Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-40

WBSSC Group-C & D General Awareness Part-40

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-40)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-40

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন?
(A) ১৯১০
(B) ১৯১১
(C) ১৯১২
(D) ১৯১৩
উত্তর : (D) ১৯১৩।

(২) ভারতের শীতলতম স্থান কোনটি?
(A) গ্যাংটক
(B) লেহ্
(C) দ্রাস
(D) দেরাদুন
উত্তর : (C) দ্রাস।

(৩) সংবিধানের কত নং ধারা অনুসারে আর্থিক জরুরী অবস্থা (Financial Emergency) জারি করা যায়?
(A) ৩৫৯ নং
(B) ৩৬০ নং
(C) ৩৬১ নং
(D) ৩৬২ নং
উত্তর : (B) ৩৬০ নং।

(৪) কত সালে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) গঠিত হয়?
(A) ১৯৭৪
(B) ১৯৭৫
(C) ১৯৭৬
(D) ১৯৭৭
উত্তর : (B) ১৯৭৫।

(৫) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর প্রধান কার্যালয় কোনটি?
(A) নিবেদিতা ভবন
(B) বিদ্যাসাগর ভবন
(C) বিকাশ ভবন
(D) বিবেকানন্দ ভবন
উত্তর : (A) নিবেদিতা ভবন।

(৬) পশ্চিমবঙ্গে কত সালে উচ্চমাধ্যমিক (১০+২) পাঠ্যক্রম চালু হয়?
(A) ১৯৭৫
(B) ১৯৭৬
(C) ১৯৭৭
(D) ১৯৭৮
উত্তর : (B) ১৯৭৬।

(৭) ভারতে কত সালে নারী ও মেয়েদের অনৈতিক পাচার দমন আইন পাস হয়?
(A) ১৯৫৬
(B) ১৯৫৭
(C) ১৯৫৮
(D) ১৯৫৯
উত্তর : (A) ১৯৫৬।

(৮) কুম্মি (Kummi) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) অন্ধ্রপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (B) তামিলনাড়ু।

(৯) হজাগিরি (Hojagiri) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) গুজরাট
(B) ত্রিপুরা
(C) কেরালা
(D) রাজস্থান
উত্তর : (B) ত্রিপুরা।

(১০) গম্ভীরা (Gambhira) লোকনৃত্য ভারতের কোন রাজ্যের?
(A) পশ্চিমবঙ্গ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
উত্তর : (A) পশ্চিমবঙ্গ।

(১১) কত সালে ভারতে প্রথম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড চালু হয়?
(A) ১৯৫২
(B) ১৯৫৩
(C) ১৯৫৪
(D) ১৯৫৫
উত্তর : (C) ১৯৫৪।

(১২) কোন সংস্থা প্রথম হার্ডডিস্ক তৈরি করে?
(A) Apple
(B) Intel
(C) DFI
(D) IBM
উত্তর : (D) IBM।

(১৩) কত সালে প্রথম হার্ডডিস্ক তৈরি হয়?
(A) ১৯৫৬
(B) ১৯৫৭
(C) ১৯৫৮
(D) ১৯৫৯
উত্তর : (A) ১৯৫৬।

(১৪) বিশ্বের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি?
(A) জিম করবেট জাতীয় উদ্যান
(B) ইয়েলোস্টোন জাতীয় উদ্যান
(C) ক্রুগার জাতীয় উদ্যান
(D) মাসাইমারা জাতীয় উদ্যান
উত্তর : (A) জিম করবেট জাতীয় উদ্যান।

(১৫) নিচের কোনটি ভারতের একটি জীববৈচিত্র্য উষ্ণবিন্দুর উদাহরণ?
(A) থর মরুভূমি
(B) পূর্বঘাট পর্বত
(C) সুন্দরবন
(D) পশ্চিমঘাট পর্বত
উত্তর : (D) পশ্চিমঘাট পর্বত।

(১৬) ২০২৫ সালে পশ্চিমবঙ্গের কোন স্থানের সাদা বোঁদে জিআই তকমা পেয়েছে?
(A) টিটাগড়
(B) কামারপুকুর
(C) বিষ্ণুপুর
(D) শ্রীরামপুর
উত্তর : (B) কামারপুকুর।

(১৭) ২০২৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কোন মিষ্টি জিআই তকমা পেয়েছে?
(A) রসগোল্লা
(B) ক্ষীরকদম
(C) ছানাবড়া
(D) মিহিদানা
উত্তর : (C) ছানাবড়া।

(১৮) টমাস কাপ ও উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) গল্ফ
(B) টেবিল টেনিস
(C) দাবা
(D) ব্যাডমিন্টন
উত্তর : (D) ব্যাডমিন্টন।

(১৯) ইলেকট্রিক ব্যাটারি আবিষ্কার করেন কে?
(A) আলেসান্দ্রো ভোল্টা
(B) জোসেফ অ্যাসপডিন
(C) জন ওয়াকার
(D) স্যামুয়েল কোল্ট
উত্তর : (A) আলেসান্দ্রো ভোল্টা।

(২০) সিমেন্ট আবিষ্কার করেন কে?
(A) গডফ্রে হাউন্সফিল্ড
(B) জন ওয়াকার
(C) জোসেফ অ্যাসপডিন
(D) উইলিয়াম হার্শেল
উত্তর : (C) জোসেফ অ্যাসপডিন।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!