WBSSC Group-C & D General Awareness Part-30
WBSSC Group-C & D General Awareness Part-30
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-30)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) ব্রিটিশ ভারতে কত সালে জনশিক্ষা কমিটি গঠিত হয়?
(A) ১৮২৩
(B) ১৮২৪
(C) ১৮২৫
(D) ১৮২৬
উত্তর : (A) ১৮২৩।
(২) জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) গঙ্গা
(C) নর্মদা
(D) তাপ্তি
উত্তর : (C) নর্মদা।
(৩) সংবিধানের কত নং ধারাতে নির্দেশকমূলক নীতি রয়েছে?
(A) ৫-১১ নং
(B) ১২-৩৫ নং
(C) ৩৬-৫১ নং
(D) ৫২-৬৫ নং
উত্তর : (C) ৩৬-৫১ নং।
(৪) জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুসারে, স্নাতক স্তরে কত বছরের ডিগ্রি চালু হয়েছে?
(A) ২ বছর
(B) ৩ বছর
(C) ৪ বছর
(D) ৫ বছর
উত্তর : (C) ৪ বছর।
(৫) কোন জাতীয় শিক্ষা নীতি-তে PARAKH মূল্যায়ন সংস্থা প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (D) জাতীয় শিক্ষা নীতি-২০২০।
(৬) জাতীয় শিক্ষা নীতি উল্লিখিত PARAKH -এর পুরো কথাটি কি?
(A) Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development
(B) Performance Analysis Review and Assessment of Knowledge for Holistic Development
(C) Performance Assessment Result and Analysis of Knowledge for Holistic Development
(D) Performance Assessment Review and Analysis of Knowledge for Human Development
উত্তর : (A) Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development।
(৭) কোন সালে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) গঠিত হয়?
(A) ১৯৯০
(B) ১৯৯১
(C) ১৯৯২
(D) ১৯৯৩
উত্তর : (C) ১৯৯২।
(৮) সঙ্গীত নাটক একাডেমি অনুসারে, ভারতে কয়টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে?
(A) ৬ টি
(B) ৭ টি
(C) ৮ টি
(D) ৯ টি
উত্তর : (C) ৮ টি।
(৯) কোন রাজ্য থেকে ভরতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) কেরালা
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) মণিপুর
উত্তর : (B) তামিলনাড়ু।
(১০) ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক কোন নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের অন্তর্ভুক্ত করেছে?
(A) বিহু
(B) ছৌ
(C) গর্বা
(D) নাটী
উত্তর : (B) ছৌ।
(১১) কোন রাজ্য থেকে কত্থক শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (A) উত্তরপ্রদেশ।
(১২) VPN -এর পুরো কথাটি কি?
(A) Vernacular Private Network
(B) Various Private Network
(C) Virtual Private Network
(D) Viruses Private Network
উত্তর : (C) Virtual Private Network।
(১৩) বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?
(A) Yahoo
(B) Google
(C) Baidu
(D) Yandex
উত্তর : (B) Google।
(১৪) বিশ্ব উষ্ণায়ন (Global Warming) শব্দবন্ধটি কে প্রথম ব্যবহার করেন?
(A) ওয়ালেস স্মিথ ব্রোকার
(B) টমাস আলভা এডিসন
(C) অ্যালবার্ট আইনস্টাইন
(D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (A) ওয়ালেস স্মিথ ব্রোকার।
(১৫) গ্রিনহাউস প্রভাব (Greenhouse Effect) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কে?
(A) জোসেফ ফ্যুরিয়ার
(B) রবার্ট স্মিথ
(C) ওয়ালেস স্মিথ ব্রোকার
(D) ওয়াল্টার রোজেন
উত্তর : (A) জোসেফ ফ্যুরিয়ার।
(১৬) কবে থেকে ভারত-ইফটা মুক্ত বাণিজ্য চুক্তি (India–EFTA Free Trade Agreement) কার্যকর হয়?
(A) ১ লা সেপ্টেম্বর, ২০২৫
(B) ১ লা অক্টোবর, ২০২৫
(C) ১ লা সেপ্টেম্বর, ২০২৪
(D) ১ লা অক্টোবর, ২০২৪
উত্তর : (B) ১ লা অক্টোবর, ২০২৫।
(১৭) কবে ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (Comprehensive Economic and Trade Agreement) সাক্ষরিত হয়?
(A) ২৪ শে জুন, ২০২৫
(B) ২৪ শে জুলাই, ২০২৫
(C) ২৪ শে আগস্ট, ২০২৫
(D) ২৪ শে মার্চ, ২০২৫
উত্তর : (B) ২৪ শে জুলাই, ২০২৫।
(১৮) ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে আয়োজিত হবে?
(A) কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
(B) দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও অ্যাঙ্গোলা
(C) জার্মানি, ব্রিটিশ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
(D) ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে
উত্তর : (A) কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
(১৯) নিউট্রন আবিষ্কার করেন কে?
(A) আর্নেস্ট রাদারফোর্ড
(B) জোসেফ জন টমসন
(C) জেমস চ্যাডউইক
(D) ড্যানিয়েল রাদারফোর্ড
উত্তর : (C) জেমস চ্যাডউইক।
(২০) ডিনামাইট আবিষ্কার করেন কে?
(A) অ্যালবার্ট আইনস্টাইন
(B) আলফ্রেড নোবেল
(C) আর্নেস্ট রাদারফোর্ড
(D) হেনরি ক্যাভেন্ডিস
উত্তর : (B) আলফ্রেড নোবেল।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-31 - ভূগোলিকা-Bhugolika