Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-31

WBSSC Group-C & D General Awareness Part-31

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-31)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-31

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) কত সালে কলকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হয়?
(A) ১৮৩৩
(B) ১৮৩৪
(C) ১৮৩৫
(D) ১৮৩৬
উত্তর : (C) ১৮৩৫।

(২) বর্তমানে (২০২৫) ভারতে রাজ্যের সংখ্যা কত?
(A) ২৭
(B) ২৮
(C) ২৯
(D) ৩০
উত্তর : (B) ২৮।

(৩) সংবিধানের কত নং ধারাতে সরকারি ভাষা (Official Language) রয়েছে?
(A) ৩৪৩-৩৫১ নং
(B) ৩৫১-৩৫৭ নং
(C) ৩৫৭-৩৬৫ নং
(D) ৩৬৫-৩৭১ নং
উত্তর : (A) ৩৪৩-৩৫১ নং।

(৪) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে, কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা (Vocational Education) শুরুর সুপারিশ করা হয়?
(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম
উত্তর : (B) ষষ্ঠ।

(৫) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে, শিক্ষাক্ষেত্রে জিডিপির কত শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
(A) ৪%
(B) ৫%
(C) ৬%
(D) ৭%
উত্তর : (C) ৬%।

(৬) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে Multidisciplinary Education and Research University (MERU) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (D) জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(৭) কত সালে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন’স্ অ্যাসোসিয়েশন (All India Democratic Women’s Association) সংস্থা গঠিত হয়?
(A) ১৯৭৯
(B) ১৯৮০
(C) ১৯৮১
(D) ১৯৮২
উত্তর : (C) ১৯৮১।

(৮) ভারতের কোন রাজ্য থেকে কথাকলি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) তামিলনাড়ু
(B) মণিপুর
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কেরালা
উত্তর : (D) কেরালা।

(৯) ভারতের কোন রাজ্য থেকে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) মণিপুর
উত্তর : (A) অন্ধ্রপ্রদেশ।

(১০) ভারতের কোন রাজ্য থেকে গৌড়ীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) তামিলনাড়ু
(D) কেরালা
উত্তর : (B) পশ্চিমবঙ্গ।

(১১) ভারতের কোন রাজ্য থেকে মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) মণিপুর
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (B) কেরালা।

(১২) PDA -এর পুরো কথাটি কি?
(A) Personal Digital Assistant
(B) Permanent Digital Assistant
(C) Progressive Digital Assistant
(D) Programme Digital Assistant
উত্তর : (A) Personal Digital Assistant।

(১৩) কম্পিউটারে মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ কি?
(A) তথ্য গ্রহণ ও প্রেরণ
(B) তথ্য প্রক্রিয়াকরণ
(C) ইন্টারনেট সংযোগ
(D) ভিডিও কনফারেন্স
উত্তর : (B) তথ্য প্রক্রিয়াকরণ।

(১৪) যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ধাতুজাতীয় ক্ষতিকারক পদার্থ কোনটি?
(A) দস্তা
(B) তামা
(C) সীসা
(D) লোহা
উত্তর : (C) সীসা।

(১৫) নিচের কোন গ্যাসটি অম্ল বৃষ্টি (Acid Rain) -এর জন্য দায়ী?
(A) কার্বন মনোক্সাইড
(B) সালফার ডাই অক্সাইড
(C) হাইড্রোজেন সালফাইড
(D) কার্বন ডাই অক্সাইড
উত্তর : (B) সালফার ডাই অক্সাইড।

(১৬) ২০২২ সালে কোন দেশের সাথে ভারত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (Comprehensive Economic Partnership Agreement) সাক্ষর করে?
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) জার্মানি
(C) সংযুক্ত আরব আমিরাশাহী
(D) কানাডা
উত্তর : (C) সংযুক্ত আরব আমিরাশাহী।

(১৭) কত সালে ভারত-অস্ট্রেলিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট (Comprehensive Economic Cooperation Agreement) সাক্ষরিত হয়?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
উত্তর : (B) ২০২২।

(১৮) টাটা স্টিল চেস মাস্টার্স ২০২৫ প্রতিযোগিতাতে কোন দাবাড়ু জয়লাভ করেন?
(A) ডোম্মারাজু গুকেশ
(B) রমেশবাবু প্রজ্ঞানন্দ
(C) বিশ্বনাথন আনন্দ
(D) কোনেরু হাম্পি
উত্তর : (B) রমেশবাবু প্রজ্ঞানন্দ।

(১৯) অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন কে?
(A) জোসেফ প্রিস্টলে
(B) উইলিয়াম হার্ভে
(C) হেনরি ক্যাভেন্ডিস
(D) জেমস সিম্পসন
উত্তর : (A) জোসেফ প্রিস্টলে।

(২০) হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন?
(A) ড্যানিয়েল রাদারফোর্ড
(B) উইলিয়াম হার্ভে
(C) জোসেফ প্রিস্টলে
(D) হেনরি ক্যাভেন্ডিস
উত্তর : (D) হেনরি ক্যাভেন্ডিস।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-30

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!