Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-36

WBSSC Group-C & D General Awareness Part-36

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-36)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-36

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ব্রিটিশ ভারতে কত সালে ইলবার্ট বিল পেশ করা হয়?
(A) ১৮৮১
(B) ১৮৮২
(C) ১৮৮৩
(D) ১৮৮৪
উত্তর : (C) ১৮৮৩।

(২) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
(A) যোগ জলপ্রপাত
(B) কুঞ্চিকল জলপ্রপাত
(C) ধুয়াঁধার জলপ্রপাত
(D) চিত্রকূট জলপ্রপাত
উত্তর : (B) কুঞ্চিকল জলপ্রপাত।

(৩) ভারতের সংবিধানের রক্ষাকর্তা কে?
(A) লোকসভা
(B) রাজ্যসভা
(C) রাষ্ট্রপতি
(D) সুপ্রিম কোর্ট
উত্তর : (D) সুপ্রিম কোর্ট।

(৪) কত সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) গড়ে ওঠে?
(A) ১৯৯৩
(B) ১৯৯৪
(C) ১৯৯৫
(D) ১৯৯৬
উত্তর : (C) ১৯৯৫।

(৫) কত সালে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি (National Adult Education Programme) শুরু হয়?
(A) ১৯৭৮
(B) ১৯৭৯
(C) ১৯৮০
(D) ১৯৮১
উত্তর : (A) ১৯৭৮।

(৬) কোন জাতীয় শিক্ষা নীতি-তে নবোদয় বিদ্যালয় (Navodaya Vidyalaya) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৭) কত সালে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও প্রতিকার) আইন প্রবর্তিত হয়?
(A) ২০১০
(B) ২০১১
(C) ২০১২
(D) ২০১৩
উত্তর : (D) ২০১৩।

(৮) কোন সঙ্গীতশিল্পী ভারতের নাইটিঙ্গেল (Nightingale of India) রূপে পরিচিত?
(A) সন্ধ্যা মুখার্জি
(B) লতা মঙ্গেশকর
(C) আশা ভোঁসলে
(D) শ্রেয়া ঘোষাল
উত্তর : (B) লতা মঙ্গেশকর।

(৯) কোন সঙ্গীতশিল্পী সুধা কন্ঠ (Sudha Kantha) রূপে পরিচিত?
(A) হেমন্ত মুখার্জি
(B) ভূপেন হাজারিকা
(C) মহম্মদ রফি
(D) কিশোর কুমার
উত্তর : (B) ভূপেন হাজারিকা।

(১০) বিহু (Bihu) ভারতের কোন রাজ্যের লোকনৃত্য?
(A) ত্রিপুরা
(B) কেরালা
(C) পাঞ্জাব
(D) অসম
উত্তর : (D) অসম।

(১১) বাগুরুম্বা (Bagurumba) কোন জনজাতির নৃত্য?
(A) সাঁওতাল
(B) বোড়ো
(C) লেপচা
(D) খাসি
উত্তর : (B) বোড়ো।

(১২) কম্পিউটার কিবোর্ডে দীর্ঘতম কি কোনটি?
(A) Spacebar
(B) Shift
(C) Ctlr
(D) Enter
উত্তর : (A) Spacebar।

(১৩) কম্পিউটার কিবোর্ডে কয়টি অ্যারো কি (Arrow Key) থাকে
(A) ৩ টি
(B) ৪ টি
(C) ৫ টি
(D) ৬ টি
উত্তর : (B) ৪ টি।

(১৪) কে জীববৈচিত্র্য (Biodiversity) শব্দটি প্রথম ব্যবহার করেন?
(A) এডওয়ার্ড অসবর্ন উইলসন
(B) ওয়াল্টার রোজেন
(C) চার্লস রবার্ট ডারউইন
(D) নরম্যার মায়ার্স
উত্তর : (B) ওয়াল্টার রোজেন।

(১৫) কে ‘জীববৈচিত্র্যের জনক’ (Father of Biodiversity) রূপে পরিচিত?
(A) এডওয়ার্ড অসবর্ন উইলসন
(B) ওয়াল্টার রোজেন
(C) চার্লস রবার্ট ডারউইন
(D) নরম্যার মায়ার্স
উত্তর : (A) এডওয়ার্ড অসবর্ন উইলসন।

(১৬) ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক কোনটি?
(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(D) ব্যাঙ্ক অফ বরোদা
উত্তর : (A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

(১৭) ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক কোনটি?
(A) এইচডিএফসি ব্যাঙ্ক
(B) আইসিআইসিআই ব্যাঙ্ক
(C) মহিন্দ্রা কোটাক ব্যাঙ্ক
(D) অ্যাক্সিস ব্যাঙ্ক
উত্তর : (A) এইচডিএফসি ব্যাঙ্ক।

(১৮) রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি ও ইরানি কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) দাবা
(C) টেনিস
(D) ফুটবল
উত্তর : (A) ক্রিকেট।

(১৯) ডায়নামো আবিষ্কার করেন কে?
(A) উইলিস ক্যারিয়ার
(B) মার্টিন কুপার
(C) মাইকেল ফ্যারাডে
(D) হ্যান্স লিপারশে
উত্তর : (C) মাইকেল ফ্যারাডে।

(২০) এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে?
(A) হ্যান্স লিপারশে
(B) উইলিস ক্যারিয়ার
(C) ইগোর সিকোরস্কাই
(D) উইলিয়াম অ্যাডিস
উত্তর : (B) উইলিস ক্যারিয়ার।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-35

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!