Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-33

WBSSC Group-C & D General Awareness Part-33

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-33)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-33

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (C) লর্ড ক্যানিং।

(২) ভারতের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা গিয়েছে?
(A) নিরক্ষরেখা
(B) কর্কটক্রান্তিরেখা
(C) মকরক্রান্তিরেখা
(D) মূলমধ্যরেখা
উত্তর : (B) কর্কটক্রান্তিরেখা।

(৩) বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার (Fundamental Right) রয়েছে?
(A) ৫ টি
(B) ৬ টি
(C) ৭ টি
(D) ৮ টি
উত্তর : (B) ৬ টি।

(৪) কোন জাতীয় শিক্ষা নীতি -তে সর্বপ্রথম Early Childhood Care and Education (ECCE) সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৫) কোন জাতীয় শিক্ষা নীতি -তে অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৬) কত সালে অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) চালু হয়?
(A) ১৯৮৬
(B) ১৯৮৭
(C) ১৯৮৮
(D) ১৯৮৯
উত্তর : (B) ১৯৮৭।

(৭) কত সালে ভারতীয় গ্রামীণ মহিলা সংঘ (Bharatiya Grameen Mahila Sangh) স্থাপিত হয়?
(A) ১৯৫৩
(B) ১৯৫৪
(C) ১৯৫৫
(D) ১৯৫৬
উত্তর : (C) ১৯৫৫।

(৮) এম. এস. গোপালকৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সম্পর্কিত?
(A) রুদ্র বীণা
(B) তবলা
(C) বেহালা
(D) সানাই
উত্তর : (C) বেহালা।

(৯) আনন্দ গোপাল মুখোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) তবলা
(B) বেহালা
(C) সানাই
(D) সরোদ
উত্তর : (A) তবলা।

(১০) পন্ডিত যদুনাথ ভট্টাচার্য কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) বিষ্ণুপুর ঘরানা
(B) দিল্লি ঘরানা
(C) পাতিয়ালা ঘরানা
(D) জয়পুর ঘরানা
উত্তর : (A) বিষ্ণুপুর ঘরানা।

(১১) পন্ডিত জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী?
(A) পাতিয়ালা ঘরানা
(B) দিল্লি ঘরানা
(C) জয়পুর ঘরানা
(D) বিষ্ণুপুর ঘরানা
উত্তর : (D) বিষ্ণুপুর ঘরানা।

(১২) প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর কোনটি?
(A) ইন্টেল ২০০২
(B) ইন্টেল ৩০০৩
(C) ইন্টেল ৪০০৪
(D) ইন্টেল ৫০০৫
উত্তর : (C) ইন্টেল ৪০০৪।

(১৩) কম্পিউটার কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে?
(A) ১১ টি
(B) ১২ টি
(C) ১৩ টি
(D) ১৪ টি
উত্তর : (B) ১২ টি।

(১৪) কোন দেশ সর্বাধিক বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে?
(A) চিন
(B) ভারত
(C) ব্রাজিল
(D) স্পেন
উত্তর : (A) চিন।

(১৫) DDT ব্যবহারের কারণে ভারতে কোন পাখির সংখ্যা হ্রাস পেয়েছিল?
(A) শালিক
(B) চড়ুই
(C) শকুন
(D) ময়ূর
উত্তর : (C) শকুন।

(১৬) ভারতের কোন রাজ্য জিডিপি অনুসারে শীর্ষ স্থানে রয়েছে?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) পশ্চিমবঙ্গ
উত্তর : (A) মহারাষ্ট্র।

(১৭) ভারত কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) চিন
(C) ব্রিটিশ যুক্তরাজ্য
(D) রাশিয়া
উত্তর : (B) চিন।

(১৮) ভারতের কোন শহরে ২০২৫ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়?
(A) আমেদাবাদ
(B) বেঙ্গালুরু
(C) নয়াদিল্লি
(D) হায়দ্রাবাদ
উত্তর : (C) নয়াদিল্লি।

(১৯) ওজোন গ্যাস আবিষ্কার করেন কে?
(A) চার্লস রবার্ট ডারউইন
(B) হেনরি ক্যাভেন্ডিস
(C) ক্রিশ্চিয়ান ফ্রেডরিক শনবাইন
(D) ড্যানিয়েল রাদারফোর্ড
উত্তর : (C) ক্রিশ্চিয়ান ফ্রেডরিক শনবাইন।

(২০) রক্ত সংবহন আবিষ্কার করেন কে?
(A) আইজ্যাক নিউটন
(B) জেমস সিম্পসন
(C) মাইকেল ফ্যারাডে
(D) উইলিয়াম হার্ভে
উত্তর : (D) উইলিয়াম হার্ভে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-32

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!