Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MISCELLANEOUS

Bengali Synonym Words

বাংলা সমার্থক শব্দ

ভূগোলিকা-Bhugolika -এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams) -তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল : বাংলা সমার্থক শব্দ (Bengali Synonym Words)। এই পোস্টের মাধ্যমে আপনি বাংলা সমার্থক শব্দের এক বিস্তারিত তালিকা লাভ করবেন।

Bengali Synonym Words

(১) অজ্ঞ — মূর্খ, অজ্ঞানী, নির্বোধ, অশিক্ষিত, বোকা।
(২) অপূর্ব — অভিনব, চমৎকার, আশ্চর্য, অদ্বিতীয়, মৌলিক।
(৩) অঙ্গীকার — প্রতিজ্ঞা, পণ, শপথ, সংকল্প, প্রতিশ্রুতি।
(৪) অকাল — অসময়, দুঃসময়, কালবেলা, দুর্দিন, অবেলা।
(৫) অতীত — পুরাকাল, সেকাল, পূর্বযুগ, তৎকাল, বিগত।
(৬) অত্যাচার — উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন, জুলুম, নিগ্রহ।
(৭) অনন্ত — অশেষ, অসীম, অন্তহীন, অব্যয়, অক্ষয়।
(৮) অনুজ্জ্বল — প্রভাহীন, ম্লান, বিবর্ণ, ম্রিয়মাণ, স্তিমিত।
(৯) অভাব — দীনতা, দৈন্য, দারিদ্র্য, অপ্রতুল, অনটন।
(১০) অলস — কুঁড়ে, শ্রমকাতর, শ্রমবিমুখ, অকর্মা, নিষ্কর্মা।
(১১) অনুরোধ — আবেদন, আর্জি, নিবেদন, উপরোধ, মিনতি।
(১২) অল্প — সামান্য, নগণ্য, কিয়ৎ, ঈষৎ, অনধিক।
(১৩) অপরিচিত — অজানা, অচেনা, অচিন, অজ্ঞাত, অবিদিত।
(১৪) আগুন — অনল, বহ্নি, দহন, পাবক, সর্বভূক, হুতাশন, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
(১৫) অশ্ব — ঘোড়া, ঘোটক, তুরগ, বাজী, হয়, তুরঙ্গ, তুরঙ্গম, টাঙ্গন, সপ্তি, হ্রেষী।
(১৬) অন্ধকার — তিমির, তমসা, তমিস্র, অমানিশা, নিরালোক।
(১৭) আরম্ভ — প্রারম্ভ, সূচনা, ভূমিকা, সূত্রপাত, উপক্রম।
(১৮) আলো — কিরণ, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, অর্চি, প্রভা, ত্বিষা, দীধিতি, বিভা।
(১৯) আকাশ — অম্বর, গগন, ব্যোম, নভ, অন্তরীক্ষ।
(২০) আদেশ — আজ্ঞা, হুকুম, অনুজ্ঞা, নির্দেশ, ফরমায়েশ।
(২১) আনন্দ — খুশি, পরিতোষ, হর্ষ, আহ্লাদ, আমোদ।
(২২) আকুল — উদ্বিগ্ন, উতলা, ব্যাকুল, ব্যগ্র, কাতর।
(২৩) আসল — খাঁটি, বিশুদ্ধ, সত্য, প্রকৃত, যথার্থ।
(২৪) আইন — অনুবিধি, বিধান, বিহিতক, রাজবিধি, নিয়মবিধি।
(২৫) ইচ্ছা — অভিপ্রায়, অভিলাষ, স্পৃহা, বাঞ্ছা, ঈপ্সা।
(২৬) ইতি — শেষ, অবসান, সমাপন, সমাপ্তি, যবনিকা।
(২৭) ঈর্ষা — দ্বেষ, বিদ্বেষ, অসূয়া, পরশ্রীকাতরতা, হিংসা।
(২৮) ঈশ্বর — ভগবান, স্রষ্টা, পরমাত্মা, বিশ্বপতি, জগদীশ, বিভু, জীবিতেশ, ব্রহ্ম, বিধাতা, অন্তর্যামী।
(২৯) উজ্জ্বল — আলোকিত, দীপ্তিমান, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে।
(৩০) উত্তম — শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, সেরা, প্রধান।
(৩১) উপকার — হিতসাধন, কল্যাণ, অনুগ্রহ, আনুকূল্য, সহায়তা।
(৩২) ঊষা — প্রভাত, ভোর, প্রত্যুষ, প্রাতঃকাল, বিহান।
(৩৩) ঊর্মি — ঢেউ, তরঙ্গ, লহরী, হিল্লোল, বীচি।
(৩৪) কান্না — রোদন, ক্রন্দন, অশ্রুবর্ষণ, অশ্রুপাত, কাঁদন।
(৩৫) কষ্ট — ক্লেশ, দুর্ভোগ, ব্যথা, দুঃখ, যন্ত্রণা।
(৩৬) কন্যা — মেয়ে, দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, পুত্রী, দুলালী, দারিকা, তনুজা।
(৩৭) কলহ — ঝগড়া, বিবাদ, কোন্দল, দ্বন্দ্ব, বিরোধ।
(৩৮) কোকিল — পিক, পরভৃত, বসন্তদূত, কাকপুচ্ছ, কলকন্ঠ।
(৩৯) কপাল — ভাগ্য, ললাট, অদৃষ্ট, ভাল, অলিক।
(৪০) কেশ — চুল, চিকুর, কুন্তল, অলক, কবরী।
(৪১) খ্যাতি — সুনাম, যশ, প্রসিদ্ধি, বিশ্রুতি, প্রখ্যা।
(৪২) খাদ্য — খাবার, আহার্য, ভোজ্য, অন্ন, ভক্ষ্য।
(৪৩) খবর — সংবাদ, বার্তা, সমাচার, সন্দেশ, বৃত্তান্ত।
(৪৪) খারাপ — কু, মন্দ, বদ, নিকৃষ্ট, নষ্ট।
(৪৫) খেচর — পাখি, পক্ষী, খগ, বিহগ, বিহঙ্গ।
(৪৬) গভীর — প্রগাঢ়, নিবিড়, অতল, গহন, অথৈ।
(৪৭) গৃহ — ঘর, আলয়, নিবাস, আবাস, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী।
(৪৮) চাঁদ — চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, বিধু, নিশাকর, সুধাকর, শশধর, শশাঙ্ক, সোম।
(৪৯) চোখ — নয়ন, লোচন, নেত্র, আঁখি, অক্ষি।
(৫০) চতুর — চালাক, ধূর্ত, শঠ, বুদ্ধিমান, ঠগ।

(Bengali Synonym Words)
(৫১) চিত্র — ছবি, প্রতিকৃতি, আলেখ্য, অঙ্কন, নকশা।
(৫২) ছাত্র — শিক্ষার্থী, পড়ুয়া, বিদ্যার্থী, শিক্ষানবিশ, জ্ঞানার্থী।
(৫৩) জননী — মা, অম্বা, প্রসূতি, জন্মদাত্রী, গর্ভধারিণী।
(৫৪) জলাশয় — পুকুর, দিঘি, সরোবর, জলাধার, পুষ্করিণী।
(৫৫) ঝড় — ঝটিকা, ঝঞ্ঝা, প্রভঞ্জন, তুফান, বাত্যা।
(৫৬) ঠিক — সত্য, নির্ভুল, উচিত, নায্য, যথার্থ।
(৫৮) ঠাট্টা — উপহাস, বিদ্রুপ, পরিহাস, রসিকতা, মশকরা।
(৫৯) তৃষ্ণা — তৃষা, পিপাসা, পিয়াসা, তেষ্টা, উদন্যা।
(৬০) তুষার — বরফ, হিম, হিমানী, তুহিন, নীহার।
(৬১) দক্ষ — নিপুণ, পটু, পারদর্শী, কর্মণ্য, কর্মঠ।
(৬২) দয়া — অনুগ্রহ, করুণা, অনুকম্পা, কৃপা, বদান্যতা।
(৬৩) দিন — দিবস, দিবা, অহঃ, বাসর, অহ্ন।
(৬৪) দেবতা — সুর, ঠাকুর, দেব, ত্রিদশ, ঈশ্বর।
(৬৫) দাস — চাকর, ভৃত্য, গোলাম, আজ্ঞাবহ, অধীন।
(৬৬) দীন — দরিদ্র, ফতুর, নির্ধন, গরীব, বিত্তহীন।
(৬৭) ধন — সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব, ঐশ্বর্য।
(৬৮) ধ্বংস — নাশ, বিনাশ, বিলোপ, প্রলয়, সংহার।
(৬৯) নদী — প্রবাহিণী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, তরঙ্গিনী, তটিনী, সরিৎ, নির্ঝরিণী, কল্লোলিনী, শৈবালিনী, সমুদ্রবল্লভা।
(৭০) নৌকা — তরণী, তরী, ডিঙি, পানসি, শালতি।
(৭১) নারী — রমা, রমণী, কামিনী, যোষা, বনিতা, ললনা, ধনি, অঙ্গনা, কান্তা, অবলা।
(৭২) নিত্য — সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, দৈনন্দিন।
(৭৩) নিদ্রা — ঘুম, সুপ্তি, তন্দ্রা, নিষুপ্তি, সুষুপ্তি।
(৭৪) পদ্ম — কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, শতদল, নলিনী, কুমুদ, রাজীব, কোকনদ, ইন্দিবর।
(৭৫) পৃথিবী — ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, অবনী, ভুবন, বসুধা, বসুন্ধরা, বসুমতী, ক্ষিতি।
(৭৬) পর্বত — গিরি, অচল, নগ, শৈল, অটল, অদ্রি, ভূধর, মহীধর, অগ, শৃঙ্গী।
(৭৭) পুত্র — ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, তনুজ, দুলাল, দারক, দুহিত, কুমার।
(৭৮) পত্নী — জায়া, স্ত্রী, ভার্যা, সহধর্মিণী, সীমন্তিনী, বধূ, বউ, দার, অর্ধাঙ্গিনী, গিন্নী।
(৭৯) পাথর — পাষাণ, শিলা, প্রস্তর, উপল, অশ্ম।
(৮০) পথ — সরণী, রাস্তা, বর্ত্ম, শ্রেণী, রাহা।
(৮১) ফুল — পুষ্প, কুসুম, প্রসূন, সুমন, মণীবক।
(৮২) বৃক্ষ — গাছ, তরু, বিটপী, মহীরুহ, শাখী, পাদপ, দ্রুম, শিখরী, পর্ণী, অটবি।
(৮৩) বন — অরণ্য, কানন, অটবি, বিপিন, কুঞ্জ, জঙ্গল, কান্তার, দাব, বনানী, বাদাড়।
(৮৪) বায়ু — অনিল, পবন, সমীর, সমীরণ, মরুৎ, মারুত, মলয়, গন্ধবহ, পবমান, বহ্নিসখ।
(৮৫) বিদ্যুৎ — তড়িৎ, সৌদামিনী, চপলা, চঞ্চলা, শম্পা, দামিনী, ক্ষণপ্রভা, অশনি, বিজলি, অনুভা।
(৮৬) বন্ধু — সখা, মিত্র, সুহৃদ, মিতা, বঁধু।
(৮৭) বিবাহ — পরিণয়, দারপরিগ্রহ, পাণিগ্রহণ, উদ্বাহ, পাণিপীড়ন।
(৮৮) ভ্রমর — অলি, ভৃঙ্গ, দ্বিরেফ, চঞ্চরীক, রোলম্ব।
(৮৯) মেঘ — জলদ, বারিদ, জলধর, নীরদ, জীমূত, অম্বুদ, পয়োধর, বলাহক, কাদম্বিনী, তোয়দ।
(৯০) রাজা — নৃপতি, ভূপতি, মহীপতি, নরেন্দ্র, ভূপাল।
(৯১) রাত্রি — নিশি, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, ত্রিযামা, ক্ষপা, নক্ত, তারকিনী।
(৯২) ঋষি — মুনি, সাধু, তপস্বী, শাস্ত্রজ্ঞ, যোগী।
(৯৩) শরীর — দেহ, কায়, কায়া, তনু, কলেবর, অবয়ব, গাত্র, বপু, অঙ্গ, গতর।
(৯৪) সাপ — অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গ, নাগ, ফণী, আশীবিষ, বিষধর, পন্নগ, বায়ুভুক।
(৯৫) স্বর্ণ — সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম, হাটক, কলধৌত, জাম্বুনদ, অষ্টাপদ, মহাধাতু।
(৯৬) স্বর্গ — দেবলোক, সুরলোক, দিব্যলোক, দ্যুলোক, অমরাবতী।
(৯৭) সূর্য — ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তন্ড, বিভাবসু, মিত্র, মিহির, পূষা, প্রভাকর, অর্ক, দিননাথ, সবিতা।
(৯৮) সাগর — সিন্ধু, পারাবার, জলধি, পাথার, রত্নাকর, অর্ণব, অম্বুনিধি, জলনিধি, বারিধি, পয়োধি।
(৯৯) হরিণ — মৃগ, কুরঙ্গ, সুনয়ন, এণ, ঋষ্য।
(১০০) হাতি — গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দ্বিরদ, ইরম্মদ, ঐরাবত।

(Bengali Synonym Words)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

পশ্চিমবঙ্গের রাজ্য পরিচয় উপাদান

6 thoughts on “Bengali Synonym Words

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!