WBSSC Group-C & D General Awareness Part-28
WBSSC Group-C & D General Awareness Part-28
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-28)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল?
(A) ১৭৬৮-৬৯
(B) ১৭৬৯-৭০
(C) ১৭৭০-৭১
(D) ১৭৭১-৭২
উত্তর : (B) ১৭৬৯-৭০।
(২) অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) শোন
(D) সরযূ
উত্তর : (D) সরযূ।
(৩) সংবিধানের কত নং ধারাতে নাগরিকত্ব বিষয়টি রয়েছে?
(A) ৫-১১ নং
(B) ১২-১৮ নং
(C) ১৯-২৫ নং
(D) ২৬-৩২ নং
উত্তর : (A) ৫-১১ নং।
(৪) কোন সালে তৃতীয় জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
(A) ১৯৬৮
(B) ১৯৮৬
(C) ১৯৯২
(D) ২০২০
উত্তর : (D) ২০২০।
(৫) তৃতীয় জাতীয় শিক্ষা নীতির খসড়া কমিটির নাম কি?
(A) রঙ্গনাথন কমিটি
(B) রামমূর্তি কমিটি
(C) জনার্দন রেড্ডি কমিটি
(D) কস্তুরীরঙ্গন কমিটি
উত্তর : (D) কস্তুরীরঙ্গন কমিটি।
(৬) কোন সালের জাতীয় শিক্ষা নীতিতে ‘Equitable & Inclusive Education’ -এর কথা বলা হয়েছে?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-২০০০
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (D) জাতীয় শিক্ষা নীতি-২০২০।
(৭) কত সালে ভারতে ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন (National Council of Women) সংস্থাটি গড়ে ওঠে?
(A) ১৯২০
(B) ১৯২৫
(C) ১৯৩০
(D) ১৯৩৫
উত্তর : (B) ১৯২৫।
(৮) পন্ডিত রাজেন্দ্র প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সেতার
(B) তবলা
(C) বাঁশি
(D) রুদ্রবীণা
উত্তর : (C) বাঁশি।
(৯) পন্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সেতার
(B) সন্তুর
(C) সানাই
(D) সরোদ
উত্তর : (B) সন্তুর।
(১০) উস্তাদ আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সানাই
(B) সন্তুর
(C) সরোদ
(D) সেতার
উত্তর : (C) সরোদ।
(১১) উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত?
(A) সানাই
(B) সরোদ
(C) তবলা
(D) সেতার
উত্তর : (A) সানাই।
(১২) নিচের কোনটি কম্পিউটারের স্থায়ী বা উদ্বায়ী স্মৃতি রূপে পরিচিত?
(A) CPU
(B) ROM
(C) USB
(D) RAM
উত্তর : (D) RAM।
(১৩) WWW -এর পুরো কথাটি কি?
(A) World Wide Web
(B) World Wield Web
(C) World Wide Work
(D) World Wide WiFi
উত্তর : (A) World Wide Web।
(১৪) শিল্পবিপ্লব কাল থেকে পৃথিবীর গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
(A) ০.৫° সেলসিয়াস
(B) ১.০° সেলসিয়াস
(C) ১.২° সেলসিয়াস
(D) ২.০° সেলসিয়াস
উত্তর : (C) ১.২° সেলসিয়াস।
(১৫) নথিবদ্ধকৃত ইতিহাসে, পৃথিবীতে উষ্ণতম বর্ষ কোনটি?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
উত্তর : (C) ২০২৪।
(১৬) ভারতের রিজার্ভ ব্যাঙ্কের FLA Census ২০২৪-২৫ অনুসারে, ভারতীয় কোম্পানিগুলি কোন দেশে সর্বাধিক আউটওয়ার্ড ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (ODI) করেছে?
(A) সিঙ্গাপুর
(B) দক্ষিণ আফ্রিকা
(C) জার্মানি
(D) সংযুক্ত আরব আমিরশাহী
উত্তর : (A) সিঙ্গাপুর।
(১৭) ভারতে জিএসটি (Goods & Services Tax) কবে চালু হয়?
(A) ১ লা এপ্রিল, ২০১৭
(B) ১ লা জুলাই, ২০১৭
(C) ১ লা আগস্ট, ২০১৮
(D) ১ লা মার্চ, ২০১৮
উত্তর : (B) ১ লা জুলাই, ২০১৭।
(১৮) ভারতের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কে?
(A) মিতালি রাজ
(B) হরমনপ্রীত কৌর
(C) স্মৃতি মন্ধানা
(D) শেফালি বর্মা
উত্তর : (B) হরমনপ্রীত কৌর।
(১৯) স্টেথোস্কোপ আবিষ্কার করেন কে?
(A) পল ভিলার্ড
(B) জোসেফ জন টমসন
(C) রেনে লেনেক
(D) টমাস আলভা এডিসন
উত্তর : (C) রেনে লেনেক।
(২০) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
(A) জোসেফ জন টমসন
(B) আর্নেস্ট রাদারফোর্ড
(C) ইভাঞ্জেলিস্টা টরিসেলি
(D) টমাস আলভা এডিসন
উত্তর : (C) ইভাঞ্জেলিস্টা টরিসেলি।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-29 - ভূগোলিকা-Bhugolika