Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-35

WBSSC Group-C & D General Awareness Part-35

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-35)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-35

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ব্রিটিশ ভারতে কোন ভাইসরয় ভারতীয় অস্ত্র আইন প্রবর্তন করেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড লিটন
(C) লর্ড রিপন
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (B) লর্ড লিটন।

(২) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
(A) রিমো হিমবাহ
(B) লিখাপানি হিমবাহ
(C) জেমু হিমবাহ
(D) সিয়াচেন হিমবাহ
উত্তর : (D) সিয়াচেন হিমবাহ।

(৩) সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়সসীমা কত?
(A) ৩০ বছর
(B) ৩৫ বছর
(C) ৪০ বছর
(D) ৪৫ বছর
উত্তর : (B) ৩৫ বছর।

(৪) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy)-তে Rural University Model সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৫) অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) কর্মসূচি কোন স্তরের শিক্ষার সাথে সম্পর্কিত?
(A) প্রাথমিক শিক্ষা
(B) উচ্চ প্রাথমিক শিক্ষা
(C) মাধ্যমিক শিক্ষা
(D) উচ্চ মাধ্যমিক শিক্ষা
উত্তর : (A) প্রাথমিক শিক্ষা।

(৬) কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) স্থাপিত হয়?
(A) ১৯৫৯
(B) ১৯৬০
(C) ১৯৬১
(D) ১৯৬২
উত্তর : (C) ১৯৬১।

(৭) কত সালে ভারতে গার্হস্থ্য হিংসা থেকে নারীর সুরক্ষা আইন (Protection of Women from Domestic Violence Act) পাস হয়?
(A) ২০০২
(B) ২০০৩
(C) ২০০৪
(D) ২০০৫
উত্তর : (D) ২০০৫।

(৮) উস্তাদ বড়ে গুলাম আলি খান কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) পাতিয়ালা ঘরানা
(B) দিল্লি ঘরানা
(C) জয়পুর ঘরানা
(D) কিরানা ঘরানা
উত্তর : (A) পাতিয়ালা ঘরানা।

(৯) পন্ডিত অজয় চক্রবর্তী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) জয়পুর ঘরানা
(B) কিরানা ঘরানা
(C) দিল্লি ঘরানা
(D) পাতিয়ালা ঘরানা
উত্তর : (D) পাতিয়ালা ঘরানা।

(১০) পন্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) দিল্লি ঘরানা
(B) জয়পুর ঘরানা
(C) পাতিয়ালা ঘরানা
(D) কিরানা ঘরানা
উত্তর : (D) কিরানা ঘরানা।

(১১) ভারত রত্ন পুরষ্কার জয়ী প্রথম সঙ্গীতশিল্পী কে?
(A) লতা মঙ্গেশকর
(B) এম. এস. সুব্বুলক্ষ্মী
(C) সন্ধ্যা মুখার্জি
(D) কিশোর কুমার
উত্তর : (B) এম. এস. সুব্বুলক্ষ্মী।

(১২) VIRUS -এর পুরো কথাটি কি?
(A) Vital Immune Resources Under Siege
(B) Vital Indicator Resources Under Siege
(C) Vital Information Resources Under Siege
(D) Vital Important Resources Under Siege
উত্তর : (C) Vital Information Resources Under Siege।

(১৩) ফ্লপি ডিস্ক (Floppy Disk) -এর প্রামাণ্য ধারণ ক্ষমতা কত মেগাবাইট?
(A) ১.৪৪
(B) ১.৫৫
(C) ১.৬৬
(D) ১.৭৭
উত্তর : (A) ১.৪৪।

(১৪) সাইরেনের শব্দের তীব্রতা কত থাকে?
(A) ৯০ ডেসিবল
(B) ১১০ ডেসিবল
(C) ১৩০ ডেসিবল
(D) ১৫০ ডেসিবল
উত্তর : (C) ১৩০ ডেসিবল।

(১৫) কোন দূষণ প্রতিরোধে সাইলেন্স বোর্ড লাগানো হয়?
(A) বায়ু দূষণ
(B) জল দূষণ
(C) শব্দ দূষণ
(D) মাটি দূষণ
উত্তর : (C) শব্দ দূষণ।

(১৬) ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি-তে পরিষেবা খাত (Service Sector) -এর অবদান কত?
(A) ৫৪.৯৩%
(B) ৫৭.৯৩%
(C) ৬০.৯৩%
(D) ৬৩.৯৩%
উত্তর : (A) ৫৪.৯৩%।

(১৭) সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
(A) চেন্নাই
(B) নয়াদিল্লি
(C) মুম্বাই
(D) কলকাতা
উত্তর : (C) মুম্বাই।

(১৮) প্রথম এশিয়ান গেমস্ (Asian Games) কত সালে অনুষ্ঠিত হয়?
(A) ১৯৫০
(B) ১৯৫১
(C) ১৯৫২
(D) ১৯৫৩
উত্তর : (B) ১৯৫১।

(১৯) ক্লোরোফর্ম আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম হার্ভে
(B) আইজ্যাক নিউটন
(C) জেমস সিম্পসন
(D) উইলিস ক্যারিয়ার
উত্তর : (C) জেমস সিম্পসন।

(২০) মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন কে?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) আইজ্যাক নিউটন
(C) আলেকজান্ডার গ্রাহাম বেল
(D) আলফ্রেড নোবেল
উত্তর : (B) আইজ্যাক নিউটন।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!