WBSSC Group-C & D General Awareness Part-32
WBSSC Group-C & D General Awareness Part-32
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-32)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) ব্রিটিশ ভারতে কত সালে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?
(A) ১৮২৯
(B) ১৮৪১
(C) ১৮৫৬
(D) ১৮৭৬
উত্তর : (C) ১৮৫৬।
(২) বর্তমানে (২০২৫) ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?
(A) ৬ টি
(B) ৭ টি
(C) ৮ টি
(D) ৯ টি
উত্তর : (C) ৮ টি।
(৩) সংবিধানের কত নং ধারা অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
(A) ৩৫১ নং
(B) ৩৫৬ নং
(C) ৩৬১ নং
(D) ৩৬৮ নং
উত্তর : (D) ৩৬৮ নং।
(৪) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার সুপারিশ করা হয়?
(A) নবম
(B) দশম
(C) একাদশ
(D) দ্বাদশ
উত্তর : (D) দ্বাদশ।
(৫) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে কোন শিক্ষাকাঠামো সুপারিশ করা হয়?
(A) ৫+৩+৩+৪
(B) ৩+৫+৩+৪
(C) ৫+৪+৩+৩
(D) ৩+৩+৪+৫
উত্তর : (A) ৫+৩+৩+৪।
(৬) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy)-তে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম (National Education Technology Forum) গঠনের সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (D) জাতীয় শিক্ষা নীতি-২০২০।
(৭) ‘OYSS Women’ শীর্ষক সংস্থা কে প্রতিষ্ঠা করেন?
(A) মানসী প্রধান
(B) তারাবাঈ শিন্ডে
(C) মঞ্জু কাপুর
(D) অনিতা নায়ার
উত্তর : (A) মানসী প্রধান।
(৮) রাঢ় বঙ্গে কোন মাসে টুসু উৎসব পালিত হয়?
(A) কার্তিক-অগ্রহায়ণ
(B) অগ্রহায়ণ-পৌষ
(C) পৌষ-মাঘ
(D) মাঘ-ফাল্গুন
উত্তর : (B) অগ্রহায়ণ-পৌষ।
(৯) ভারতের কোন রাজ্য থেকে সত্রীয়া শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) ত্রিপুরা
(B) কেরালা
(C) সিকিম
(D) অসম
উত্তর : (D) অসম।
(১০) ভারতের কোন কোন রাজ্যে ছৌ নৃত্যশৈলী প্রচলিত রয়েছে?
(A) পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা
(B) বিহার, ঝাড়খন্ড, ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড
(D) বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়
উত্তর : (A) পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা।
(১১) অসিত কুমার ব্যানার্জী কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) তবলা
(B) রুদ্র বীণা
(C) সানাই
(D) সরোদ
উত্তর : (B) রুদ্র বীণা।
(১২) কম্পিউটারে মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণ করে?
(A) CPU
(B) PDA
(C) ALU
(D) URL
উত্তর : (C) ALU।
(১৩) ALU -এর পুরো কথাটি কি?
(A) Assistant Language Unit
(B) Arithmetic Logic Unit
(C) Accounting Logic Unit
(D) Assemble Language Unit
উত্তর : (B) Arithmetic Logic Unit।
(১৪) কে প্রথম অম্ল বৃষ্টি (Acid Rain) আবিষ্কার করেন?
(A) জোসেফ প্রিস্টলে
(B) হেনরি ক্যাভেন্ডিস
(C) রবার্ট স্মিথ
(D) চার্লস ডারউইন
উত্তর : (C) রবার্ট স্মিথ।
(১৫) নিচের কোনগুলি ইউট্রোফিকেশন ঘটায়?
(A) নাইট্রোজেন ও অক্সিজেন
(B) ফসফরাস ও অক্সিজেন
(C) নাইট্রোজেন ও ফসফরাস
(D) ফসফরাস ও হাইড্রোজেন
উত্তর : (C) নাইট্রোজেন ও ফসফরাস।
(১৬) ফোর্বস-২০২৫ তালিকা অনুসারে, বিলিয়নেয়ার (Billionaire) -এর সংখ্যায় বিশ্বে ভারতের স্থান কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
উত্তর : (C) তৃতীয়।
(১৭) দক্ষিণ ভারতের কোন রাজ্য জিডিপি-তে শীর্ষ স্থান অধিকার করে?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তেলঙ্গানা
উত্তর : (A) তামিলনাড়ু।
(১৮) শরথ কমল কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) টেবিল টেনিস
(C) দাবা
(D) ফুটবল
উত্তর : (B) টেবিল টেনিস।
(১৯) নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন কে?
(A) জোসেফ প্রিস্টলে
(B) হেনরি ক্যাভেন্ডিস
(C) ড্যানিয়েল রাদারফোর্ড
(D) জোসেফ ব্ল্যাক
উত্তর : (C) ড্যানিয়েল রাদারফোর্ড।
(২০) কার্বন ডাই অক্সাইড গ্যাস আবিষ্কার করেন কে?
(A) উইলিয়াম হার্ভে
(B) আলেকজান্ডার ফ্লেমিং
(C) জোসেফ ব্ল্যাক
(D) আর্নেস্ট রাদারফোর্ড
উত্তর : (C) জোসেফ ব্ল্যাক।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-33 - ভূগোলিকা-Bhugolika