WBSSC Group-C & D General Awareness Part-26
WBSSC Group-C & D General Awareness Part-26
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-26)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
(A) অমৃতবাজার পত্রিকা
(B) সমাচার দর্পণ
(C) হিকির বেঙ্গল গেজেট
(D) দ্য প্যাট্রিয়ট
উত্তর : (C) হিকির বেঙ্গল গেজেট।
(২) গুজরাটের আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) সবরমতী
(C) তাপ্তি
(D) পেনগঙ্গা
উত্তর : (B) সবরমতী।
(৩) ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল?
(A) ৩৯৫ টি
(B) ৩৯৬ টি
(C) ৩৯৭ টি
(D) ৩৯৮ টি
উত্তর : (A) ৩৯৫ টি।
(৪) কোন সালে প্রথম জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) প্রকাশিত হয়?
(A) ১৯৬৪
(B) ১৯৬৬
(C) ১৯৬৮
(D) ১৯৭০
উত্তর : (C) ১৯৬৮।
(৫) কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষা নীতি ১৯৬৮ রচিত হয়েছিল?
(A) রাধাকৃষ্ণান কমিশন
(B) কোঠারি কমিশন
(C) কস্তুরীরঙ্গন কমিশন
(D) রামমূর্তি কমিশন
উত্তর : (B) কোঠারি কমিশন।
(৬) কোন জাতীয় শিক্ষা নীতিতে ত্রিভাষা সূত্র (Three Language Formula) রয়েছে?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৭২
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮।
(৭) কোন সালে ইউএন ওমেন (UN Women) সংস্থা গড়ে ওঠে?
(A) ২০০৬
(B) ২০০৮
(C) ২০১০
(D) ২০১২
উত্তর : (C) ২০১০।
(৮) ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত (Classical Music) -এর প্রধান দুটি ধারা কি কি?
(A) হিন্দুস্তানি ও রাজস্থানি
(B) হিন্দুস্তানি ও কর্ণাটকী
(C) হিন্দুস্তানি ও মালয়ালি
(D) হিন্দুস্তানি ও অসমীয়া
উত্তর : (B) হিন্দুস্তানি ও কর্ণাটকী।
(৯) নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
(A) কাশ্যপ মুনি
(B) বশিষ্ঠ মুনি
(C) অগস্ত্য মুনি
(D) ভরত মুনি
উত্তর : (D) ভরত মুনি।
(১০) সঙ্গীত রত্নাকর গ্রন্থটি কে রচনা করেন?
(A) শার্ঙ্গদেব
(B) বিশ্বামিত্র
(C) অনঙ্গদেব
(D) কুশানভ্য
উত্তর : (A) শার্ঙ্গদেব।
(১১) হরবল্লভ সঙ্গীত সম্মেলন (Harballabh Sangeet Sammelan) কোথায় অনুষ্ঠিত হয়?
(A) শ্রীনগর
(B) নাগপুর
(C) জয়পুর
(D) জলন্ধর
উত্তর : (D) জলন্ধর।
(১২) নিচের কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি রূপে পরিচিত?
(A) RAM
(B) ROM
(C) CPU
(D) WWW
উত্তর : (B) ROM।
(১৩) নিচের কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
(A) ROM
(B) USB
(C) RAM
(D) CPU
উত্তর : (D) CPU।
(১৪) প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) মিথেন
(C) নাইট্রাস অক্সাইড
(D) অক্সিজেন
উত্তর : (A) কার্বন ডাই অক্সাইড।
(১৫) ধানক্ষেত থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
(A) কার্বন মনোক্সাইড
(B) হিলিয়াম
(C) সালফার ডাই অক্সাইড
(D) মিথেন
উত্তর : (D) মিথেন।
(১৬) GDP -এর পুরো কথাটি কি?
(A) Gross Diversify Product
(B) Gross Development Product
(C) Gross Domestic Product
(D) Gross Dividend Product
উত্তর : (C) Gross Domestic Product।
(১৭) বর্তমানে (২০২৫) জিডিপি নামমাত্র (GDP Nominal) তালিকাতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
(A) চিন
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) ভারত
(D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(১৮) কত সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
(A) ১৯৭০
(B) ১৯৭১
(C) ১৯৭২
(D) ১৯৭৩
উত্তর : (D) ১৯৭৩।
(১৯) টেলিফোন আবিষ্কার করেন কে?
(A) আলেকজান্ডার গ্রাহাম বেল
(B) পল ভিলার্ড
(C) টমাস আলভা এডিসন
(D) রেনে লেনেক
উত্তর : (A) আলেকজান্ডার গ্রাহাম বেল।
(২০) গামা রশ্মি আবিষ্কার করেন কে?
(A) আলফ্রেড নোবেল
(B) রেনে লেনেক
(C) জ্যাকব পার্কিনস
(D) পল ভিলার্ড
উত্তর : (D) পল ভিলার্ড।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-27 - ভূগোলিকা-Bhugolika