Assam Day
অসম দিবস (Assam Day)

আজ ২ রা ডিসেম্বর (2 November), অসম দিবস (Assam Day)। প্রতি বছর ভারতের অসম রাজ্যে ২ রা ডিসেম্বর তারিখটি অসম দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ব্রিটিশ ভারতে ১৯১২ সালের ১২ ই এপ্রিল অসম প্রদেশ (Assam Province) গঠিত হয়। ১৯৪৭ সালে অসম ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। অবিভক্ত অসম রাজ্য ভেঙে ১৯৬৩ সালে নাগাল্যান্ড, ১৯৭২ সালে মেঘালয়, অরুণাচল প্রদেশ (১৯৭২-১৯৮৭ কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৯৮৭ থেকে রাজ্য) ও মিজোরাম (১৯৭২-১৯৮৭ কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৯৮৭ থেকে রাজ্য) রাজ্য গঠিত হয়। অহোম রাজ্য (Ahom Kingdom)-এর প্রথম রাজা চুকাফা (Sukaphaa) -এর সিংহাসন আরোহণকে স্মরণ করে ১৯৯৬ সাল থেকে প্রতি বছর ২ রা ডিসেম্বর তারিখটি অসম দিবস রূপে পালিত হয়। অসম দিবস পালনের উদ্দেশ্য হল : অহোম রাজবংশের প্রতিষ্ঠাতা এবং বৃহত্তর অসমের স্থপতি রাজা চুকাফা-কে সম্মান প্রদর্শন করা এবং অসম রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য উদযাপন করা।
বর্তমানে অসম (Assam) হল আয়তন অনুসারে উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা অনুসারে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য। প্রাচীন যুগে বর্তমান অসম রাজ্য কামরূপ/প্রাগজ্যোতিষ রাজ্য (৩৫০-১১৪০ খ্রিস্টাব্দ) এবং অহোম রাজ্য (১২২৮-১৮২৬ খ্রিস্টাব্দ) -এর অন্তর্গত ছিল। অহোম রাজ্য (Ahom Kingdom) -এর নাম থেকেই অসম রাজ্যের নামকরণ হয়েছে। অসম রাজ্যের আয়তন ৭৮,৪৩৮ বর্গকিমি এবং জনসংখ্যা ৩,১২,০৫,৫৭৬ জন (২০১১ জনগণনা অনুসারে)। বর্তমানে অসম আয়তন অনুসারে ভারতের ষোড়শ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা অনুসারে ভারতের পঞ্চদশ বৃহত্তম রাজ্য। অসম রাজ্যের রাজধানী হল দিসপুর (Dispur) এবং বৃহত্তম শহর হল গুয়াহাটি (Guwahati)।
অসম রাজ্যের প্রধান ও দীর্ঘতম নদী হল ব্রহ্মপুত্র, যা লুইত ও মহাবাহু নামেও পরিচিত। এছাড়া উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল — বরাক, মানস, ধনশিরি, সোবণশিরি, কোপিলি ইত্যাদি। অসমের সর্বোচ্চ শৃঙ্গ হল বড়াইল পর্বতশ্রেণী (Barail Range) -এর মাউন্ট তুমজাং (Mount Tumjang), যার উচ্চতা ১৮৬০ মিটার। উল্লেখ্য, অসম হল ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য। অসমের জোড়হাটে কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র রয়েছে। অসমের ডিগবয় হল ভারতের প্রাচীনতম তৈলখনি। ব্রহ্মপুত্রের ওপর অবস্থিত অসমের মাজুলি (Majuli) হল ভারতের বৃহত্তম নদী দ্বীপ। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে বিশ্বের সর্বাধিক সংখ্যক ভারতীয় গন্ডার রয়েছে। অসমের মায়ং গ্রাম (Mayong Village) কালো জাদুর দেশ (Land of Black Magic) নামে পরিচিত। অসমের প্রধান শহরগুলি হল — গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, জোড়হাট, তিনসুকিয়া ইত্যাদি। অসমের প্রধান পর্যটনকেন্দ্রগুলি হল — কামাখ্যা মন্দির, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, শিবসাগর, চরাইদেউ মৈদাম, উমানন্দ দ্বীপ, চানডুবি বিল, হাফলং, তেজপুর ইত্যাদি।