাথর, ডলোস্টোন, চার্ট, কয়লা, জিপসাম ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

ভূগোল বিচিত্রা : লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা

ভূগোল বিচিত্রা : পাতালিক ও উপ-পাতালিক শিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!