Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-34

WBSSC Group-C & D General Awareness Part-34

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-34)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-34

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) রানী শিরোমণি কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন?
(A) কোল বিদ্রোহ
(B) চুয়াড় বিদ্রোহ
(C) মুন্ডা বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ
উত্তর : (B) চুয়াড় বিদ্রোহ।

(২) ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?
(A) সুভাষ পয়েন্ট
(B) ইন্দিরা পয়েন্ট
(C) গান্ধী পয়েন্ট
(D) প্যাটেল পয়েন্ট
উত্তর : (B) ইন্দিরা পয়েন্ট।

(৩) সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী পদের ন্যূনতম বয়সসীমা কত?
(A) ২০ বছর
(B) ২৫ বছর
(C) ৩০ বছর
(D) ৩৫ বছর
উত্তর : (B) ২৫ বছর।

(৪) সমগ্র শিক্ষা অভিযান (Samagra Shiksha Abhiyan) কত সালে চালু হয়?
(A) ২০১৫
(B) ২০১৬
(C) ২০১৭
(D) ২০১৮
উত্তর : (D) ২০১৮।

(৫) কত সালে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আইন (ANRF Act) প্রবর্তিত হয়?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
উত্তর : (C) ২০২৩।

(৬) কত সালে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) স্থাপিত হয়?
(A) ১৯৮৪
(B) ১৯৮৫
(C) ১৯৮৬
(D) ১৯৮৭
উত্তর : (B) ১৯৮৫।

(৭) নারীশিক্ষায় নানহি কলি প্রকল্প (Project Nanhi Kali) সূচনা করেন কে?
(A) আনন্দ মহিন্দ্রা
(B) কে. এম. বিড়লা
(C) রতন টাটা
(D) মুকেশ আম্বানি
উত্তর : (A) আনন্দ মহিন্দ্রা।

(৮) পন্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায় কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) বিষ্ণুপুর ঘরানা
(B) দিল্লি ঘরানা
(C) পাতিয়ালা ঘরানা
(D) জয়পুর ঘরানা
উত্তর : (B) দিল্লি ঘরানা।

(৯) কোন সঙ্গীত শিল্পী ‘গজলের রানী’ (Queen of Ghazals) নামে পরিচিত?
(A) লতা মঙ্গেশকর
(B) বেগম আখতার
(C) গিরিজা দেবী
(D) কল্যাণী মেনন
উত্তর : (B) বেগম আখতার।

(১০) কিশোরী অমোনকর কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) দিল্লি ঘরানা
(B) পাতিয়ালা ঘরানা
(C) বিষ্ণুপুর ঘরানা
(D) জয়পুর ঘরানা
উত্তর : (D) জয়পুর ঘরানা।

(১১) কৌশিকী চক্রবর্তী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) দিল্লি ঘরানা
(B) পাতিয়ালা ঘরানা
(C) বিষ্ণুপুর ঘরানা
(D) জয়পুর ঘরানা
উত্তর : (B) পাতিয়ালা ঘরানা।

(১২) কত সালে উইন্ডোজ (Windows) -এর প্রথম ভার্সন চালু হয়?
(A) ১৯৮৫
(B) ১৯৮৬
(C) ১৯৮৭
(D) ১৯৮৮
উত্তর : (A) ১৯৮৫।

(১৩) কে কম্পিউটারের জনক রূপে পরিচিত?
(A) জন লগি বেয়ার্ড
(B) চার্লস ব্যাবেজ
(C) স্যামুয়েল কোল্ট
(D) মার্টিন কুপার
উত্তর : (B) চার্লস ব্যাবেজ।

(১৪) নিচের কোন রোগটি জল দূষণের ফলে হয়না?
(A) টাইফয়েড
(B) কলেরা
(C) ব্রঙ্কাইটিস
(D) আমাশয়
উত্তর : (C) ব্রঙ্কাইটিস।

(১৫) কোন এককের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়?
(A) নিউটন
(B) ডেসিবেল
(C) কেলভিন
(D) ডাইন
উত্তর : (B) ডেসিবেল।

(১৬) ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি-তে কৃষি খাত (Agriculture Sector) -এর অবদান কত?
(A) ১৫.৩৫%
(B) ১৭.৯৪%
(C) ১৯.৫০%
(D) ২১.৬৭%
উত্তর : (B) ১৭.৯৪%।

(১৭) ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি-তে শিল্প খাত (Industry Sector) -এর অবদান কত?
(A) ২২.৯৩%
(B) ২৫.৫০%
(C) ২৭.১৩%
(D) ৩১.৮৯%
উত্তর : (C) ২৭.১৩%।

(১৮) ফিডে (FIDE) ২০২৫ মহিলা দাবা বিশ্বকাপ জয় করেন কে?
(A) কোনেরু হাম্পি
(B) বৈশালী রমেশবাবু
(C) হরিকা দ্রোণাবল্লী
(D) দিব্যা দেশমুখ
উত্তর : (D) দিব্যা দেশমুখ।

(১৯) পেনিসিলিন আবিষ্কার করেন কে?
(A) জেমস সিম্পসন
(B) আলেকজান্ডার ফ্লেমিং
(C) ড্যানিয়েল রাদারফোর্ড
(D) ইগোর সিকোরস্কাই
উত্তর : (B) আলেকজান্ডার ফ্লেমিং।

(২০) রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
(A) উইলিস ক্যারিয়ার
(B) মাইকেল ফ্যারাডে
(C) হ্যান্স লিপারশে
(D) কার্ল ল্যান্ডস্টেইনার
উত্তর : (D) কার্ল ল্যান্ডস্টেইনার।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-33

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!