Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

নভেম্বর

Andhra Pradesh Day

অন্ধ্রপ্রদেশ দিবস (Andhra Pradesh Day)

Andhra Pradesh Day

আজ ১ লা নভেম্বর (1 November), অন্ধ্রপ্রদেশ দিবস (Andhra Pradesh Day)। প্রতি বছর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ১ লা নভেম্বর তারিখটি অন্ধ্রপ্রদেশ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, স্বাধীন ভারতে ১৯৫৩ সালের ১ লা অক্টোবর তারিখে তৎকালীন মাদ্রাজ রাজ্যের তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে অন্ধ্র রাজ্য (Andhra State) গঠন করা হয়। ১৯৫৬ সালের ২০ শে ফেব্রুয়ারি তৎকালীন ভারতের অন্ধ্র রাজ্য (Andhra State) এবং তেলঙ্গানা (Telangana)-এর নেতৃত্বের মধ্যে একটি চুক্তি (Gentlemen’s Agreement) স্বাক্ষরিত হয়। তৎকালীন হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্গত তেলুগু ভাষাভাষী অঞ্চল হল তেলঙ্গানা। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে, ১৯৫৬ সালের ১ লা নভেম্বর তৎকালীন অন্ধ্র রাজ্য ও তেলঙ্গানা মিলিত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য (Andhra Pradesh State) গঠিত হয়। ১৯৫৬ সালের ১ লা নভেম্বর প্রথমবার অন্ধ্রপ্রদেশ দিবস পালিত হয়। অন্ধ্রপ্রদেশ দিবস পালনের উদ্দেশ্য হল : অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন উদযাপন করা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য উদযাপন করা। তবে, ২০১৪ সালের ২ রা জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন-২০১৪ (Andhra Pradesh Reorganisation Act-2014) আইনের মাধ্যমে তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলঙ্গানা রাজ্য (Telangana State) গঠিত হয়।

বর্তমানে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) হল আয়তন অনুসারে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। অন্ধ্রপ্রদেশ শব্দটি গোদাবরী ও কৃষ্ণা নদী ব-দ্বীপ অঞ্চলে বসবাসকারী অন্ধ্র নামক অনার্য উপজাতি গোষ্ঠী থেকে এসেছে। প্রাচীন কালে গোদাবরী ও কৃষ্ণা নদী ব-দ্বীপ অঞ্চল অন্ধ্রদেশ (Andhradesa) নামে পরিচিত ছিল। উল্লেখ্য, হিন্দু পুরাণ অনুসারে, দাক্ষিণাত্যের সাতবাহন রাজবংশ ‘অন্ধ্র‘ নামেও পরিচিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যের আয়তন ১,৬২,৯৭৫ বর্গকিমি এবং জনসংখ্যা ৪,৯৫,৭৭,১০৩ জন (২০১১ জনগণনা অনুসারে)। বর্তমানে অন্ধ্রপ্রদেশ আয়তন অনুসারে ভারতের সপ্তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা অনুসারে ভারতের দশম বৃহত্তম রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হল অমরাবতী (Amaravati) এবং বৃহত্তম শহর হল বিশাখাপত্তনম (Visakhapatnam)।

অন্ধ্রপ্রদেশ রাজ্যের দীর্ঘতম নদী হল পেন্নার। এছাড়া উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল — গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, স্বর্ণমুখী, বংশধারা ইত্যাদি। অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল পূর্বঘাট পর্বতের আর্মাকোন্ডা (Arma Konda) বা সীতাম্মা কোন্ডা (Sitamma Konda), যার উচ্চতা ১৬৮০ মিটার। গোদাবরী ও কৃষ্ণা ব-দ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশের এলুরু জেলাতে অবস্থিত কোলেরু হ্রদ (Koleru Lake) হল ভারতের বৃহত্তম অগভীর স্বাদুজলের হ্রদ (Largest Shallow Freshwater Lake of India)। অন্ধ্রপ্রদেশের নেল্লোর (Nellore) ‘ভারতের চিংড়ি রাজধানী‘ (Shrimp Capital of India) নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হল তেলুগু (Telugu), যা ২০০৮ সালে ধ্রুপদী ভাষা (Classical Language) -এর মর্যাদা লাভ করেছে। অন্ধ্রপ্রদেশের প্রধান শহরগুলি হল — বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নেল্লোর, রাজমুন্দ্রি ইত্যাদি। অন্ধ্রপ্রদেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলি হল — বিশাখাপত্তনম (ভাইজাগ), বিজয়ওয়াড়া, শ্রীশৈলম, তিরুপতি-তিরুমালা, আরাকু উপত্যকা, বোরা গুহা, গন্ডিকোটা, নাগার্জুনসাগর বাঁধ, চিত্তুর, পাপি পাহাড় ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : জাতীয় একতা দিবস

One thought on “Andhra Pradesh Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!