Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MISCELLANEOUS

National Education Policy

National Education Policy

ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: জাতীয় শিক্ষা নীতি (National Education Policy)। এই পোস্টে জাতীয় শিক্ষা নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

National Education Policy

National Education Policy

(১) কত সালে ভারতে প্রথম জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
উত্তর : ১৯৬৮ সালে।

(২) কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮ রচিত হয়েছিল?
উত্তর : কোঠারি কমিশন (১৯৬৪-৬৬)।

(৩) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে ত্রিভাষা সূত্র (Three Language Formula) প্রকাশিত হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮।

(৪) কত সালে ভারতে প্রথম জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
উত্তর : ১৯৮৬ সালে।

(৫) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে ‘District Institute of Education and Training’ (DIET) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৬) কত সালে জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬ সংশোধন করা হয়?
উত্তর : ১৯৯২।

(৭) কত সালে ভারতে তৃতীয় জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
উত্তর : ২০২০।

(৮) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -এর খসড়া কমিটির নাম কি?
উত্তর : কস্তুরীরঙ্গন কমিটি।

(৯) কোন জাতীয় শিক্ষা নীতি -তে ‘Equitable & Inclusive Education’ -এর কথা বলা হয়েছে?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(১০) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক- শিক্ষার্থী অনুপাত কত হওয়া উচিত?
উত্তর : ১:৩০।

(১১) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে উল্লিখিত ABC -এর পুরো কথাটি কি?
উত্তর : Academic Bank of Credits।

(১২) কোন জাতীয় শিক্ষা নীতি -তে ‘National Research Foundation’ (NRF) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(১৩) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে স্নাতক স্তরে কত বছরের ডিগ্রির সুপারিশ করা হয়?
উত্তর : ৪ বছর।

(১৪) কোন জাতীয় শিক্ষা নীতি -তে ‘PARAKH’ -এর উল্লেখ রয়েছে?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(১৫) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে উল্লিখিত PARAKH -এর পুরো কথাটি কি?
উত্তর : Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development।

(১৬) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা (Vocational Education) শুরুর সুপারিশ করা হয়?
উত্তর : ষষ্ঠ শ্রেণী।

(১৭) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, শিক্ষাক্ষেত্রে জিডিপির কত শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
উত্তর : ৬%।

(১৮) কোন জাতীয় শিক্ষা নীতি -তে ‘Multidisciplinary Education and Research University’ (MERU) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(১৯) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে কোন শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার সুপারিশ করা হয়?
উত্তর : দ্বাদশ শ্রেণী।

(২০) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy)-তে ‘National Educational Technology Forum’ (NETF) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(২১) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে সর্বপ্রথম ‘Early Childhood Care and Education’ (ECCE) সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(২২) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ (Operation Blackboard) সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(২৩) অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) কত সালে চালু হয়?
উত্তর : ১৯৮৭।

(২৪) ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) কত সালে স্থাপিত হয়?
উত্তর : ১৯৮৫ সালে।

(২৫) অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আইন (ANRF Act) কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : ২০২৩।

(২৬) জাতীয় শিক্ষা নীতি-২০২০ -তে প্রস্তাবিত শিক্ষাকাঠামোর রূপ কি?
উত্তর : ৫+৩+৩+৪।

(২৭) কোন জাতীয় শিক্ষা নীতি -তে ‘Rural University Model’ সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(২৮) অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) কর্মসূচি কোন স্তরের শিক্ষার সাথে সম্পর্কিত?
উত্তর : প্রাথমিক শিক্ষা।

(২৯) কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (NCTE) গড়ে ওঠে?
উত্তর : ১৯৯৫।

(৩০) কত সালে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি (National Adult Education Programme) শুরু হয়?
উত্তর : ১৯৭৮।

(৩১) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে নবোদয় বিদ্যালয় (Navodaya Vidyalaya) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৩২) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomous College) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৩৩) কত সালে ভারতে শিক্ষাক্ষেত্রে প্রোগ্রাম অফ অ্যাকশন (Programme of Action) গৃহীত হয়?
উত্তর : ১৯৯২।

(৩৪) কত সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) গড়ে ওঠে?
উত্তর : ১৯৫৬।

(৩৫) MLL ধারণাটি কোন স্তরের শিক্ষার জন্য?
উত্তর : প্রাথমিক শিক্ষা।

(৩৬) প্রাথমিক শিক্ষাতে MLL -এর পুরো কথাটি কি?
উত্তর : Minimum Levels of Learning।

(৩৭) কত সালে রামমূর্তি কমিটি (Ramamurthy Committee) গঠিত হয়?
উত্তর : ১৯৯০।

(৩৮) ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : ড: বি. আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় (হায়দ্রাবাদ)।

(৩৯) কত সালে ড: বি. আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় (BRAOU) স্থাপিত হয়?
উত্তর : ১৯৮২।

(৪০) পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

(৪১) কত সালে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) স্থাপিত হয়?
উত্তর : ১৯৯৭।

(৪২) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে ১০+২+৩ শিক্ষাকাঠামো সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৪৩) কোন জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) -তে ‘National Higher Education Regulatory Council (NHERC) গঠনের সুপারিশ করা হয়?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-২০২০।

(৪৪) কত সালে জনার্দন রেড্ডি কমিটি (Janardhana Reddy Committee) গঠিত হয়?
উত্তর : ১৯৯১।

(৪৫) ‘The Challenge of Education : A Policy Perspective’ শীর্ষক রিপোর্ট কোন জাতীয় শিক্ষা নীতির সাথে সম্পর্কিত?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৪৬) ‘Education for Equality’ কোন জাতীয় শিক্ষা নীতির সাথে সম্পর্কিত?
উত্তর : জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।

(৪৭) ভারতে শিক্ষাক্ষেত্রে কত সালে মিড ডে মিল (Mid Day Meal) চালু হয়?
উত্তর : ১৯৯৫।

(৪৮) ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম মিড ডে মিল (Mid Day Meal) চালু হয়?
উত্তর : তামিলনাড়ু।

(৪৯) ICDS -এর পুরো কথাটি কি?
উত্তর : Integrated Child Development Services।

(৫০) কত সালে Integrated Child Development Services (ICDS) কর্মসূচি চালু হয়?
উত্তর : ১৯৭৫।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

List of Important Weeks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!